চিথলিয়া ইউনিয়ন, পরশুরাম

ফেনী জেলার পরশুরাম উপজেলার একটি ইউনিয়ন

চিথলিয়া বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত পরশুরাম উপজেলার একটি ইউনিয়ন

চিথলিয়া
ইউনিয়ন
৩নং চিথলিয়া ইউনিয়ন পরিষদ
চিথলিয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চিথলিয়া
চিথলিয়া
চিথলিয়া বাংলাদেশ-এ অবস্থিত
চিথলিয়া
চিথলিয়া
বাংলাদেশে চিথলিয়া ইউনিয়ন, পরশুরামের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১০′৪৭″ উত্তর ৯১°২৪′৩৫″ পূর্ব / ২৩.১৭৯৭২° উত্তর ৯১.৪০৯৭২° পূর্ব / 23.17972; 91.40972 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাফেনী জেলা
উপজেলাপরশুরাম উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৯৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

জনসংখ্যা সম্পাদনা

জনসংখ্যা ২৫২৮৭

পুরুষ ১১৯৩৬

মহিলা ১৩৩৫১

অবস্থান ও সীমানা সম্পাদনা

পরশুরাম উপজেলার সর্ব-পশ্চিমে চিথলিয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে মির্জানগর ইউনিয়ন, পূর্বে পরশুরাম পৌরসভাবক্স মাহমুদ ইউনিয়ন, দক্ষিণে ফুলগাজী উপজেলার ফুলগাজী ইউনিয়ন এবং পশ্চিমে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

চিথলিয়া ইউনিয়ন পরশুরাম উপজেলার আওতাধীন ৩নং চিথলিয়া ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পরশুরাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৫নং নির্বাচনী এলাকা ফেনী-১ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

  1. চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. চিথলিয়া নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়
  3. অলকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. নোয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. ধনিকুন্ডা হোসনেয়ারা উচ্চ বিদ্যালয়
  6. আলাউদ্দীন আহমেদ চৌধুরী দাখিল মাদ্রাসা
  7. চন্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. চন্দনা উচ্চ বিদ্যালয়
  9. উওর শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. শালধর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা
  11. নোয়াপুর হাফেজিয়া মাদ্রাসা
  12. রাজষপুর আলী আজম চৌধুরী উচ্চ বিদ্যালয়
  13. আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ
  14. শালধর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়
  15. দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  16. দুর্গাপুর চারগ্রাম সমিতি আদর্শ উচ্চ বিদ্যালয়।
  17. দুর্গাপুর ফয়জুল উলুম তা'লীমুল কুরআন মাদরাসা।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

  • ফেনী-বিলোনীয়া সড়ক
  • ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়ক

খাল ও নদী সম্পাদনা

  1. মুহুরি নদী
  2. সিলনিয়া নদী

হাট-বাজার সম্পাদনা

  1. চিথলিয়া কেন্দ্রীয় মসজিদ বাজার
  2. চিথলিয়া তালতলা বাজার ( ∆ )
  3. কালি বাজার
  4. ধনীকুন্ডা বাজার
  5. শালধর বাজার
  6. রাজেশপুর বাজার

দর্শনীয় ও ঐতিহাসিক স্থান সম্পাদনা

  • মালিপাথর বধ্যভূমি

জনপ্রতিনিধি সম্পাদনা

রায়হান সিদ্দিকী (লেখক)

তথ্যসূত্র সম্পাদনা

এক নজরে চিথলিয়া পরশুরাম উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চিথলিয়া ইউনিয়ন । জেলা শহর থেকে ২১ কি,মি, উত্তর পশ্চিমে, ভারত সীমান্ত ঘেষা- সিলোনিয়া ও মুহুরী নদী দ্বারা বিধৌত এই ৩নং চিথলিয়া ইউনিয়ন । যার উত্তরে মির্জানগর ইউনিয়ন, দক্ষিণে ফুলগাজী ইউনিয়ন, পূর্বে বক্সমাহমুদ ইউনিয়ন ও ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমেও ত্রিপুরা রাজ্য । এ অঞ্চল পারস্পরিক ও ধর্মিয় সম্প্রীতির জন্য প্রসিদ্ধ।

বহিঃসংযোগ সম্পাদনা