ক্যালাম স্টাইলস

ক্যালাম স্টাইল

ক্যালাম জন স্টাইলস (হাঙ্গেরীয়: Callum Styles; জন্ম: ২৮ মার্চ ২০০০; ক্যালাম স্টাইলস নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ–হাঙ্গেরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব বার্নজলি এবং হাঙ্গেরি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ক্যালাম স্টাইলস
২০২১ সালে হাঙ্গেরির হয়ে স্টাইলস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ক্যালাম জন স্টাইলস
জন্ম (2000-03-28) ২৮ মার্চ ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান বুরি, ইংল্যান্ড
উচ্চতা ১.৬৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বার্নজলি
জার্সি নম্বর ২০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৫৪, ১৫ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

স্টাইলস ২০২২ সালে হাঙ্গেরির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; হাঙ্গেরির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২০ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ক্যালাম জন স্টাইলস ২০০০ সালের ২৮শে মার্চ তারিখে ইংল্যান্ডের বুরিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

২০২২ সালের ২৪শে মার্চ তারিখে, ২১ বছর, ১১ মাস ও ২৪ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী স্টাইলস সার্বিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে হাঙ্গেরির হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৭০তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় জোলত নাগির বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ১৭ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি সার্বিয়া ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] হাঙ্গেরির হয়ে অভিষেকের বছরে স্টাইলস সর্বমোট ১১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
১৫ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
হাঙ্গেরি ২০২২ ১১
২০২৩
২০২৪
সর্বমোট ২০

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা