চর ঈশ্বর ইউনিয়ন
চরঈশ্বর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার একটি ইউনিয়ন।
চরঈশ্বর | |
---|---|
ইউনিয়ন | |
৫নং চর ঈশ্বর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে চর ঈশ্বর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৮′৮″ উত্তর ৯১°৯′৪″ পূর্ব / ২২.৩০২২২° উত্তর ৯১.১৫১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | হাতিয়া উপজেলা |
আসন | ১৩ |
সরকার | |
• চেয়ারম্যান | আলা উদ্দিন আজাদ (আওয়ামীলীগ) |
জনসংখ্যা | |
• মোট | ২৬,৬৫৮ |
সাক্ষরতার হার | |
• মোট | ৯২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৯০ |
আয়তন
সম্পাদনাইউনিয়নের আয়তন : ৫৫ বর্গ কিঃ মিঃ (ইউপি ২৬+ ভাসান চর ২৯)
জনসংখ্যা
সম্পাদনাজনসংখ্যা : ২৬৬৫৮ জন (২০২২ এর আদমশুমারী অনুযায়ী)
অবস্থান ও সীমানা
সম্পাদনাহাতিয়া উপজেলার পূর্বাংশে চর ঈশ্বর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে নলচিরা ইউনিয়ন; পশ্চিমে হাতিয়া পৌরসভা ও তমরদ্দি ইউনিয়ন; দক্ষিণে বুড়িরচর ইউনিয়ন এবং পূর্বে সন্দ্বীপ চ্যানেল ও চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়ন, মাইটভাঙ্গা ইউনিয়ন ও আজিমপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাচর ঈশ্বর ইউনিয়ন হাতিয়া উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। হাতিয়া মূলদ্বীপ থেকে বিচ্ছিন্ন ভাসানচর ব্যতীত এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাতিয়া থানার আওতাধীন এবং ভাসানচরের প্রশাসনিক কার্যক্রম ভাসানচর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৩নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৬ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাশিক্ষার হার : ৯২%
মাধ্যমিক বিদ্যালয় : ২টি প্রাথমিক বিদ্যালয় : ১২টি জুনিয়র স্কুল : ২টি মাদ্রাসা : ২টি নুরানী মাদ্রাসা : ৭টি মক্তব : ৮টি
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাউপজেলা সদর থেকে দূরত্ব : ১ কিলোমিটার
যোগাযোগ ব্যবস্থা : ১১কি.মি. পাকা রাস্তা
নোয়াখালী জেলায় সুবর্ণচর উপজেলার দক্ষিনে হাতিয়া উপজেলা ।
এখানে আসতে হলে উত্তর হাতিয়া চেয়ারম্যান ঘাট থেকে দঃ হাতিয়া এসে নলচিরা ইউনিয়নের উপরদিয়ে সোজা দক্ষিণে উপজেলা । উপজেলা থেকে পূর্বে উছখালী বাজার এর উপর চরঈশ্বর ইউনিয়ন পরিষদ ।
খাল ও নদী
সম্পাদনাখাল : ১৬টি (প্রধান-৬টি, শাখা খাল-১০টি)
হাট-বাজার
সম্পাদনাহাটবাজার : ১৮টি (বড় ছোট)
দর্শনীয় স্থান
সম্পাদনা- কমলার দিঘী
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান : আলা উদ্দিন আজাদ
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |