কম্পিউটার প্রোগ্রামার
একজন কম্পিউটার প্রোগ্রামার (ডেভেলপার বা সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার) তাকেই বলা হয় যিনি কম্পিউটার প্রোগ্রাম লেখেন।[১] একজন প্রোগ্রামার এর প্রধান কম্পিউটার ভাষা (সি, সি++, সি #, জাভা, Lisp, পাইথন,জাভাস্ক্রিপ্ট ইত্যাদি) প্রায়ই উপরিউক্ত শিরোনামের অগ্রে যুক্ত হয়, এবং ওয়েব পরিবেশে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে প্রায়ই ওয়েব শিরোনাম উপসর্গ হয়।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Joel on Software Discussion Group (CLOSED) - Programmer vs. Developer vs. Software Engineer"। web.archive.org। ২০১৮-০৭-১০। Archived from the original on ২০১৮-০৭-১০। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৩।