কেপলার-২২বি সৌরজগৎের বাইরের একটি বহির্গ্রহ যা ২০১১ খ্রিষ্টাব্দে আবিষ্কৃত হয়। জ্যোতির্বিজ্ঞানীদের মতে নানা বৈশিষ্ট্যে এই গ্রহটি পৃথিবীর মতো এবং মনুষ্যবাসের উপযোগী। এর অবস্থান পৃথিবী থেকে ছয়শত আলোকবর্ষ দূরে। গ্রহটি স্বীয় সূর্যকে (নক্ষত্র) প্রদক্ষিণ করতে ২৯০ দিন সময় নেয়। ৫ ডিসেম্বর ২০১১ তারিখে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ পরিচালনার সাথে জড়িত জ্যোতির্বিজ্ঞানীরা এই গ্রহটি আবিষ্কারের ঘোষণা দেন।[৬][৭]

কেপলার-২২বি
বহির্গ্রহ বহির্গ্রহসমূহের তালিকা

আমাদের সৌরজগৎের অভ্যন্তরীণ সিস্টেমের সঙ্গে কেপলার-২২ সিস্টেমের একটি তুলনামূলক চিত্র।
মাতৃ তারা
তারা কেপলার-২২
তারামণ্ডল বক মণ্ডল
বিষুবাংশ (&আলফা;)  ১৯ ১৬মি ৫২.২সে
বিষুবলম্ব (&ডেল্টা;) +৪৭° ৫৩′ ৪.০″
আপাত মান (mV) 11.5 (বি-ব্যান্ড) [১]
দূরত্ব587 ly
(180 [২] পিসি)
বর্ণালীর ধরণ জি৫ভি
কক্ষপথের রাশি
অর্ধ-মুখ্য অক্ষ(a) ০.৮৫ AU
(১২৭ Gm)
কক্ষীয় পর্যায়কাল(P) ২৮৯.৯ [৩] d
ভৌত বৈশিষ্ট্যসমূহ
ভর(m)0.97 MJ
ব্যাসার্ধ(r)০.৯৮ আরজে
(২.৪ [৪] R🜨)
তাপমাত্রা (T) ৫৬০৬
আবিষ্কারের তথ্য
আবিষ্কারের তারিখ ২০০৯ (প্রথম পর্যবেক্ষিত) [৫]
আবিষ্কারক(সমূহ) কেপলার বিজ্ঞান দল
আবিষ্কারের পদ্ধতি Transit
আবিষ্কারের সাইট কেপলার টেলিস্কোপ
আবিষ্কারের অবস্থা প্রকাশিত
ডাটাবেস তথ্যসূত্র
বহির্গ্রহ বিশ্বকোষডেটা
সিম্বাদডেটা
এক্সওগ্রহের সংরক্ষাণাগারডেটা
ওপেন এক্সওপ্লানেট ক্যাটালগডেটা

কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে গ্রহটির সন্ধান পাওয়া গেছে বলে এর নামাকরণ করা হয় “কেপলার-২২বি”। গ্রহটি আয়তনে পৃথিবীর ২.৪ গুণ বড়। ভূপৃষ্ঠে এর গড় তাপমাত্রা প্রায় ২২° সেন্টিগ্রেড বা ৭২° ফারেনহাইট; অর্থাৎ পৃথিবীর নাতিশীতোষ্ণমণ্ডলের বসন্তকালীন তাপমাত্রার সমতূল্য। জ্যোতির্বিজ্ঞানীরা আরো ধারণা করছেন এর উপরিপৃষ্ঠে তরল পানি রয়েছে যা প্রাণ সৃষ্টির জন্য জরুরী। তবে গ্রহটি পৃথিবীর মতো কঠিন, নাকি নেপচুনের মতো বাষ্পীয় তা এখনো নিরূপণ করা সম্ভব হয় নি। জানা না গেলেও বিষয়টি নিয়ে গবেষণা অব্যাহত আছে।[৮]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "SIMBAD data for host star"SIMBAD। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১১ 
  2. "Notes for Planet Kepler-22 b"Extrasolar Planet Database। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১১ 
  3. Alien Planet Could Host Life ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ জানুয়ারি ২০১২ তারিখে, Discovery.com
  4. "NASA Telescope Confirms Alien Planet in Habitable Zone", Space.com 12/5/2011
  5. "NASA - NASA's Kepler Confirms Its First Planet in Habitable Zone of Sun-like Star"NASA Press Release। ১৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১১ 
  6. ৬০০ আলোকবর্ষ দূরে আরেক পৃথিবী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ ডিসেম্বর ২০১১ তারিখে, বিডিনিউজ২৪.কম।
  7. Kepler-22b: Facts About Exoplanet in Habitable Zone
  8. সৌরজগৎের বাইরে পৃথিবীর মতো নতুন গ্রহের সন্ধান[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], দৈনিক জনকণ্ঠ; ৮ ডিসেম্বর ২০১১ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:Exoplanets