কেপলার-৫

সিগনাস নক্ষত্রমণ্ডলের তারা

কেপলার-৫ সিগনাস তারামণ্ডলে অবস্থিত একটি তারা, এটি কেপলার মিশনের একটি ক্ষেত্র, যা পৃথিবী থেকে দৃশ্যমান নক্ষত্রগুলোর চারপাশে আবর্তনরত পৃথিবী সাদৃশ গ্রহ খোঁজার উদ্দেশ্যে নাসা কর্তৃক পরিচালিত একটি অভিযান। কেপলার-৫-এর প্রায় কাছাকাছি কক্ষপথে কেপলার-৫বি নামে বৃহস্পতির মত একটি গ্রহ শনাক্ত করা হয়েছে। কেপলার-৫-এর গ্রহটি ছিল কেপলার মহাকাশযানের আবিষ্কৃত প্রথম পাঁচটি গ্রহের একটি। এই আবিষ্কার বিভিন্ন পর্যবেক্ষণাগার দ্বারা যাচাই করার পর ২০১০ সালের জানুয়ারি ৪ তারিখে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২১৫তম সভায় ঘোষণা করা হয়। কেপলার-৫ সূর্যের চেয়ে বৃহৎ এবং আধিক ভরযুক্ত, কিন্তু অনুরূপ ধাতু নির্মিত যা গ্রহের গঠনের একটি অন্যতম প্রধান উপাদান।

কেপলার-৫
পর্যবেক্ষণ তথ্য
ইপক জে২০০০      বিষুব জে২০০০
তারামণ্ডল সিগনাস
বিষুবাংশ  ১৯ ৫৭মি ৩৭.৬৮৮৫সে[১]
বিষুবলম্ব +৪৪° ২′ ০৬.১৯০″[১]
আপাত  মান (V) ১৩.৯
বৈশিষ্ট্যসমূহ
বর্ণালীর ধরনF4IV
আপাত মান (J)১২.১১৫±০.০২৯[২]
আপাত মান (H)১১.৮৬৩±০.০৩২[২]
আপাত মান (K)১১.৭৬৯±০.০২৫[২]
জ্যোতির্মিতি
যথার্থ গতি (μ) বি.বাং.: −০.১৯০(১৩)[১] mas/yr
বি.ল.: −৩.২৫২(১২)[১] mas/yr
লম্বন (π)০.০৮২৯ ± ০.০৩২০২[১] mas
দূরত্বপ্রায় ৪০,০০০ ly
(প্রায় ১২,০০০ pc)
বিবরণ
ভর১.৩৪৭ M
ব্যাসার্ধ১.৭৯৩ R
উজ্জ্বলতা০.৬৬৯ L
তাপমাত্রা৬২৯৭ K
অন্যান্য বিবরণ
কেওআই-১৮, কেআইসি ৮১৯১৬৭২, 2MASS জে১৯৫৭৩৭৬৮+৪৪০২০৬১[৩]
ডাটাবেস তথ্যসূত্র
এসআইএমবিএডিডাটা
কেআইসিডাটা

নামকরণ ও ইতিহাস

সম্পাদনা

কেপলার-৫-এর এরূপ নামকরণ করার কারণ হল এটি গ্রহ সংবলিত পঞ্চম তারকা, যেটি কেপলার মিশনের সময় আবিষ্কৃত হয়, যা পৃথিবী থেকে দৃশ্যমান নক্ষত্রগুলোর চারপাশে আবর্তনরত পৃথিবী সাদৃশ গ্রহ খোঁজার উদ্দেশ্যে নাসা কর্তৃক পরিচালিত অভিযানের একটি অংশ।[৪] তারাটির গ্রহ কেপলার-৫বি কেপলার মহাকাশযানের আবিষ্কৃত প্রথম পাঁচটি গ্রহের মধ্যে দ্বিতীয় গ্রহ; কেপলারের পাওয়া প্রথম তিনটি গ্রহ তত্ত্বানুসন্ধানে ছিল, যা ইতোমধ্যে আবিষ্কৃত হয়েছে।[৫] কেপলার-৫বি ২০১০ সালের জানুয়ারি ৪ তারিখে ওয়াশিংটন ডিসিতে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২১৫তম সভায় কেপলার-৪, কেপলার-৬, কেপলার-৭, ও কেপলার-৮-এর গ্রহসমূহ সহ জনসম্মুখে প্রকাশ করা হয়।[৬]

কেপলারের আবিষ্কৃত গ্রহ কেপলার-৫বি-এর তত্ত্বানুসন্ধানে জন্য মাওনা কিয়া, হাওয়াই এর ডব্লিও. এম. কেক মানমন্দির; পশ্চিম টেক্সাসের ম্যাকডোনাল্ড মানমন্দিরক্যালিফোর্নিয়ার পালোমার এবং লিক মানমন্দির; আরিজোনার এমএমটি, ডব্লিও,আই,ওয়াই,এন, এবং উইপল মানমন্দির; এবং ক্যানারি দ্বীপপুঞ্জ রক ডি লস মোচাসস মানমন্দিরের বিজ্ঞানীরা পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করেন।[৭][৮]

