নাজমুল হাসান (ক্বারী)
ক্বারী নাজমুল হাসান বিভিন্ন সময়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি কুরআনে হাফেজ ও ক্বারী।[১] তিনি আন্তর্জাতিক পবিত্র কোরআন পদক প্রাপ্ত অসংখ্য হাফেজে কুরআনদের শিক্ষক। [২][৩]
ক্বারী নাজমুল হাসান | |
---|---|
জন্ম | ১০ জানুয়ারি ১৯৮৪ |
জাতীয়তা | বাংলাদেশ |
পেশা | শিক্ষক |
কর্মজীবন | ২০০০–বর্তমান |
প্রতিষ্ঠান | তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা |
পরিচিতির কারণ | বিশ্বজয়ী হাফেজদের শিক্ষক ও ক্বারী |
আদি নিবাস | বরুড়া কুমিল্লা |
টেলিভিশন | এনটিভি, মাই টিভি, একুশে টিভি, এটিএন বাংলা |
উত্তরসূরী | হুযাইফা হাসান |
পিতা-মাতা |
|
পুরস্কার | পবিত্র কোরআন পদক, ইরান ও মালয়েশিয়া |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাহাফেজ ক্বারী নাজমুল হাসান ১০ জানুয়ারি ১৯৮৪ সালে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নয়নতলা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি মাত্র ২ বছরে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হন এবং ১৭ বছর বয়সে আন্তর্জাতিক হাফেজ ও ক্বারী স্বীকৃতি পান।[৪]
শিক্ষা ও কর্মজীবন
সম্পাদনাক্বারী নাজমুল হাসান ঢাকার চকবাজারে অবস্থিত সাত রওজা হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজ ও কিরাত সম্পন্ন করেন। এবং দুই হাজার ছয় সালে তিনি তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এখানেই প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।[১] এ ছাড়াও তিনি বাংলাদেশ আন্তর্জাতিক ক্বারী সমিতির বর্তমান সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।[৫]
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাক্বারী নাজমুল হাসান ২০১২ সালে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় ৫ম স্থান,[৬] ও ২০১৩ সালে মালয়েশিয়া আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন করে।[৭]
উল্লেখযোগ্য ছাত্র
সম্পাদনাহাফেজ ক্বারী নাজমুল হাসানের পবিত্র কোরআন পদক প্রাপ্ত কয়েকজন উল্লেখযোগ্য ছাত্র।
- হাফেজ জাকারিয়া
- হাফেজ নাজমুস সাকিব
- হাফেজ আব্দুল্লাহ আল মামুন[৮]
- হাফেজ মুজাহিদুল ইসলাম[৯]
- হাফেজ শিহাবুল্লাহ[১০]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ক্বারী নাজমুল হাসান ও হাফেজ ত্বকী বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত"। jagonews24.com। jagonews24। ২১ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০।
- ↑ "Bangladeshi best in recitation"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ জুলাই ২০১৩। ১৮ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯।
- ↑ "১০৩ দেশের প্রতিযোগীর মাঝে দ্বিতীয় বাংলাদেশের খুদে হাফেজ শিহাব"। দৈনিক নয়াদিগন্ত।
- ↑ "iranians worlds best quran reciters."। defence। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলাদেশ ক্বারী সমিতির কমিটি গঠন"। dailyinqilab.com। ২৩ জানুয়ারি ২০১৯।
- ↑ "তেহরানে আন্তর্জাতিক কোরান প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের দ্বিতীয় স্থান লাভ"। bn.abna24.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Winners of 29th Int'l Quran Contest Awarded."। iqna.ir।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলাদেশের হাফেজ আব্দুল্লাহ আল মামুন বিশ্বসেরা"। jugantor.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মিসরে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশির প্রথম স্থান"। jugantor.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করছে শিশু হাফেজ শিহাব"। rtvonline.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]