চৌগাছা ইউনিয়ন

যশোর জেলার চৌগাছা উপজেলার একটি ইউনিয়ন

চৌগাছা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত চৌগাছা উপজেলার একটি অন্যতম ইউনিয়ন।[১][২]

চৌগাছা ইউনিয়ন
ইউনিয়ন
চৌগাছা ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
উপজেলাচৌগাছা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৭.৪৮ বর্গকিমি (৬.৭৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১২,০৯৯
 • জনঘনত্ব৬৯০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

ভৌগোলিক অবস্থান অনুযায়ী চৌগাছা ইউনিয়ন জেলা সদর হতে প্রায় ২৩ কি:মি: এবং উপজেলা সদর হতে ৩ কি:মি: পূর্বে কয়ারপাড়া গ্রামে যশোর চৌগাছা মহা সড়কের পার্শে অবস্থিত। এর উত্তর দিকে পাতিবিলা ইউনিয়ন, দক্ষিণে ধুলিয়ানি ইউনিয়ন, পূর্বে সিংহাঝুলি ইউনিয়ন, পশ্চিমে কপোতাক্ষ নদ ও চৌগাছা পৌরসভা। ৭টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত চৌগাছা ইউনিয়ন পরিষদ। ইউনিয়নটি ৮টি গ্রাম এবং ৭টি মৌজা নিয়ে গঠিত হয়েছে।

গ্রাম সম্পাদনা

চৌগাছা ইউনিয়নে মোট ৮টি গ্রাম রয়েছে।

  1. উত্তর কায়ারপড়া
  2. দক্ষিণ কয়ারপাড়া
  3. লস্করপুর
  4. মনমথপুর
  5. চাদপুর (আংশিক)
  6. বেড়গোবিন্দপুর
  7. দিঘলসিঙ্গা
  8. মশ্যমপুর

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চৌগাছা ইউনিয়ন"chougachhaup5.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