জগন্নাথ সরকার (বিজেপির রাজনীতিবিদ)

জগন্নাথ সরকার (জন্ম ২রা জানুয়ারী ১৯৬৩) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ২০১৯ সালে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন ।

জগন্নাথ সরকার
সাংসদ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৩শে মে, ২০১৯
পূর্বসূরীতাপস মন্ডল
সংসদীয় এলাকারানাঘাট লোকসভা কেন্দ্র
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1963-01-02) ২ জানুয়ারি ১৯৬৩ (বয়স ৬১)
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
দাম্পত্য সঙ্গীArpita Sarkar (বি. ১৯৯৯)
সন্তান
বাসস্থানশান্তিপুর, নদিয়া
প্রাক্তন শিক্ষার্থীশান্তিপুর কলেজ
স্বাক্ষর

ব্যক্তিগত জীবন সম্পাদনা

জগন্নাথ সরকারের জন্ম ১৯৬৩ সালের ২রা জানুয়ারী পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় ভীম চন্দ্র সরকার এবং ননী বালা সরকারের ঘরে। তিনি ১৯৮৪ সালে শান্তিপুর কলেজ থেকে কলাবিদ্যায় স্নাতক এবং ১৯৮৬-১৯৮৭ সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বি এড ডিগ্রি অর্জন করেন। [১] ১৯৯৯ সালের ২রা নভেম্বর অর্পিতা সরকারের (বৈদ্য) সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন; তাদের এক পুত্র এবং একটি কন্যা রয়েছে। জগন্নাথ সরকার পেশায় একজন শিক্ষক ও কৃষক। [২]

রাজনৈতিক পেশা সম্পাদনা

সরকার ভারতীয় জনতা পার্টির নদিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক। মুকুটমণি অধিকারীর মনোনয়ন প্রত্যাখ্যান হওয়ার পরে, ২০১৯ সালের ১০ই এপ্রিল দল তাকে রানাঘাট আসন থেকে ২০১৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনের জন্য প্রার্থী মনোনীত করেছিল। [৩] ২৩ শে মে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, তৃণমূল কংগ্রেসের রূপালী বিশ্বাসকে পরাজিত করে তিনি লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Jagannath Sarkar(Bharatiya Janata Party(BJP)):Constituency- Ranaghat(West Bengal) - Affidavit Information of Candidate"myneta.info। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২১ 
  2. "Members : Lok Sabha"loksabhaph.nic.in। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২১ 
  3. "মনোনয়নপত্র খারিজ মুকুটমণি অধিকারীর, রানাঘাটে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার"। Sangbad Pratidin। ১০ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৯ 
  4. "Ranaghat Election Results 2019 Live Updates: Jagannath Sarkar of BJP Wins"। News18। ২৩ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৯