কল্যাণী বিশ্ববিদ্যালয়
কল্যাণী বিশ্ববিদ্যালয় [১]ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলায় অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি ন্যাক (NAAC) কর্তৃক তিন তারা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপ্রাপ্ত। ১৯৬০ সালের ১ নভেম্বর[২] ৪০০ একর ক্যাম্পাস ও ৩৭টি অনুমোদিত মহাবিদ্যালয় নিয়ে (১৬টি নদীয়ায়, ২০টি মুর্শিদাবাদে ও ১টি উত্তর ২৪ পরগনায়) বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। এগুলি ছাড়া বিগত বছরগুলিতে বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং কলেজও এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেয়েছে। ২১৭ জন শিক্ষক ও ২০০০ স্নাতকোত্তর ও পিএইচডি ছাত্রছাত্রী সহ এই বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলি হল বিজ্ঞান, কলা ও বাণিজ্য, শিক্ষা, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ও ম্যানেজমেন্ট, আইন, সঙ্গীত ও চারুকলা। মোট বিভাগের সংখ্যা ২৫।[৩]
ধরন | সরকারী বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ১ নভেম্বর ১৯৬০ |
আচার্য | সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল (পদাধিকার বলে) |
উপাচার্য | অধ্যাপক ড.শঙ্কর কুমার ঘোষ |
অবস্থান | |
শিক্ষাঙ্গন | গ্রামীণ |
অধিভুক্তি | UGC |
ওয়েবসাইট | কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইট |
প্রাঙ্গণ
সম্পাদনারাজধানী কলকাতার ৫০ কিলোমিটার উত্তরে নয়নাভিরাম গ্রামীণ পরিবেশে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মূল ও বৃহৎ শিক্ষাপ্রাঙ্গণটি অবস্থিত। এটি কল্যাণী শহরে অবস্থিত। এই অবস্থানগত সুবিধা বিশ্ববিদ্যালয়ের ‘ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ’-এর পক্ষে বিশেষ উপযুক্ত। নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশন।
বিজ্ঞান বিভাগ
সম্পাদনাপদার্থবিদ্যা, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিসংখ্যাতত্ববিদ্যা, গণিত।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কল্যাণী বিশ্ববিদ্যালয়- Latest News on কল্যাণী বিশ্ববিদ্যালয় | Read Breaking News on Zee News Bengali"। zeenews.india.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৯।
- ↑ "University of Kalyani, Kalyani"। Collegedunia। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৯।
- ↑ "Home"। 162.144.89.90। ২০২০-০৭-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩১।