কেঁচা সোণ

অসমীয়া চলচ্চিত্ৰ

কেঁচা সোণ (অর্থ: কাঁচা সোনা) ২৯ মার্চ ১৯৫৯ সালে মুক্তি পাওয়া একটি অসমীয়া চলচ্চিত্র[১] চা বাগিচার বনুয়া জীবনের উপর আধারিত এই ছবির পরিচালক ছিলেন ফণী শর্মা। কাহিনী এবং চিত্রনাট্য লিখেন ডিব্রুগড়-এর ভরত বরপূজারী। আই.এন.টি.ইউ.সি. তেজপুর শাখার উদ্যোগিতায় এই ছবিটি জ্যোতিপ্রসাদ আগরওয়ালা-এর কনিষ্ঠ ভাই হৃদয়ানন্দ আগরওয়ালা প্রযোজনা করেন। 'কেঁচা সোণ'র সংলাপে বহুলাংশে চা-বনুয়ার ভাষা ব্যবহার করা হয়।[২] ছবিটিকে আসাম সরকার প্রমোদ কর রেহাই দিয়েছিল। প্রমোদ কর রেহাই পাওয়া এটি প্রথম অসমীয়া চলচ্চিত্র।[১]

কেঁচা সোণ
পরিচালকফণী শর্মা
প্রযোজকহৃদয়ানন্দ আগরওয়ালা
চিত্রনাট্যকারভরত বরপূজারী
কাহিনিকারভরত বরপূজারী
শ্রেষ্ঠাংশেচন্দ্র গোস্বামী
ইভা আচাও
সুরকারভূপেন হাজারিকা
চিত্রগ্রাহকনলিন দুয়রা
সম্পাদকতরুণ দত্ত
দেশভারত
ভাষাঅসমীয়া

কাহিনী সম্পাদনা

কেঁচা সোণর কাহিনী 'একটি কলি দুটি পাতার' কাহিনী আসামের হাজার চা বাগিচার হাজার বনুয়ার কাহিনী। তাদের কপালের কাঁচা ঘামে জীবন পাওয়া মাইল জোড়া সবুজ চাপাতার আড়ালে লুকিয়ে থাকে বনুয়াদের সাতাম পুরুষের নানান কুসংস্কার, শিক্ষার আলো না পাওয়া বনুয়ার নানানধরনের কুঅভ্যাস। বাহুতে হাজার হাতীর বল থাকলেও সদাই পদদলিত অবহেলিত হয়ে থাকা বনুয়া শ্রেণীকে মানুষ হিসাবে সমাজে স্থান দিতে এচাম মানুষ কিন্তু সদায়েই উৎসাহে এগিয়ে আসেন। এসব কথাকে ফুটিয়ে তুলতে চেষ্টা করা হয়েছিল কেঁচা সোণ ছায়াছবিতে।[২]

তখনও দেশ স্বাধীন হয়নি। রংদৈ বাগিচার ২য় বরমহরী জগন্নাথ বনুয়াদের মধ্যে মিশে কল্যাণমূলক কাজে জড়িত হন। সেইজন্য তাঁকে বনুয়ারা ভালবাসত। একদিন বাগিচার ডাক্তরের সাথে বাগানের হাস্পাতালে বিশেষ সরঞ্জাম-পাতি না থাকাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হওয়ায় চাকরিটি হারাতে হয়।

অভিনয় শিল্পী সম্পাদনা

  • তিলক দুবরা
  • গোপাল শর্মা
  • আজিত সিংহ
  • গগণ বরুয়া

  • বিভূতি কলিতা
  • ভরক বরপূজারী
  • স্বাগতা চক্রবর্তী (কলকাতার শিল্পী)
  • প্রীতিধারা (কলকাতার শিল্পী)[১][২]

সঙ্গীত সম্পাদনা

সঙ্গীত পরিচালনা এবং গান রচনা ভূপেন হাজারিকার। ছবিটিতে পরম্পরাগত মজদুর গানও দুটি অন্তর্ভুক্ত করা হয়েছে।[৩]

ক্রমিক নং গানের শীর্ষক গীতিকার কণ্ঠ
অ' আমার গ্রাম, আমার গাঁওয়ের মান রেখে মরতে যাওঁ ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকা, মন্টু ঘোষ, ইলা চক্রবর্তী, গুণদা দাস, বিরাজ দাস
নতুন নতুন সাহ, আসল নতুন নতুন সাহ আমার বহল বুকুতে ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকা, মন্টু ঘোষ, ইলা চক্রবর্তী, গুণদা দাস, বিরাজ দাস
হামারা গুবালা জাতি নদী তিরে বসতি পরম্পরাগত মজদুর গান
পাতা তুরে গেলে মায়া আসেন ডুমুর কনা হায়রে পরম্পরাগত মজদুর গান
রিমঝিম রিমঝিম বৃষ্টিপাতে নুপুর বজায় ক'ত ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকা, মন্টু ঘোষ, ইলা চক্রবর্তী, গুণদা দাস, বিরাজ দাস

তথ্যসূত্র সম্পাদনা

  1. অরুণলোচন দাস (২০১৩)। ১০০ অসমীয়া চলচ্চিত্রের কাহিনী এবং গান (পৃঃ ৯৪)। শশী শিশু প্রকাশন, গুয়াহাটি। 
  2. মঞ্চলেখা, পৃষ্ঠা ৩১৯, অতুলচন্দ্র হাজারিকা, লয়ার্স বুক স্টল, গুয়াহাটি, ১৯৬৭ 
  3. বাবুল দাস (১৯৮৫)। অসমীয়া ছায়াছবির গানের সংকলন। বাণী মন্দির, ডিব্রুগড়। পৃষ্ঠা ৬১।