চার্লস পিয়ার্স

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

চার্লস অর্মারড ক্যাটো অর্মি পিয়ার্স (ইংরেজি: Charles Pearse; জন্ম: ১০ অক্টোবর, ১৮৮৪ - মৃত্যু: ৭ মে, ১৯৫৩) নাটাল প্রদেশের পিটারমারিৎজবার্গ এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯১০ থেকে ১৯১১ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

চার্লস পিয়ার্স
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামচার্লস অর্মারড ক্যাটো পিয়ার্স
জন্ম১০ অক্টোবর, ১৮৮৪
পিটারমারিৎজবার্গ, নাটাল প্রদেশ
মৃত্যু৭ মে, ১৯৫৩
ডারবান, নাটাল, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাঅল-রাউন্ডার
সম্পর্কভিভিয়ান পিয়ার্স (ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৭৩)
৯ ডিসেম্বর ১৯১০ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট৩ মার্চ ১৯১১ বনাম অস্ট্রেলিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ২৪
রানের সংখ্যা ৫৫ ৯৭৩
ব্যাটিং গড় ৯.১৬ ২৩.৭৩
১০০/৫০ ০/০ ০/৫
সর্বোচ্চ রান ৩১ ৭৪
বল করেছে ১৪৪ ৪৭২
উইকেট ১১
বোলিং গড় ৩৫.৩৩ ৩১.১৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/৫৬ ৩/৫৬
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ১৬/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২০ এপ্রিল ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটাল দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন অর্মি পিয়ার্স নামে পরিচিত চার্লস পিয়ার্স

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৯০৫-০৬ মৌসুম থেকে ১৯২৩-২৪ মৌসুম পর্যন্ত চার্লস পিয়ার্সের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ধ্রুপদী ভঙ্গীমায় ব্যাটিংয়ে অগ্রসর হতেন। এছাড়াও, পরিবর্তিত বোলার হিসেবে খেলতেন তিনি। ১৯০৫ থেকে ১৯২৪ সাল পর্যন্ত নাটাল দলে খেলেছেন।

সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন চার্লস পিয়ার্স। সবগুলো টেস্টই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন তিনি। ৯ ডিসেম্বর, ১৯১০ তারিখে সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৩ মার্চ, ১৯১১ তারিখে একই মাঠে ও একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯১০-১১ মৌসুমে দক্ষিণ আফ্রিকা দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমনের সুযোগ পান। তিন টেস্টে অংশ নেয়ার পর অল্পের জন্যে ইংল্যান্ড গমন করা থেকে বঞ্চিত হন।

৭ মে, ১৯৫৩ তারিখে ৬৮ বছর বয়সে নাটাল প্রদেশের ডারবান এলাকায় চার্লস পিয়ার্সের দেহাবসান ঘটে। তার ভ্রাতা ভিভিয়ান পিয়ার্স নাটাল দলের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "South Africa – Players by Test cap"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০ 
  2. "South Africa – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০ 
  3. "South Africa – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা