ক্যালিবার (সফটওয়্যার)
ক্যালিবার (calibre) হল ই-বই পাঠ, সম্পাদনা ও ব্যবস্থাপনার উদ্দেশ্যে লিখিত একটি ক্রস-প্ল্যাটফর্ম মুক্ত সোর্স সফটওয়্যার। ক্যালিবার ই-বইকে ভার্চুয়াল পাঠাগারে সাজানো, প্রদর্শন, পাঠ, সম্পাদনা, তৈরি, ফাইল ফরম্যাট রূপান্তর, ই-রিডারে প্রেরণ, ইত্যাদি সহ আরও বহুমুখী সুবিধা প্রদান করে। এছাড়া পাইথন এপিআই-নির্ভর প্লাগইন ব্যবস্থার মাধ্যমে ক্যালিবারে প্রয়োজনমত অতিরিক্ত সুযোগসুবিধা যোগ করা সম্ভব।
মূল উদ্ভাবক | কোভিদ গয়াল |
---|---|
প্রাথমিক সংস্করণ | ৩১ অক্টোবর ২০০৬ |
রিপজিটরি | |
যে ভাষায় লিখিত | পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি++, সি |
অপারেটিং সিস্টেম | উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স |
প্ল্যাটফর্ম | x86, x64 |
ধরন | ই-বই পাঠক, ওয়ার্ড প্রসেসর, ই-বই ব্যবস্থাপক |
লাইসেন্স | জিপিএল ৩ |
ওয়েবসাইট | calibre-ebook |
ইতিহাস
সম্পাদনা২০০৬ সালের ৩১ অক্টোবর সনি তাদের পিআরএস-৫০০ ই-রিডার পণ্যটি প্রকাশ করার পরে কোভিদ গয়াল libprs500 সফটওয়্যার লাইব্রেরি প্রকল্পের কাজ শুরু করেন, যার উদ্দেশ্য ছিল মূলত পিআরএস-৫০০ এর ফাইল ফরম্যাট লিনাক্সে ব্যবহার করতে দেয়া। মোবাইলরিড ফোরামের সমর্থনে গয়াল ওই ই-রিডারটিতে ব্যবহৃত ব্রড ব্যান্ড ইবুক (BBeB)ফরম্যাটটি রিভার্স-ইঞ্জিনিয়ারিং করতে সক্ষম হন। ২০০৮ সালে তার প্রোগ্রামটির জন্য একটি ইউজার ইন্টারফেস ডেভলপ করা হয়। এসময় কোভিদের স্ত্রী কৃত্তিকা গয়াল সফটওয়্যারটির নাম পরিবর্তন করে করেন "ক্যালিবার" । তাদের মতে নামটির "libre" অংশটি মুক্তি বোঝায় (তবে উচ্চারণ করা হয় "ক্যালিবার")।[১][২]
বৈশিষ্ট্য
সম্পাদনাক্যালিবার প্রচুর সংখ্যক ই-বই ফরম্যাট পাঠ সমর্থন করে এবং একটি থেকে অন্যাটিতে রূপান্তর করতে পারে। ক্যালিবার ইপাব এবং AZW3 ফরম্যাটের পরিপূর্ণ সম্পাদনা সমর্থন করে, তবে এতে অন্যান্য অধিকাংশ ই-বই ফরম্যাটের আংশিক সম্পাদনাও সম্ভব, যেমন ফন্ট পরিবার, আকার, মার্জিন, প্রচ্ছদ, ডিজিটাল মেটাডেটা প্রভৃতির পরিবর্তন, স্বয়ংক্রিয় সূচীপত্র সংযোজন ইত্যাদি।
ক্যালিবার সরাসরি ডিআরএম-যুক্ত ই-বই রূপান্তর বা সম্পাদনা করতে পারে না, তবে এই সুবিধা সংযোজনকারী অনানুষ্ঠানিক প্লাগ-ইন পাওয়া যায়।[৩][৪]
ক্যালিবারের অপর প্রধান সুবিধা হল ই-বই ব্যবস্থাপনা। এটি মেটাডেটার বিভিন্ন তথ্য অনুযায়ী ই-বইগুলো ক্রমান্বয়ে সাজাতে পারে, এবং বিভিন্ন উৎস থেকে অনুপস্থিত মেটাডেটা ও প্রচ্ছদ সংগ্রহ করতে পারে। এছাড়া ক্যালিবারে অনলাইন মুক্ত পাঠাগারের ই-বই এবং বিভিন্ন অনলাইন পত্রিকার খবরাখবর সংগ্রহ করা যায়। সফটওয়্যারটি মেটাডেটা অনুযায়ী ই-বই অনুসন্ধান ও ফিল্টারের অনেক বিস্তারিত ব্যবস্থা রেখেছে, তবে সব ই-বইয়ের অন্তস্থ লেখা একই সময় অনুসন্ধান করতে পারে না। অবশ্য একটি ই-বই পাঠ করার সময় তার লেখার ভিতর অনুসন্ধান করা সম্ভব।[৫][৬]
ক্যালিবার দিয়ে বেশ কিছু অনলাইন প্রকাশকের থেকে ই-বই ক্রয় বা ধার করা যায়, যেমন ইন্টারনেট আর্কাইভ, গুটেনবার্গ প্রকল্প ইত্যাদি। এর পাশাপাশি ওপেনবুকস নামক ডিআরএম-বিহীন, ক্যালিবার সমর্থিত, ই-বই সংগ্রহ তত্ত্বাবধায়ন করছেন কৃত্তিকা গয়াল[২]। ই-বই সম্পর্কিত কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সেবা যেমন গুডরিডস, লাইব্রেরিথিং, ওভারড্রাইভ ইত্যাদির সমর্থনও সফটওয়্যাটিতে রয়েছে। ক্যালিবার "রেসিপি" নামক প্রোগ্রামযোগ্য ব্যবস্থার সাহায্যে প্রচুর সংখ্যক অনলাইন মাধ্যমের টেক্সট সংগ্রহ করে ই-বই আকারে পাঠ বা ই-রিডারে প্রেণ করতে পারে।
