চীনা বায়বান্তরীক্ষ বিজ্ঞান ও প্রযুক্তি কর্পোরেশন
চীনা বায়বান্তরীক্ষ বিজ্ঞান ও প্রযুক্তি কর্পোরেশন (ইংরেজি China Aerospace Science and Technology Corporation বা সংক্ষেপে CASC) চীনা মহাকাশ কর্মসূচির প্রধান ঠিকাদার প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির অধীনস্থ উপ-প্রতিষ্ঠানগুলি বিভিন্ন ধরনের মহাকাশযান, উৎক্ষেপণ যান, কৌশলগত ও চাতুরিমূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ভূপৃষ্ঠস্থিত সরঞ্জাম সামগ্রী নকশা, বিকাশসাধন ও নির্মাণ বা শিল্পোৎপাদন করে থাকে। ১৯৯৯ সালের জুলাই মাসে চীনা সরকারের একটি সংস্কার অভিযানের অংশ হিসেবে এটিকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হয়। এর আগে এটি প্রাক্তন চীনা বায়বান্তরীক্ষ কর্পোরেশনের একটি অংশ ছিল। এর আগে ১৯৫৬ সাল থেকেই এই প্রতিষ্ঠানটি বিভিন্ন রূপে বিদ্যমান ছিল।
স্থানীয় নাম | 中国航天科技集团公司 |
---|---|
ধরন | রাষ্ট্রীয় মালিকানাধীন |
শিল্প | বায়বান্তরীক্ষ, মহাকাশ শিল্প |
পূর্বসূরী | চীনা বায়বান্তরীক্ষ কর্পোরেশন |
প্রতিষ্ঠাকাল | ১ জুলাই ১৯৯৯ |
সদরদপ্তর | হাইতিয়েন প্রশাসনিক এলাকা, বেইজিং (পেইচিং) , |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | উ ইয়ানশেং (সভাপতি ও প্রধান) |
পণ্যসমূহ | মহাকাশযান ক্ষেপণাস্ত্র ইলেকট্রনীয় সামগ্রী |
আয় | CN¥ ২২৯ হাজার ৪০৩ কোটি[১] (২০১৩) |
মালিক | রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রীয় মালিকানাধীন পরিসম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিশন |
কর্মীসংখ্যা | ১,৭৪,০০০ (২০১৪) |
ওয়েবসাইট | english |
চীনা বায়বান্তরীক্ষ বিজ্ঞান ও প্রযুক্তি কর্পোরেশন | |||||||
সরলীকৃত চীনা | 中国航天科技集团公司 | ||||||
---|---|---|---|---|---|---|---|
ঐতিহ্যবাহী চীনা | 中國航天科技集團公司 | ||||||
|
মহাকাশ ও জাতীয় প্রতিরক্ষা শিল্পখাতের সামগ্রী ছাড়াও প্রতিষ্ঠানটি যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্যাদি, টেলিযোগাযোগ সরঞ্জাম সামগ্রী, পরিবহন সরঞ্জাম সামগ্রী, পরিগণক (কম্পিউটার), চিকিৎসা সেবা দ্রব্যসামগ্রী ও পরিবেশ সুরক্ষামূলক সরঞ্জাম সামগ্রী উৎপাদন করে থাকে।[২] এটি আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিক রকেট উৎক্ষেপণ সেবা প্রদান করে থাকে। ২০১৩ সালের শেষভাগে এসে এটি নিবন্ধিত মূলধনের পরিমাণ ছিল ২৯ হাজার ৪০২ কোটি রেনমিনবি (চীনা মুদ্রা) এবং এর কর্মচারী সংখ্যা ছিল ১ লক্ষ ৭০ হাজার।[১] প্রতিষ্ঠানটির সদর দফতর চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত। ২০১৭ সালের ডিসেম্বর মাসে এটির মর্যাদা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান থেকে পরিবর্তন করে রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রীয় মালিকানাধীন পরিসম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিশনের অনুমোদিত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান বানানো হয়, যার ফলে এর একক মালিক হল ঐ পরিষদ। এছাড়া প্রতিষ্ঠানের বাকি সবকিছু অপরিবর্তিত থাকে।[৩]
২০২১ সালে চীনের ১৪শ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ১৩ হাজার কৃত্রিম উপগ্রহবিশিষ্ট দুইটি নিম্ন ভূ-কক্ষপথ কৃত্রিম উপগ্রহ স্তবক অন্তর্ভুক্ত করা হয়।[৪]
এর আগে ২০২০ সালে মার্কিন সরকার চীনা সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্টতার কারণে প্রতিষ্ঠানটিতে মার্কিন বিনিয়োগ নিষিদ্ধ করে।[৫][৬][৭] ২০২২ সালের আগস্ট মাসে প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্ত কিছু গবেষণা কেন্দ্রকে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞা তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়।[৮][৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ China Aerospace Science and Technology Corporation। "Company Profile - CASC"। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪।
- ↑ Allen-Ebrahimian, Bethany (২০২০-০৬-২৪)। "Defense Department produces list of Chinese military-linked companies, 20 years after mandate"। Axios (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৪।
- ↑ "中国航天科技集团公司更名为中国航天科技集团有限公司_中国政库_澎湃新闻-The Paper"। www.thepaper.cn। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৭।
- ↑ "China is developing plans for a 13,000-satellite megaconstellation"। ২১ এপ্রিল ২০২১।
- ↑ Chen, Shawna (নভেম্বর ১২, ২০২০)। "Trump bans Americans from investing in 31 companies with links to Chinese military"। Axios। সংগ্রহের তারিখ নভেম্বর ১২, ২০২০।
- ↑ Pamuk, Humeyra; Alper, Alexandra; Ali, Idrees (২০২০-১১-১২)। "Trump bans U.S. investments in firms linked to Chinese military"। Reuters (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-১২।
- ↑ Swanson, Ana (২০২০-১১-১২)। "Trump Bars Investment in Chinese Firms With Military Ties"। The New York Times (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৩।
- ↑ Edwards, Jane (২০২২-০৮-২৪)। "Commerce Announces Addition of 7 Chinese Tech Institutions to Entity List"। executivegov.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৬।
- ↑ "U.S. adds seven China-related entities to export control list"। Reuters (ইংরেজি ভাষায়)। ২০২২-০৮-২৩। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (চীনা ভাষায়)