চন্ডী মন্দির, কুড়িগ্রাম
বাংলাদেশের হিন্দু মন্দির
চন্ডী মন্দিরটি মোগল সম্রাট আওরঙ্গজেবের সময়ে জমিদার রাণী সত্যবর্তী দ্বারা নির্মিত বলে একাধিক ঐতিহাসিক সূত্রে জানা যায়। ১৮৯৭ সালের ভূমিকম্পে এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় ।[১]
চন্ডী মন্দির, কুড়িগ্রাম | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | কুড়িগ্রাম |
ঈশ্বর | দেবী চন্ডী |
অবস্থান | |
দেশ | বাংলাদেশ |
স্থাপত্য | |
ধরন | হিন্দু মন্দির |
সৃষ্টিকারী | জমিদার রাণী সত্যবর্তী |
প্রতিষ্ঠার তারিখ | মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে (১৬৫৮-১৭০৭) নির্মিত |
অবস্থান
সম্পাদনাকুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা সদর থেকে ৩ কিমি পূর্বদিকে ধামশ্রেণী নামক স্থানে অবস্থিত। মন্দিরটি দেখতে অনেকটা কালীমন্দিরের ন্যায় । এখানেই ছিল বাহারবন্দ পরগণার সদর দপ্তর এবং জমিদার ছিলেন রাণী সত্যবর্তী। এই এলাকায় সেই সময়ের সিদ্ধেশ্বরী কালীমন্দির নামে আরেকটি মন্দির আছে ।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কুড়িগ্রাম জেলার ঐতিহাসিক চন্ডী মন্দির"। www.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ টেলিভিশন, Ekushey TV | একুশে। "ঘুরে আসুন কুড়িগ্রাম"। Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৬।