চৌদ্দশত ইউনিয়ন
কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন
চৌদ্দশত ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
চৌদ্দশত | |
---|---|
ইউনিয়ন | |
৯নং চৌদ্দশত ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে চৌদ্দশত ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২৫′৪৯″ উত্তর ৯০°৪৭′৪″ পূর্ব / ২৪.৪৩০২৮° উত্তর ৯০.৭৮৪৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | কিশোরগঞ্জ সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাইতিহাস
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনাওয়ার্ড ভিত্তিক গ্রামের সংখ্যাঃ ৩৬ টি। চৌদ্দশত পশ্চিমপাড়া, চৌদ্দশত উত্তরপাড়া, জালিয়াপাড়া, বৃন্দাগড়, সুলতান পুর, পাড়াপ্রমানন্দ, ধলিয়াচর, পাগলাকান্দা, জিনারাই, বাকলারচর, শেরপুর, ধিরুয়াইল কান্দা, বড়খালেরপাড়,জশিয়াইল, নোহার, দরবারপুর, মধুরদিয়া, মাটিকাটা, বাটাইল, টুটিয়ারচর, নান্দলা, চুপিনগর, পয়ত্রিশকাহন, টিকুয়াইল, লওনা, জালুয়াপাড়া, গোবিন্দপুর, নেহারদিয়া, দপ্তরিকান্দা, কাজিরগাঁও, বঠখিলা, পনকলিমা, মতলবপুর, চারুয়াকান্দি, বগাডুবী, খালেরপাড়।
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাইউনিয়নের আয়তন ২৩ বর্গ কি.মি.। জনসংখ্যা ৪০৮৭৩ জন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার: ৬৬%
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারী প্রাঃ বিদ্যালয়:৮ টি
- উচ্চ বিদ্যালয়: ৪ টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়: * টি
- মাদ্রাসার সংখ্যা: ৪ টি
দর্শনীয় স্থান
সম্পাদনা- রওয়ার বিল
- সুলতানপুর বিস্তৃত ফসলি জমি
- বাকলারচর প্রাকৃতিক দৃশ্য
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- আবু আহমদ ফজলুল করিম, (১৯২৮–২৯ এপ্রিল ১৯৮৭) চিকিৎসক, ভাষা সৈনিক, মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন।
জনপ্রতিনিধি
সম্পাদনাচেয়ারম্যান | নির্ধারিত মেয়াদকাল | ||
---|---|---|---|
পাঁচ বছর (২০২১-২০২৬) | |||
ওয়ার্ড নং | ওয়ার্ড সদস্য | সংরক্ষিত সদস্য | |
০১ | |||
০২ | |||
০৩ | |||
০৪ | |||
০৫ | |||
০৬ | |||
০৭ | |||
০৮ | |||
০৯ | |||
উৎস:প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ক্রমিক নং | চেয়ারম্যানগণের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | আঃ আহাদ ভূইয়া | ১৪ এপ্রিল ১৯২১ - ১৪ মে ১৯৫৫ |
০২ | মোঃ বজলুর রহমান (তোতা মিয়া) | ১ মে ১৯৫৫ - ১৭ আগস্ট ১৯৬৫ |
০৩ | মোঃ সামছুদ্দিন আহমেদ | ১৮ আগস্ট ১৯৬৫ - ২২ ফেব্রুয়ারি ১৯৭৭ |
০৪ | মোঃ শহর আলী | ২৩ ফেব্রুয়ারি ১৯৭৭ - ২৯ আগস্ট ১৯৮৮ |
০৫ | আবুল কালাম আজাদ | ৩০ আগস্ট ১৯৮৮ - ১৯ এপ্রিল ১৯৯২ |
০৬ | এবি ছিদ্দিক খোকা | ২০ এপ্রিল ১৯৯২ - ৩১ জুলাই ২০১১ |
০৭ | মো: আ: করিম | ৩১ জুলাই ২০১১ - ১ আগস্ট ২০১৬ |
০৮ | এবি ছিদ্দিক খোকা |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চৌদ্দশত ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৩ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০।
- ↑ "কিশোরগঞ্জ সদর উপজেলা"। বাংলাপিডিয়া। ১৮ আগস্ট ২০১৪। ১৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |