নলিন দুয়রা (ইংরেজি: Nalin Duwara) অসমীয়া চলচ্চিত্রের একজন পরিচালক ও ক্যামেরাম্যান বা সিনেম্যাটোগ্রাফার ছিলেন। তাঁর জন্ম ১৯২৮ সালের ২২ জুন তখনকার বৃটিশ শাসিত অসমের শিবসাগর জেলায় (বর্তমান গোলাঘাট জেলা) হয়। তাঁর মায়ের নাম ছিল মনোরমা দুয়রা। বাবা সর্বানন্দ দুয়রা অভয়জান ও শাওতলী বাগিচা স্বত্বাধিকারী ছিলেন। গোলাঘাট বেজবরুয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিলঙের সেইণ্ট এন্থনিজ অ্যান্ড সেইণ্ট এডমণ্ডস্ কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন।[১]

নলিন দুয়রা
Nalin Duwara
জন্ম২২ জুন ১৯২৮
জাতীয়তাভারত ভারত
পেশাচলচ্চিত্র পরিচালক, ক্যামেরাম্যান

১৯৪৭ত দুয়রা মুম্বাইয়ের আব্দুল্লা ফজলভাই ইন্সটিটিউট অব সেইণ্ট জেভিয়ার্স থেকে মোশন পিকচার্স ফটোগ্রাফির দুবছরের পাঠ্যক্রমে ভৰ্তি হন। ডিপ্লোমা নেওয়ার পর তিনি কলকাতার ইন্দ্রলোক ষ্টুডিও ও ইন্দ্রপুরী ষ্টুডিওতে সহকারী ক্যামেরাম্যান হিসাবে কাজে যোগ দেন। এই সময়ে তিনি প্রখ্যাত পরিচালক হৃষিকেশ মুখার্জী, বিমল রায় ইত্যাদি পরিচালকের সান্নিধ্য পেতে সক্ষম হয়েছিলেন।[১]

চলচ্চিত্রপঞ্জী সম্পাদনা

পরিচালনা সম্পাদনা

  1. মমতা (১৯৭৩)
  2. রতনলাল (১৯৭৫)

চিত্ৰগ্রহণ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Nolin Duwora"। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২০ 
  2. Arunlochan Das (২০১৩)। 100 Asomiya Chalachchitror kahini Aru Geet। Sashi-Sishu Prakashan, Guwahati