ক্যালাম ম্যাকগ্রেগর

ক্যালাম উইলিয়াম ম্যাকগ্রেগর (ইংরেজি: Callum McGregor; জন্ম: ১৪ জুন ১৯৯৩; ক্যালাম ম্যাকগ্রেগর নামে সুপরিচিত) হলেন একজন স্কটল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্কটল্যান্ডীয় ক্লাব সেল্টিক এবং স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ক্যালাম ম্যাকগ্রেগর
২০১৯ সালে স্কটল্যান্ডের হয়ে ম্যাকগ্রেগর
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ক্যালাম উইলিয়াম ম্যাকগ্রেগর
জন্ম (1993-06-14) ১৪ জুন ১৯৯৩ (বয়স ৩১)
জন্ম স্থান গ্লাসগো, স্কটল্যান্ড
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সেল্টিক
জার্সি নম্বর ৪২
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:২৭, ১৪ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৮ সালে, ম্যাকগ্রেগর স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়ে স্কটল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় সাত বছর যাবত স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৭ সালে স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্কটল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬০ ম্যাচে ৩টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ক্যালাম উইলিয়াম ম্যাকগ্রেগর ১৯৯৩ সালের ১৪ই জুন তারিখে স্কটল্যান্ডের গ্লাসগোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

ম্যাকগ্রেগর স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৫, স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৬, স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৭, স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯, স্কটল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং স্কটল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৮ সালের ১লা এপ্রিল তারিখে তিনি স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৭ বছরে ২৭ ম্যাচে অংশগ্রহণ করে ১২টি গোল করেছেন।

২০১৭ সালের ৯ই নভেম্বর তারিখে, ২৪ বছর, ৪ মাস ও ২৬ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী ম্যাকগ্রেগর নেদারল্যান্ডসের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে স্কটল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ১০ নম্বর জার্সি পরিধান করে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি নেদারল্যান্ডস ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] স্কটল্যান্ডের হয়ে অভিষেকের বছরে ম্যাকগ্রেগর সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৩ বছর, ৭ মাস ও ১৩ দিন পর, স্কটল্যান্ডের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৫] ২০২১ সালের ২২শে জুন তারিখে, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের ৪২তম মিনিটে স্কটল্যান্ডের হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৬][৭]

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
১৪ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
স্কটল্যান্ড ২০১৭
২০১৮
২০১৯ ১০
২০২০
২০২১ ১৫
২০২২
২০২৩
২০২৪
সর্বমোট ৬০

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Scotland vs. Netherlands - 9 November 2017 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  2. "Scotland - Netherlands 0:1 (Friendlies 2017, November)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২০১৭-১১-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  3. "Scotland - Netherlands, Nov 9, 2017 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Scotland vs. Netherlands"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  5. "Croatia vs. Scotland - 22 June 2021 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  6. "Croatia - Scotland, Jun 22, 2021 - EURO 2020 - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  7. "Croatia - Scotland 3:1 (EURO 2020, Group D)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-২৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা