বায়বান্তরীক্ষ বা বায়ব-মহাকাশ হল পৃথিবীর বায়ুমণ্ডল ও পৃথিবী-বহির্ভূত মহাকাশকে একত্রিতভাবে নির্দেশ করার জন্য একটি পরিভাষা। বায়বান্তরীক্ষ কর্মকাণ্ড অত্যন্ত বিচিত্র। এগুলির বহুবিধ বাণিজ্যিক, শিল্প ও সামরিক প্রয়োগ আছে। বায়বান্তরীক্ষ প্রকৌশল তথা বিমান ও মহাকাশযান প্রকৌশল হল বিমানচালনা বিজ্ঞানমহাকাশযান চালনা বিজ্ঞানের সমন্বয়। বায়ু-মহাকাশ সংস্থাগুলি বিমান ও মহাকাশযান উভয়ের গবেষণা, নকশা, শিল্পোৎপাদন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত।[]

পৃথিবীর বায়ুমণ্ডল, পেছনে চাঁদ দেখা যাচ্ছে।

আন্তর্জাতিক বিমানক্রীড়া সংঘের প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী ধরা হয় যে ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় (কার্মান রেখা থেকে) বায়ুমণ্ডলের শেষ ও মহাকাশের শুরু হয়, যার ভৌত কারণ হিসেবে বলা হয় যে ঐ উচ্চতায় বায়ুচাপ এতই কম যে সেখানে কোনও বিমানের পক্ষে কক্ষীয় গতিবেগ না ছাড়িয়ে গিয়ে তাৎপর্যপূর্ণ উত্তোলক বল উৎপাদন করা সম্ভব নয়, কেননা উত্তোলক বলের প্রায় পুরোটাই কেপলারের বল দ্বারা উৎপাদিত হয়।[] অর্থাৎ এই উচ্চতাতে বিমানচালনা শেষ হয় ও মহাকাশযান চালনা শুরু হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Aerospace"www.cranfield.ac.uk। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৯ 
  2. "Where does space begin? - Aerospace Engineering, Aviation News, Salary, Jobs and Museums"Aerospace Engineering, Aviation News, Salary, Jobs and Museums। ২০১৫-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১১-১০ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা