হাতিয়া পৌরসভা

নোয়াখালী জেলার একটি পৌরসভা

হাতিয়া পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা

হাতিয়া
পৌরসভা
হাতিয়া পৌরসভা
হাতিয়া বাংলাদেশ-এ অবস্থিত
হাতিয়া
হাতিয়া
বাংলাদেশে হাতিয়া পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২২°২২′১৬″ উত্তর ৯১°৭′৩৬″ পূর্ব / ২২.৩৭১১১° উত্তর ৯১.১২৬৬৭° পূর্ব / 22.37111; 91.12667 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাহাতিয়া উপজেলা
প্রতিষ্ঠাকাল২০০৫
সরকার
 • পৌর মেয়রকে. এম ওবায়েদ উল্যাহ (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট৩৫ বর্গকিমি (১৪ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৪৪,৮০২
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৭.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৯০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

হাতিয়া পৌরসভার আয়তন ৩৫ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাতিয়া পৌরসভার জনসংখ্যা ৪৪,৮০২ জন।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

হাতিয়া উপজেলার উত্তরাংশে হাতিয়া পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে চর কিং ইউনিয়ন, পূর্বে চর ঈশ্বর ইউনিয়নবুড়িরচর ইউনিয়ন, দক্ষিণে বুড়িরচর ইউনিয়ন এবং পশ্চিমে তমরদ্দি ইউনিয়নচর কিং ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

হাতিয়া পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম হাতিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৩নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৬ এর অংশ। এটি একটি শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক হাতিয়া পৌরসভার এলাকাসমূহ হল:

ওয়ার্ড নং অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম
১নং ওয়ার্ড চর ঈশ্বর রায় (আংশিক), চর কৈলাশ (আংশিক)
২নং ওয়ার্ড চর লেটিয়া (আংশিক), চর কৈলাশ (আংশিক)
৩নং ওয়ার্ড চর লইট্যা (আংশিক), চর কৈলাশ (আংশিক), লক্ষ্মীদিয়া (আংশিক)
৪নং ওয়ার্ড দক্ষিণ ভেজুগানিয়া (আংশিক), উত্তর ভেজুগানিয়া (আংশিক)
৫নং ওয়ার্ড চর কৈলাশ (আংশিক), পশ্চিম লক্ষ্মীদিয়া (আংশিক), গুল্যাখালী (আংশিক)
৬নং ওয়ার্ড চর কৈলাশ (আংশিক), লক্ষ্মীদিয়া (আংশিক), পশ্চিম লক্ষ্মীদিয়া (আংশিক)
৭নং ওয়ার্ড লক্ষ্মীদিয়া (আংশিক), গুল্যাখালী (আংশিক), সানের চর (আংশিক)
৮নং ওয়ার্ড গুল্যাখালী (আংশিক), সানের চর (আংশিক)
৯নং ওয়ার্ড গুল্যাখালী (আংশিক), সানের চর (আংশিক), সূর্যমুখী (আংশিক)

প্রতিষ্ঠাকাল

সম্পাদনা

২০০৫ সালে হাতিয়া পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে।

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাতিয়া পৌরসভার স্বাক্ষরতার হার ৫৭.২%।[] এ পৌরসভায় ২টি কলেজ, ৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

কলেজ[]

  1. হাতিয়া দ্বীপ সরকারি কলেজ
  2. প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজ

মাধ্যমিক বিদ্যালয়[]

  1. ওছখালী কে. এস. এস. সরকারি উচ্চ বিদ্যালয়
  2. হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  3. ওছখালী এস টি বালিকা উচ্চ বিদ্যালয়
  4. এ. এম. উচ্চ বিদ্যালয়
  5. বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়
  6. সুখচর ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়
  7. চৌমুহনী উচ্চ বিদ্যালয়
  8. বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়[]

  1. উত্তর পশ্চিম চর কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. হাজী লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. সুখচর পশ্চায়েতগ্রাম প্রাথমিক বিদ্যালয়
  4. জোবিয়াল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. পশ্চিম চর কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. নলচিরা নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. পশ্চিম চর লেটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. পূর্ব চর কৈলাশ আলী আজ্জম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. আজহার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. মধ্য চর লেটিয়া শহীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. পাঁচবিঘা মমিরের নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  12. ওছখালী আলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  13. চর কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  14. হাতিয়া শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  15. হাতিয়া শহর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  16. মধ্যচর ভারতসেন মমতা জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  17. উত্তর পশ্চিম গুল্যাখালী হাজী গিয়াসউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  18. হাতিয়া রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  19. পূর্ব লক্ষ্মীদিয়া পাটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  20. পূর্ব হরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  21. এ. এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়
  22. চর কৈলাশ তাহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  23. যুক্ত পাঁচ বিঘা আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  24. শূন্যের চর হাজী আলতাফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  25. শূন্যের চর মকবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  26. হরণী পালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  27. ছৈয়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  28. চিত্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  29. পশ্চিম লক্ষ্মীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  30. সুখচর হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  31. নলচিরা ভূঁঞারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  32. গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  33. সূর্যমুখী কৃষ্ণবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়
  34. সাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা
 
হাতিয়ার নলচিরা-জাহাজমারা সড়কের একটি দৃশ্য

পৌরসভার সাথে হাতিয়ার প্রধান সড়ক সমূহের সংযোগ রয়েছে। তাই তমরদ্দি, নলচিরা, আফাজিয়া বাজার, জাহাজমারা সহ পুরো হাতিয়া হতে বাস, রিক্সা, অটো রিক্সা, সিএনজি, মোটরসাইকেলসহ যেকোনভাবে যোগাযোগ করা যায় সহজেই।

অর্থনীতি

সম্পাদনা

পৌরসভার প্রধান অর্থনেতিক উৎস হল কৃষি। কৃষি খাতের অবদান প্রায় ৮৫%। বাকি ১০-১৫% আয় আসে মৎস্য, রেমিট্যান্স, সরকারি ও বেসরকারি চাকরি এবং সেবা ভিত্তিক খাত থেকে।[]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

সাবেক সংসদ সদস্য, নোয়াখালী-৬ আসন।

সাবেক সংসদ সদস্য, নোয়াখালী-৬ আসন।

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান পরিষদ[]

নাম পদবি নির্বাচিত এলাকা
কে. এম ওবায়েদ উল্যাহ সাবেক মেয়র
মোঃ আবদুল করিম কাউন্সিলর ০১নং ওয়ার্ড
মোঃ ফজলুল করিম কাউন্সিলর ০২নং ওয়ার্ড
মোঃ রহমত উল্যাহ কাউন্সিলর ০৩নং ওয়ার্ড
আহছান উদ্দিন কাউন্সিলর ০৪নং ওয়ার্ড
মনির উদ্দিন কাউন্সিলর ০৫নং ওয়ার্ড
মোঃ মাঈন উদ্দিন কাউন্সিলর ০৬নং ওয়ার্ড
দিদারুল হক খান কাউন্সিলর ০৭নং ওয়ার্ড
মোঃ আলী সাহাব উদ্দিন কাউন্সিলর ০৮নং ওয়ার্ড
মোঃ নুর হাদী কাউন্সিলর ০৯নং ওয়ার্ড
মনোয়ারা বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
সুফিয়া বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
নুর নাহার বেগম রোজি সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  2. "কলেজ, হাতিয়া পৌরসভা"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  3. "মাধ্যমিক বিদ্যালয়, হাতিয়া পৌরসভা"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  4. "প্রাথমিক বিদ্যালয়, হাতিয়া পৌরসভা"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  5. মোঃ রিপাজ উদ্দিন। সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর। পৃষ্ঠা ১৪৬। 
  6. "বর্তমান পরিষদ, হাতিয়া পৌরসভা" (পিডিএফ)ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 

বহিঃসংযোগ

সম্পাদনা