বৈশিষ্ট্যসমূহ

সম্পাদনা

কেপলার-৫ সূর্যের মত একটি তারা যা ১.৩৭৪ ( ± ০.০৫৬) সূর্যের ভর (Msun) এবং ১.৭৯৩ ( ± ০.০৫৩) সূর্যের ব্যসার্ধ (Rsun) , এবং সূর্যের ভরের ১৩৭% সূর্যের ব্যসার্ধের ১৭৯%। তারাটির ধাতবত্ব [Fe/H] ০.০৪ (± ০.০৬), যা সূর্যের চেয়ে বেশি ধাতু সমৃদ্ধ,[৯] যা যেসব তারার কক্ষপথে গ্রহ আছে তাদের মতই। কেপলার-৫-এর কার্যকর তাপমাত্রা ৬২৯৭ (±৬০) কেলভিন, যা সূর্যের তাপমাত্রা ৫৭৭৮ কেলভিনের চেয়ে অধিক।[১০] কেপলার-৫-এর আপাত বিশালতা ১৩.৪, এবং তা খালি চোখে দেখা যায় না।[৫]

সহচর তারকা

সম্পাদনা

উচ্চ-রেজোলিউশন ইমেজিং থেকে নির্ধারিত কেপলার তারার সহচরদের একটি সাম্প্রতিক ক্যাটালগ ০.৯ এবং ৩.৫ আর্ক সেকেন্ডের দূরত্বে কেপলার-৫-এর দুই সঙ্গীকে দেখায়।[১১] এই নক্ষত্রগুলি শারীরিকভাবে কেপলার-৫-এর সাথে আবদ্ধ কিনা বা অসম্পর্কিত নক্ষত্রের নিছক সুযোগ সারিবদ্ধতা অজানা তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে কেপলার নক্ষত্রের ১ আর্ক সেকেন্ডের মধ্যে ৬০ থেকে ৮০% সঙ্গী সত্য বাইনারি।[১২]

গ্রহের তত্ত্ব

সম্পাদনা
 
কেপলারের আবিষ্কৃত পাঁচটি গ্রহের আপেক্ষিক আকৃতি দেখানো একটি ছবি। কেপলার-৫বি পাঁচটির মধ্যে দ্বিতীয় ক্ষুদ্রতম, নীল রংয়ে নির্দেশিত।

কেপলার-৫বি-এর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে ২.১১৪ এম.জে. (জুপিটার ভর) এবং ১.৪৩১ আর.জে (জুপিটার ব্যাসার্ধ)। এর ভর বৃহস্পতি গ্রহের ভরের দ্বিগুনের অধিক এবং বৃহস্পতির ব্যাসার্ধের দেড় গুণের সামান্য কম। কেপলার-৫বি গ্রহটি তার নক্ষত্রের কক্ষপথে ০.০৫০৬৪ এইউ দূরত্বে অবস্থিত এবং ৩.৫৪৮৫ দিন পর-পর আবর্তন করে। সেহেতু এটি একটি উষ্ণ বৃহস্পতি, বা একটি দৈত্যাকার গ্যাসপিন্ড যা তার মাতৃ তারার কাছাকাছি কক্ষপথে আবর্তন করে।[৫] এই বুধ গ্রহের সাথে তুলনায়, বুধ গ্রহ সূর্য ০.৩৮৭১ এইউ দূরত্বে থেকে ৮৭.৯৭ দিন পর-পর আবর্তন করে। এর উৎকেন্দ্রিকতা ০ ধরা হয়, যা একটি বৃত্তাকার কক্ষপথের উৎকেন্দ্রিকতার সমান।[৫]

কেপলার-৫ গ্রহমণ্ডল[১৩][১৪]
সহচর
(তারকার অনুক্রম)
ভর পরাক্ষ
(AU)
কক্ষীয় পর্যায়কাল
(দিনসমূহ)
উৎকেন্দ্রিকতা কক্ষীয় নতি ব্যাসার্ধ
b ২.১১৪ MJ ০.০৫০৬৪ ৩.৫৪৮৫ ১.৪৩১ RJ

