ওয়ার্ড প্রসেসর (Word processor) একটি কম্পিউটার আপ্লিকেশন যেটা ব্যবহৃত হয় সম্পাদনা (ডকুমেন্ট প্রস্তুত, সম্পদনা, ডকুমেন্টের গঠন নির্ধারণ, ডকুমেন্ট সংরক্ষণ, মুদ্রণ) করার কাজে। বিশ্বের সর্বপ্রথম ওয়ার্ড প্রসেসর ওয়ার্ডস্টার, যা ১৯৭৯ সালে মুক্তি পায়।

ওপেনঅফিস সংস্করণ ৩.২
কেওয়ার্ড
এলওয়াইএক্স

বহুল ব্যবহৃত একটি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার হল মাইক্রোসফট ওয়ার্ড

বৈশিষ্ট্য

সম্পাদনা

লেখার মাঝখানে নতুন কোনো লেখা সন্নিবেশিত করা যায় এবং অপ্রয়োজনীয় কোনো লেখা মুছে দেওয়া যায়।কোনো শব্দ বদলিয়ে স্বয়ংক্রিয়ভাবে অন্য কোনো শব্দ বসানো যায়। বানান ভুল ও ব্যাকরণগত ভুল নির্ণয় ও সংশোধন করা যায়। লেখার যেকোনো অংশ অন্য যেকোনো অংশে কপি বা স্থানান্তর করা যায়।এক ফাইলের লেখা অন্য ফাইলে সংযোজন করা যায়। একই ধরনের কাজ বার বার করার প্রয়োজন হলে কাজকে একটিমাত্র কমান্ড হিসেবে সংরক্ষণ করা যায় এবং ব্যবহার করা যায়।প্রস্তুতকৃত লিপিকে ভবিষ্যতে ব্যবহারের জন্য কোনো নামে সংরক্ষণ করা যায়। একই ফাইলের মূল লেখার সাথে অন্য ফাইলে সংরক্ষিত ঠিকানা এবং অন্যান্য তথ্য সংযুক্ত করে ফর্মলেটার তৈরি করা যায়। বিভিন্নভাবে সজ্জিত করে কাগজে স্থায়িভাবে মুদ্রণ করা যায়।

ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের তালিকা

সম্পাদনা
  • Microsoft Word -মাইক্রোসফট ওয়ার্ড (সর্বশেষ সংস্করণ ২০১৩)
  • WordPad - ওয়ার্ডপ্যাড,
  • Google Doc -গুগল ডক,
  • WPS Office - WPS অফিস,
  • Lotus word pro -লোটাস ওয়ার্ড প্রো,
  • Notepad -নোটপ্যাড,
  • WordPerfect -ওয়ার্ড পারফেক্ট (Windows only),
  • AppleWorks -আপেল ওয়ার্ক (Mac only),
  • Work pages - ওয়ার্ক পেজ,
  • OpenOffice Writer -ওপেন অফিস রাইটার।

এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা