গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হওয়া চলচ্চিত্র উৎসব। এই উৎসব রাজ্য সরকারের অধীনস্থ জ্যোতি চিত্রবন (ফিল্ম স্টুডিও) এবং ড° ভূপেন হাজারিকা আঞ্চলিক সরকারী চলচ্চিত্র এবং টেলিভিশন প্রতিষ্ঠান-এর যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত করা হয়েছে। প্রথম গুয়াহাটি চলচ্চিত্র উৎসব ২০১৭ সাল ২৮ অক্টোবর তারিখে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল নিজে উদ্বোধন করেছিলেন।[১] আসাম সরকার-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই উৎসবের শুরু ২০১৬ সাল শ্রেষ্ঠ বিদেশী ভাষার ছবির অস্কার পুরস্কার বিজয়ী অশ্বগর ফারহাদি নির্দেশিত ছবি দা সেলসম্যান প্রদর্শনের মাধ্যমে হয়েছিল।

গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
Guwahati International Film Festival
আরম্ভ২৮ অক্টোবর
সমাপ্তি২ নভেম্বর
পুনরাবৃত্তিবার্ষিক
অবস্থান (সমূহ)গুয়াহাটি, আসাম
প্রবর্তিতঅক্টোবর, ২০১৭
অংশগ্রহণকারী৭ দিন : ৩২টি দেশ : ৭৮টি ছায়াছবি
(প্রথম গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ২০১৭)
ওয়েবসাইট
giff.assam.gov.in/GIFF/

প্রথম গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্পাদনা

প্রথম গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৭ সাল ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র এবং ড° ভূপেন হাজারিকা আঞ্চলিক সরকারী চলচ্চিত্র এবং টেলিভিশন প্রতিষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই উৎসব উদ্বোধন করেছিলেন। এই উৎসবের উদ্বোধনী ছবি ছিল অস্কার বিজয়ী ইরাণী ছবি "দা সেলসম্যান"।

প্রদর্শিত ছবি সম্পাদনা

এই উৎসবে ৩২টি দেশের ৭৮টি ছায়াছবি প্রদর্শিত হয়। এখানে সর্বাধিক ৬টি ইরানী এবং ৫টি তুর্কী ছবি প্রদর্শিত হয়। এখানে সুইজারল্যান্ড, জার্মানী, স্পেন, আর্জেন্টিনা, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, সার্বিয়া, শ্লোভেনিয়া, লেটিভিয়া, জাপান, বেলজিয়াম, আয়ারল্যান্ড, চেক গণতন্ত্র, বুলগেরিয়া, ইজরাইল, গ্রীস, অষ্ট্রিয়া, রাশিয়া, ফিলিপাইন, আফগানিস্তান, পেরু, রোমানিয়া, ডেনমার্ক, সাইপ্রাস, ইস্টনীয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ছায়াছবি প্রদর্শন করা হয়েছিল।[২]

বিভাগ সম্পাদনা

এই উৎসবে সর্বমোট ৬ টা বিভাগ ছিল। সেগুলি হল: আন্তর্জাতিক চলচ্চিত্র, ভারতীয় প্যানোরামা, রেট্রোস্পেকটিভ, উত্তর-পূর্বাঞ্চলের চলচ্চিত্র, অসমীয়া চলচ্চিত্র এবং সম্মানীয় উল্লেখ। এখানে জাহ্নু বরুয়ার সাগরলৈ বহু দূর, অজেয়, হালধীয়া চরা বাওধান খায় এবং কণিকার রামধেনু প্রদর্শন করা হয়েছিল। সাথে ভূপেন হাজারিকার "শকুন্তলা", আব্দুল মজিদের "চামেলি মেমচাহাব" এবং ভবেন্দ্রনাথ শইকীয়া "সন্ধ্যারাগ" প্রদর্শিত হয়।

পুরস্কার সম্পাদনা

প্রথম গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কেবল অসমীয়া চলচ্চিত্র বিভাগে পুরস্কার প্রদান করা হয়। এখানে শংকর বরুয়া পরিচালিত "খাণ্ডবদাহ" শ্রেষ্ঠ অসমীয়া ছবি এবং রীমা দাসের "অন্তর্দৃষ্টি" দ্বিতীয় শ্রেষ্ঠ অসমীয়া ছবির সম্মান লাভ করে। সাথে জয়চেং জয় দহোটীয়ার "হান্দুক" জুরীর বিশেষ পুরস্কার লাভ করে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Guwahati to host first international film festival from October 28"। ৮ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২০ 
  2. "Films & schedule of the 1st Guwahati International Film Festival - The News Mill"। ২৬ অক্টোবর ২০১৭। 
  3. "Guwahati film festival: International filmmakers to be star attraction - Times of India"