ক্যালিবারের ইমেইল, ওয়্যারলেস, নিজস্ব ওয়েব সার্ভার দ্বারা, অথবা কম্পিউটারে সরাসরি সংযুক্ত ই-রিডারে ই-বই প্রেরণ করতে পারে, এবং বিভিন্ন ই-রিডার থেকে ই-বই সংগ্রহও করতে পারে। [৭][৮][৯][১০] ক্যালিবার একটি সমৃদ্ধ নিজস্ব ওয়েব সার্ভারের মাধ্যমে অনলাইন বা স্থানীয় নেটওয়ার্কে বই আদান-প্রদান ও ব্যবস্থাপনার সুবিধা দেয়।[১১][১২][১৩][১৪][১৫]
১.১৫ সংস্করণ হতে ক্যালিবারে ই-বই সম্পাদনার জন্য একটি বিশেষায়িত অ্যাপ্লিকেশন উপকরণ উপস্থিত, যা অনেকটাই সিজিল এর অনুরূপ, তবে তার মত দৃশ্যমান সম্পাদনার সুবিধা নেই।[তথ্যসূত্র প্রয়োজন]
সংশ্লিষ্ট সফটওয়্যার
সম্পাদনা- ক্যালিবার ক্লাউড (বিনামূল্য অথবা বিক্রিত)
- ক্যালিবার কম্পানিয়ন (বিক্রিত)
- ক্যালিবার লাইব্রেরি (বিক্রিত)
- ক্যালিবার সিঙ্ক (বিনামূল্য)
- ক্যালিবারবক্স (বিনামূল্য অথবা বিক্রিত)
- ক্যালিবার-গো (বিনামূল্য)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "calibre – About"। Calibre-ebook.com। নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-২৯।
- ↑ ক খ "An interview with Kovid Goyal of calibre"। https://lwn.net/। August 24, 2011। সংগ্রহের তারিখ 5 August, 2019। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য);|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ Sorrel, Charlie। "How To Strip DRM from Kindle E-Books and Others"। Wired.com। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১২।
- ↑ Zukerman, Erez (ডিসেম্বর ২৮, ২০১২)। "How To Break The DRM On Kindle eBooks So You Can Enjoy Them Anywhere"। MakeUseOf।
- ↑ "User named kovidgoyal on fulltext search in TODO list"। ২০১০-০৮-০১।
- ↑ "User named Kovid Goyal (kovid) on fulltext search request"। ২০১১-০৫-২৩।
- ↑ "Transferring Kindle Books to Calibre"। Amazon.com। ১৮ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৬।
- ↑ "About Calibre"। Calibre-ebook.com।
- ↑ Hoffmann, Eric। "EBook Software: Calibre"। MobileRead Forums।
- ↑ "Featured Tips n Tricks: How to Use Dropbox to store all your ebooks in the cloud"। TouchMyApps। ডিসেম্বর ৫, ২০১১। নভেম্বর ১১, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ৫, ২০১৯।
- ↑ Wallen, Jack (ফেব্রুয়ারি ২৮, ২০১১)। "How to Use Calibre to Access Your eBook Collection Online"। TechRepublic।
- ↑ Biba, Paul (ফেব্রুয়ারি ১৮, ২০১০)। "How to Create Your Own Cloud of eBooks with Calibre, Dropbox, and Calibre OPDS"। TeleRead।
- ↑ "Calibre2OPDS"। MobileRead।
- ↑ Slangen, Simon (আগস্ট ৫, ২০১৩)। "How To Manage Your Ebook Collection For The Amazon Kindle With Calibre"। MakeUseOf।
- ↑ Litte, Jane (জুলাই ২৪, ২০১১)। "Create Your Own Cloud of Ebooks with Calibre + Calibre OPDS..."। Dear Author। জুলাই ১৬, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৪, ২০১১।
আরও পড়ুন
সম্পাদনা- Lachlan, Roy (২০১২)। Managing Your eBooks With Calibre।
বহি:সংযোগ
সম্পাদনা- উইকিমিডিয়া কমন্সে ক্যালিবার সম্পর্কিত মিডিয়া দেখুন।
- দাপ্তরিক ওয়েবসাইট