কৌশল লোকুয়ারাচ্চি
কৌশল সামারাবীরা লোকুয়ারাচ্চি (সিংহলি: කෞශාල් ලොකුආරච්චි; জন্ম: ২০ মে, ১৯৮২) কলম্বোয় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হতেন। ডানহাতে ব্যাটিং করার পাশাপাশি লেগ-ব্রেক বোলিং করতেন কৌশল লোকুয়ারাচ্চি।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | কৌশল সামারাবীরা লোকুয়ারাচ্চি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | কলম্বো, শ্রীলঙ্কা | ২০ মে ১৯৮২|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | লোকু | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি লেগ স্পিন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৯৪) | ২৫ এপ্রিল ২০০৩ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১৬ মার্চ ২০০৪ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১১৫) | ৬ এপ্রিল ২০০৩ বনাম কেনিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১৩ অক্টোবর ২০০৭ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক (ক্যাপ ৬) | ১ জুন ২০১২ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ৩ জুন ২০১২ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০০/০১–২০০৪/০৫ | ব্লুমফিল্ড ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাব | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৫/০৬–বর্তমান | সিংহলীজ স্পোর্টস ক্লাব | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৩ – | ঢাকা গ্ল্যাডিয়েটর্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ২৮ সেপ্টেম্বর ২০১৭ |
খেলোয়াড়ী জীবন
সম্পাদনাবিদ্যালয়ে অধ্যয়নকালীন ব্যতিক্রমভাবে অল-রাউন্ডার হিসেবে তার খেলোয়াড়ী জীবনের সূচনা ঘটে।
২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের অন্যতম সদস্য মনোনীত হন। তবে, ঐ বিশ্বকাপে দলের বিপর্যয়কর ফলাফল আসে।
মূলতঃ তিনি লেগ স্পিনার হিসেবে খেলেন। ধারণা করা হতো যে, তিনি হয়তোবা দলের নিয়মিত সদস্যের মর্যাদা লাভ করবেন। কিন্তু, আগস্ট, ২০০৩ সালে গাড়ী দূর্ঘটনায় এক নারীকে নিহত করলে তাকে বেশ ত্যাগ স্বীকার করতে হয়। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাকে চারমাসের জন্য শৃঙ্খলাভঙ্গের জন্য নিষিদ্ধ ঘোষণা করে।
প্রত্যাবর্তন
সম্পাদনা২০০৪ সালের প্রাদেশিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে খেলার জগতে ফিরে আসেন। এরপর দলে তার প্রত্যাবর্তন ঘটে। কাঁধের আঘাতে জর্জরিত মুত্তিয়া মুরালিধরনের স্থলাভিষিক্ত হন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে অংশ নেন কৌশল লোকুয়ারাচ্চি।
নিষিদ্ধতা
সম্পাদনাএপ্রিল, ২০০৩ সালের এক পথচারীকে নিহত ও তার সন্তানকে আহত করার ফলে তিনি গ্রেফতার হন। তিনি দাবী করেন যে, গাড়ী চালানো অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন। এরপর চারমাসের জন্য বিসিসিএসএল কর্তৃক তার উপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়।
জুন, ২০১৪ সালে ক্রিকেট খেলা থেকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ ঘোষিত হন।[১] বাংলাদেশ প্রিমিয়ার লিগের দূর্নীতি দমন কমিশন এক বাজীকরের সাথে মোহাম্মদ আশরাফুল-সহ তার সম্পর্ক রাখার কথা প্রতিবেদনে প্রকাশ করে।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Lokuarachchi to appeal 18-month ban"। ESPNcricinfo। ৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৭।
- ↑ "Match-fixing: Mohammad Ashraful banned for eight years"। BBC Sport। ১৯ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৪।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে কৌশল লোকুয়ারাচ্চি (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে কৌশল লোকুয়ারাচ্চি (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- Cricinfo Article on his Arrest
- Cricinfo Article on his banning