ক্রিস্তোফের হোরভাত

হাঙ্গেরীয় ফুটবল খেলোয়াড়

ক্রিস্তোফের হোরভাত জোর্জো (হাঙ্গেরীয়: Krisztofer Horváth; জন্ম: ৮ জানুয়ারি ২০০২; ক্রিস্তোফের হোরভাত নামে সুপরিচিত) হলেন একজন হাঙ্গেরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে হাঙ্গেরীয় ক্লাব কেচকেমেতি এবং হাঙ্গেরি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ক্রিস্তোফের হোরভাত
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ক্রিস্তোফের হোরভাত জোর্জো
জন্ম (2002-01-08) ৮ জানুয়ারি ২০০২ (বয়স ২২)
জন্ম স্থান হেভিজ, হাঙ্গেরি
উচ্চতা ১.৭২ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
কেচকেমেতি
জার্সি নম্বর ১১
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:০৩, ৯ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৭ সালে, হোরভাত হাঙ্গেরি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে হাঙ্গেরির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত হাঙ্গেরির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে হাঙ্গেরির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; হাঙ্গেরির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ক্রিস্তোফের হোরভাত জোর্জো ২০০২ সালের ৮ই জানুয়ারি তারিখে হাঙ্গেরির হেভিজে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

হোরভাত হাঙ্গেরি অনূর্ধ্ব-১৬ এবং হাঙ্গেরি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে হাঙ্গেরির প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ১৪ই সেপ্টেম্বর তারিখে তিনি হাঙ্গেরি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। হাঙ্গেরির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০২৩ সালের ১০ই সেপ্টেম্বর তারিখে, ২১ বছর, ৮ মাস ও ২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী হোরভাত চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে হাঙ্গেরির হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৭২তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় ক্যালাম স্টাইলসের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ২১ নম্বর জার্সি পরিধান করে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি চেক প্রজাতন্ত্র ১–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] হাঙ্গেরির হয়ে অভিষেকের বছরে হোরভাত সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
৯ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
হাঙ্গেরি ২০২৩
সর্বমোট

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Hungary vs. Czechia - 10 September 2023 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  2. "Hungary - Czech Republic 1:1 (Friendlies 2023, September)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  3. "Hungary - Czech Republic, Sep 10, 2023 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Hungary vs. Czech Republic"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা