জগদীপ ধনখড়

(জগদীপ ধনখর থেকে পুনর্নির্দেশিত)

জগদীপ ধনখড় (জন্ম ১৮ মে, ১৯৫১) হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। তিনি ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। তিনি বর্তমানে ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি।

জগদীপ ধনখড়
দাপ্তরিক প্রতিকৃতি, ২০২৩
১৪ তম ভারতের উপরাষ্ট্রপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১১ আগস্ট ২০২২
রাষ্ট্রপতিদ্রৌপদী মুর্মু
প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী
পূর্বসূরীভেঙ্কাইয়া নাইডু
২১তম পশ্চিমবঙ্গের রাজ্যপাল
কাজের মেয়াদ
৩০ জুলাই ২০১৯[] – ১৭ জুলাই ২০২২
মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়
পূর্বসূরীকেশরী নাথ ত্রিপাঠী
উত্তরসূরীলা. গণেশন
কৃষ্ণগড়, রাজস্থান থেকে বিধানসভার সদস্য, বিধায়ক
কাজের মেয়াদ
১৯৯৩ - ১৯৯৮
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1951-05-18) ১৮ মে ১৯৫১ (বয়স ৭৩)
ঝুনঝুনু জেলা, ঝুনঝুনু , রাজস্থান, ভারত
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
দাম্পত্য সঙ্গীশ্রীমতি সুদেশ ধনখড়
সন্তান
প্রাক্তন শিক্ষার্থীরাজস্থান বিশ্ববিদ্যালয়
জীবিকা

তিনি প্রাথমিক শিক্ষালাভ করেন কিথানা গ্রামের সরকারি বিদ্যালয় থেকে, স্কুলশিক্ষা গ্রহণ করেন সৈনিক স্কুল, চিতোরগড় থেকে এবং স্নাতক ডিগ্রি পান রাজস্থান বিশ্ববিদ্যালয়, জয়পুর থেকে।[][] তিনি ১৯৮৯-৯১ নবম লোকসভায় রাজস্থানের ঝুনঝুনু (লোকসভা কেন্দ্র) থেকে সাংসদ হিসেবে জনতা দল (সংযুক্ত) কে প্রতিনিধিত্ব করেন এবং ১৯৯৩-৯৮ সালে রাজস্থানের দশম বিধানসভায় কিষানগড়, রাজস্থান থেকে বিধায়ক এবং রাজস্থান হাইকোর্ট বার এসোসিয়েশন, জয়পুরের সভাপতি ছিলেন।

শিক্ষা

সম্পাদনা

পদার্থবিজ্ঞানে বিএসসি(অনার্স) এবং বিশেষ মর্যাদার সঙ্গে এলএলবি পাশ করেন ১৯৭৮ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে।

তার প্রাথমিক শিক্ষালাভ হয়েছিল গ্রামের কিতানা বিদ্যালয়ে এবং একজন মেধাবী ছাত্র হিসাবে ধনখর সম্পূর্ণ বৃত্তি লাভ করেন। রাজস্থানের সৈনিক স্কুল, চিতোরগড় থেকে মধ্যশিক্ষা গ্রহণ করেন। তিনি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট পরীক্ষা (কেমব্রিজ বিশ্ববিদ্যালয়) স্বাতন্ত্র্যের সাথে পাশ করেন।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

ধনখড় জন্মগ্রহণ করেন ১৯৫১ সালের ১৮ মে রাজস্থান রাজ্যের একটি ছোট্ট গ্রাম কিথানাতে। ধনখর বিয়ে করেন শ্রীমতি সুদেশ ধনখরকে। তাদের একজন কন্যা হলেন কামনা, তিনি কার্তিকেয়কে বিবাহ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Jagdeep Dhankar To Be Sworn In As New West Bengal Governor On July 30"NDTV। জুলাই ২৬, ২০১৯। 
  2. "Jagdip Dhankar"। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮ 
  3. "Jagdeep Dhankhar"। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