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ভ্যালেনারি, এ.; ও অন্যান্য (গাইয়া কলাবোরেশন) (২০২৩)। "গাইয়া ডেটা রিলিজ ত্রি. সামারি অব দি কনটেন্ট অ্যান্ড সার্ভে প্রোপারটিস"। অ্যাস্ট্রোনমি এন্ড অস্ট্রোফিজিক্স৬৭৪: এ১। arXiv:2208.00211 এসটুসিআইডি 244398875 Check |s2cid= value (সাহায্য)ডিওআই:10.1051/0004-6361/202243940 বিবকোড:2023A&A...674A...1G  Gaia DR3 record for this source at VizieR.
  2. স্ক্রুটস্কি, মাইকেল এফ.; কুট্রি, রক এম.; স্টেইনিং, রেই; Weinberg, Martin D.; Schneider, Stephen E.; Carpenter, John M.; Beichman, Charles A.; Capps, Richard W.; Chester, Thomas; Elias, Jonathan H.; Huchra, John P.; Liebert, James W.; Lonsdale, Carol J.; Monet, David G.; Price, Stephan; Seitzer, Patrick; Jarrett, Thomas H.; Kirkpatrick, J. Davy; Gizis, John E.; Howard, Elizabeth V.; Evans, Tracey E.; Fowler, John W.; Fullmer, Linda; Hurt, Robert L.; Light, Robert M.; Kopan, Eugene L.; Marsh, Kenneth A.; McCallon, Howard L.; Tam, Robert; Van Dyk, Schuyler D.; Wheelock, Sherry L. (১ ফেব্রুয়ারি ২০০৬)। "দ্য টু মাইক্রোন অল স্কাই সার্ভে (2MASS)"। দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল131 (2): 1163–1183। আইএসএসএন 0004-6256এসটুসিআইডি 18913331ডিওআই:10.1086/498708 বিবকোড:2006AJ....131.1163S  Vizier catalog entry
  3. "কেপলার-৫"SIMBADCentre de données astronomiques de Strasbourg। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৯ 
  4. "মিশন ওভারভিউ"কেপলার অ্যান্ড কে২। নাসা। ১৩ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০ 
  5. "সামারি টেবিল অব কেপলার ডিস্কোভারিজ"। নাসা। ২০১০-০৮-২৭। ২০১০-০৫-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১০-১৬ 
  6. Rich Talcott (৫ জানুয়ারি ২০১০)। "215th AAS meeting update: Kepler discoveries the talk of the town"Astronomy.comAstronomy magazine। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১১ 
  7. "NASA's Kepler Space Telescope Discovers its First Five Exoplanets"NASA। ৪ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১১ 
  8. কোচ, ডেভিড জি; ও অন্যান্য (২০১০)। "ডিসকভারি অব দ্য ট্রানসিটিং প্ল্যানেট কেপলার-৫বি"। দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স৭১৩ (2): L131–L135। arXiv:1001.0913 ডিওআই:10.1088/2041-8205/713/2/L131 বিবকোড:2010ApJ...713L.131K  
  9. "নোটস ফোর স্টার কেপিলার-৫"এক্সট্রাসোলার প্ল্যানেট এনসাইক্লোপিডিয়া। ২০১০। ২১ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১১ 
  10. David Williams (১ সেপ্টেম্বর ২০০৪)। "Sun Fact Sheet"Goddard Space Flight CenterNASA। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১১ 
  11. ফুরলান, ই.; ও অন্যান্য (২০১৭)। "দ্যা কেপলার ফলো-আপ অবজারভেশন প্রোগ্রাম. আই. এ ক্যাটালগ অব কোম্পানিওন্স ট কেপলার স্টার্স ফর্ম হাই-রেজোলিউশন ইমেজিং"। দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল১৫৩ (২)। 71। arXiv:1612.02392 ডিওআই:10.3847/1538-3881/153/2/71 বিবকোড:2017AJ....153...71F  
  12. হির্শ, লে এ.; ও অন্যান্য (২০১৭)। "এসেসিং দ্য ইফেক্ট অব স্টেলার কোম্পানিওন্স ফ্রম হাই-রিসোলিউশন ইমেজিং অব কেপলার অব্জেক্টস অব ইন্টারেস্ট"। দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল১৫৩ (৩)। 117। arXiv:1701.06577 ডিওআই:10.3847/1538-3881/153/3/117 বিবকোড:2017AJ....153..117H  
  13. এস্টিভস, লিসা জে.; মুইজ, আর্নস্ট জে. ডব্লিউ. ডি; জয়াবর্ধন, রায় (২০১৫)। "চেঞ্জিং ফেসেস অব এলিয়েন ওয়ার্ল্ডস: প্রোবিং অ্যাটমসফের্স অব কেপলার প্লানেটস উইথ হাই-প্রিসিশন ফটোমেট্রি"। দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল৮০৪ (২)। ১৫০। arXiv:1407.2245 ডিওআই:10.1088/0004-637X/804/2/150 বিবকোড:2015ApJ...804..150E  
  14. "কেপলার ক্যান্ডিডেট ওভারভিউ পেজ"নাসা এক্সোপ্ল্যানেট আর্কাইভ। নাসা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১০