গ্রিন টিভি
গ্রিন টিভি বাংলাদেশ থেকে সম্প্রচারিত উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল।[১] এটি রংধনু গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের মালিকানাধীন একটি চ্যানেল ও এর মূল অফিস ঢাকার প্রগতি স্বরণীতে অবস্থিত।[২]
গ্রিন টেলিভিশন | |
---|---|
![]() | |
উদ্বোধন | ১৯ মে ২০২৩ |
মালিকানা | রংধনু গ্রুপ |
স্লোগান | তোমার চোখে বিশ্ব দেখি |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্রচারের স্থান | বাংলাদেশ |
প্রধান কার্যালয় | প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯ |
ওয়েবসাইট | www |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
আকাশ ডিটিএইচ | চ্যানেল ১৩৯ |
ইতিহাস
সম্পাদনা২০১৩ সালের নভেম্বরে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গোলাম দস্তগীরের মালিকানাধীন গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডকে একটি টেলিভিশন চ্যানেল সম্প্রচারের লাইসেন্স দেয়।[৩] পরে ২০২৩ সালের ১৯ মে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় চ্যানেলটির সম্প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।[৪] উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনার পতন হলে গ্রীন টিভির সম্প্রচারের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং টিআরপি চুক্তি বাতিল হয়।এর আগে দফায় দফায় বকেয়া বিল পরিশোধ না করায় স্যাটেলাইট সেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়।[৫]
অনুষ্ঠান
সম্পাদনাএই টিভি চ্যানেলটি বর্তমানে পুরোপুরি কার্যক্রম চালু করেছে এবং নিম্ন উল্লেখিত অনুষ্ঠানসূচি সম্প্রচার করছে।[৬]
- সর্বজয়া
- বালিঘর
- ১১ নম্বর গাড়ি
- জুরাসিক ওয়াল্ড (বাংলায় ডাবিং) ও
- বাংলা সিনেমা
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গ্রিন টিভির আনুষ্ঠানিক যাত্রা শুরু"। banglanews24.com। ২০২৩-০৫-১৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৯।
- ↑ "Contact Us | গ্রিন টিভি"। www.greenbd.tv। ২০২৩-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৯।
- ↑ "শেষ সময়ে ১৩ টিভি, ১৪ রেডিওর লাইসেন্স"। প্রথম আলো। ২৬ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৩।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৫-১৯)। "জমকালো আয়োজনে গ্রিন টিভির যাত্রা শুরু"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৯।
- ↑ "গ্রিন টিভির সম্প্রচার সাময়িক বন্ধ"। দৈনিক যুগান্তর। ২০২৪-০৮-২০। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২০।
- ↑ "TV Shows | গ্রিন টিভি"। www.greenbd.tv। ২০২৩-০৫-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৩।