চৌডালা ইউনিয়ন
চৌডালা ইউনিয়ন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] গোমস্তাপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা। কালের স্বাক্ষী বহনকারী মহানন্দা নদীর তীরে গড়ে ওঠা গোমস্তাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চৌডালা ইউনিয়ন।
চৌডালা | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | চাঁপাইনবাবগঞ্জ জেলা |
উপজেলা | গোমস্তাপুর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ১৪.৭০ বর্গকিমি (৫.৬৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১[১]) | |
• মোট | ৩০,২৮৮ |
• জনঘনত্ব | ২,১০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
অবস্থান ও আয়তন
সম্পাদনাচৌডালা ইউনিয়ন এর দক্ষিণে মহানন্দা নদী এবং পশ্চিমে ভারত অবস্থিত। এর আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার – ৪৯%। এর মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
* বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
* উচ্চ বিদ্যালয়ঃ ৪ টি:-
১. চৌডালা দ্বিমূথী উচ্চ বিদ্যালয়।
২. চৌডালা বালিকা উচ্চ বিদ্যালয়।
৩. বসনীটোলা উচ্চ বিদ্যালয়
৪. বসনীটোলা বালিকা উচ্চ বিদ্যালয়।
* মাদ্রাসা- ৩টি:-
১. চৌডালা দাখিল মাদ্রাসা।
২. নন্দলালপুর দাখিল মাদ্রাসা।
৩. সাহেবগ্রাম মহিলা দাখিল মাদ্রাসা।
* কলেজ ১টি:-
১. চৌডালা জোহুর আহমেদ মিঞা কলেজ।[২]
প্রশাসনিক ব্যবস্থা
সম্পাদনাএটি মোট ১৯ টি গ্রাম এবং ৫ টি মৌজার সমন্বয়ে গঠিত।[৩]
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- আবদুল হক (প্রাবন্ধিক)
- প্রফেসর ড.মাহবুবুর রহমান (প্রো-ভিসি-ইবি)
- জোহর আহমেদ মিঞা (সাবেক চেয়ারম্যান)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ আদমশুমারী ২০১১ প্রতিবেদন।
- ↑ ২০০১ এর শিক্ষা জরীপ
- ↑ "এক নজরে"। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]