গ্রামবার্ত্তা প্রকাশিকা
গ্রামবার্ত্তা প্রকাশিকা বাংলা ভাষার একটি সাপ্তাহিক পত্রিকা, যা ১৮৬৩ সালে কাঙ্গাল হরিনাথ মজুমদার দ্বারা প্রকাশিত হতো।[১] প্রাথমিকভাবে এটি কলকাতার গিরিশ বিদ্যারত্ন প্রেসে ছাপা হতো। প্রকাশনাটি ১৮৬৪ সালে কুষ্টিয়ার কুমারখালীতে মথুরানাথ প্রেসে স্থানান্তরিত হয়।[২] এরপর কুষ্টিয়া থেকে সংবাদ পরিবেশন করা হতো। তবে বর্তমানে আর পত্রিকাটির অস্তিত্ব নেই।
ধরন | সাপ্তাহিক পত্রিকা |
---|---|
মালিক | মথুরানাথ মৈত্রেয় |
প্রকাশক | হরিনাথ মজুমদার |
প্রতিষ্ঠাকাল | এপ্রিল ১৮৬৩ |
ভাষা | বাংলা ভাষা |
সদর দপ্তর | কুমারখালী, কুষ্টিয়া, ব্রিটিশ ভারত |
ইতিহাস
সম্পাদনাহরিনাথ মজুমদার ব্রিটিশ মালিকানাধীন একটি নীল উৎপাদন কারখানার কর্মচারী ছিলেন।[৩] চাকরি ছেড়ে তিনি বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি ছোট শহর কুমারখালীতে চলে আসেন।[৪] তিনি ছাত্রদের পড়াতে শুরু করেন এবং নিজের পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেন।[৩] ১৮৬৩ সালে তিনি ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ মাসিক হিসেবে প্রকাশ করেন।[৫] ১৮৬৪ সালের জুন-জুলাই মাসের দিকে তিনি এটিকে পাক্ষিক এবং ১৮৭১ সালের এপ্রিল-মে মাসের দিকে এটিকে সাপ্তাহিক হিসেবে প্রকাশ করতে শুরু করেন। সাপ্তাহিক কাগজটির দাম ছিল ১ পয়সা। পত্রিকাটিতে প্রজাদের ওপর অত্যাচার ও নিপীড়ন-নির্যাতনের কথা তুলে ধরা হতো।[১] ১৮৭৩ সালে, কুমারখালি প্রেসের মালিক মথুরানাথ মৈত্রেয়, মজুমদারকে প্রেসটি দান করেন।[২] প্রেসের মালিক মৈত্রেয় ছিলেন ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রেয়ের পিতা।
লেখক মীর মশাররফ হোসেন প্রেস বিল্ডিং-এর অভ্যন্তরে তার বিখ্যাত উপন্যাস বিষাদ সিন্ধুর কিছু অংশ লিখেছিলেন। এই উপন্যাস এবং কুষ্টিয়ার লালনের গান এখানেই প্রথম প্রকাশিত হয়।[৬]
বাংলাদেশ সরকার প্রেসটি সংরক্ষণের জন্য একটি জাদুঘর নির্মাণের জন্য ৬ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছিল।[৩] বর্তমানে ছাপাখানাটি কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরে স্থান্তর করা হয়েছে।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "গ্রামবার্ত্তা প্রকাশিকা এবং একজন কাঙ্গাল হরিনাথ"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৩।
- ↑ ক খ মো. মাসুদ পারভেজ (২০১২)। "গ্রামবার্তা প্রকাশিকা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ ক খ গ অনন্ত ইউসুফ (এপ্রিল ২৪, ২০১৬)। "150 years old press that still works"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ এপ্রিল ২৫, ২০১৬।
- ↑ শিপ্রা দস্তিদার (২০১২)। "হরিনাথ, কাঙাল"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "কিংবদন্তি কাঙাল হরিনাথের ভিটি হতে পারে তীর্থভূমি"। banglanews24.com। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৩।
- ↑ পার্থিব, সুকান্ত (১৬ এপ্রিল ২০১৭)। "গুরু কাঙাল হরিনাথ"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৩।
- ↑ এ.এইচ.এম. আরিফ, কুষ্টিয়া (২০২৩-০৭-১৮)। "অবশেষে জাদুঘরে যাচ্ছে পত্রিকার ছাপাখানা"। আলোকিত বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২০।