চার্লস কেলেওয়ে
চার্লস (চার্লি) কেলেওয়ে (ইংরেজি: Charles Kelleway; জন্ম: ২৫ এপ্রিল, ১৮৮৬ - মৃত্যু: ১৬ নভেম্বর, ১৯৪৪) লিসমোর এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯১০ থেকে ১৯২৮ সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে ২৬ টেস্টে অংশগ্রহণ করেছেন চার্লস কেলেওয়ে। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেন।[১]
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | চার্লস কেলেওয়ে | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২১ আগস্ট ২০১৭ |
খেলোয়াড়ী জীবন
সম্পাদনাপ্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্বে ও বিশ্বযুদ্ধ শেষ হবার পরে খেলেছেন তিনি। ১৯১১-১২ মৌসুমে ইংল্যান্ড সফরে যান ও প্লাম ওয়ার্নারের নেতৃত্বাধীন ইংরেজ দলের বিপক্ষে খেলেন তিনি। ঐ সিরিজে তিনি ৪১.৫০ গড়ে কেবলমাত্র ৬ উইকেট পান। তবে, ১৯১২ সালের ত্রি-দেশীয় প্রতিযোগিতায় তিনি স্বরূপ ধারণ করেন। ছয় টেস্টে অংশ নিয়ে ৩৬০ রান তুলেন। ম্যানচেস্টারে ১১৪ ও লর্ডসে ১০২ রান তুলেন তিনি। উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা দল। এছাড়াও, ৫/৩৩ নিয়ে ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান গড়েন।
ব্যক্তিগত জীবন
সম্পাদনাঅস্ট্রেলীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধ শেষ হলে ইংল্যান্ডে অবস্থান করেন ও দায়িত্ব থেকে অব্যহতি নেয়ার পূর্ব-পর্যন্ত অস্ট্রেলিয়ান ইম্পেরিয়াল ফোর্স ট্যুরিং একাদশের অধিনায়কত্ব করেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর সিডনিতে তার দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে চার্লস কেলেওয়ে (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে চার্লস কেলেওয়ে (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- AIF database entry