ক্রিমিনাল (১৯৯০-এর চলচ্চিত্র)
ক্রিমিনাল ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি নাট্যধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বেলাল আহমেদ।[১][২][৩] শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, চম্পা, শাহনাজ, আহমেদ শরীফ, দিলদার, কাবিলা সহ আরও অনেকে।[৪][৫][৬][৭][৮]
ক্রিমিনাল | |
---|---|
![]() ক্রিমিনাল চলচ্চিত্রের সিডি কভার | |
পরিচালক | বেলাল আহমেদ |
প্রযোজক | এস.পি প্রডাকশন |
রচয়িতা | তারেক মাহমুদ |
চিত্রনাট্যকার | বেলাল আহমেদ |
কাহিনিকার | আবু সাইদ খান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সুবল দাস |
চিত্রগ্রাহক | আবু হেনা বাবুল |
সম্পাদক | আমিনুল ইসলাম মিন্টু |
পরিবেশক | এস.পি প্রডাকশন |
মুক্তি | ১৯৯০ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৯০ বাংলাদেশে মুক্তি পায়।
কাহিনি সংক্ষেপ
সম্পাদনারাজনীতিবিদ মোজাফফর সব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার। মোজাফফরের কারণে সন্ত্রাসীরা খারাপ কাজ করতে পারেনা, সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারেনা। সন্ত্রাসীদের গলার কাঁটা মোজাফফরকে বেশ কয়েকবার হুমকি দেয় তারা। কিন্তু নির্ভিক মোজাফফরকে শেষ পর্যন্ত মেরে ফেলার সিদ্ধান্ত নেয় সন্ত্রাসীরা। শুরু করে নানা ষড়যন্ত্র।
কুশীলব
সম্পাদনা- মান্না
- চম্পা
- শাহনাজ
- সাবরিনা
- আহমেদ শরীফ
- দিলদার
- কাবিলা
- খলিল উল্লাহ খান
- গোলাম মুস্তাফা
- খালেদা আক্তার কল্পনা
- জাম্বু
- জ্যাকি আলমগীর
- জামিলুর রহমান শাখা
- জহিরউদ্দিন পিয়ার
- জেসমিন
- পিংকি
- আমির সিরাজী
সঙ্গীত
সম্পাদনাক্রিমিনাল চলচ্চিত্রের গান রচনা গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গানে কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু, লিপি নাসরীন, আগুন ও কনকচাঁপা।
- "ভালোই হলো তুমি এলে" - কনকচাঁপা
- "জাদু জাদু আঁখি" - এন্ড্রু কিশোর
উল্লেখ্য
সম্পাদনাচলচ্চিত্রটিতে নায়ক মান্না নৃত্যপরিচালক হিসেবে কাজ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা বেলাল আহমেদ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২০।
- ↑ "চিত্রপরিচালক বেলাল আহমেদ আর নেই"। ২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২০।
- ↑ সাহা, জয়ন্ত; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "চলে গেলেন বেলাল আহমেদ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২০।
- ↑ "টিভি গাইড: ০১ অক্টোবর, ২০১৪"। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আজকের ছবি Prothom Alo | Most popular bangla daily newspaper"। archive.prothom-alo.com। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চলচ্চিত্র | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২০।
- ↑ "বিনোদন"। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২০।
- ↑ "চলচ্চিত্র | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২০।