কুষ্টিয়া মডেল থানা

কুষ্টিয়া জেলার থানা

কুষ্টিয়া মডেল থানা খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার, কুষ্টিয়া সদর উপজেলার একটি অন্যতম থানা।[১][২] তবে এই থানা কুষ্টিয়া সদর থানা নামেও পরিচিত।[২] ১৮২৩ সালে কুষ্টিয়া জেলায় এই থানাটি স্থাপন করা হয়।[৩] কুষ্টিয়া থানা কুষ্টিয়া শহরের প্রানকেন্দ্রে অবস্থিত, এই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।[৪]

অবস্থান সম্পাদনা

কুষ্টিয়া মডেল থানার উত্তরে পাবনা সদরঈশ্বরদী উপজেলা, দক্ষিণে হরিণাকুন্ডশৈলকূপা উপজেলা, পূর্বে কুমারখালী উপজেলা, পশ্চিমে মিরপুর উপজেলা (কুষ্টিয়া)আলমডাঙ্গা উপজেলা। কুষ্টিয়া মডেল থানা কুষ্টিয়া শহরের মধ্যেই অবস্থিত।[২]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • গড়াই নদী
  • মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গণকবর

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

এই থানাটিতে কলেজ ১৬, মাধ্যমিক বিদ্যালয় ৭৪, প্রাথমিক বিদ্যালয় ১৪০, মাদ্রাসা ১৮টি রয়েছে।[৩]

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান:

  • কুষ্টিয়া সরকারি কলেজ (১৯৪৬),
  • কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ (১৯৪৭),
  • কুষ্টিয়া কারিগরি মহাবিদ্যালয় (১৯৬৪),
  • কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ (১৯৬৭),
  • কুষ্টিয়া ইসলামিয়া কলেজ (১৯৬৭),
  • কুষ্টিয়া সেবিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট, কুষ্টিয়া পি টি আই,
  • গোস্বামী দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় (১৮৬০),
  • কুষ্টিয়া উচ্চ বিদ্যালয় (১৯১০),
  • দিনমনি মাধ্যমিক বিদ্যালয় (১৯৩০),
  • মোহনীমোহন বিদ্যাপীঠ (১৯৪৪),
  • কুষ্টিয়া টেকনিক্যাল স্কুল (১৯৫৮),
  • কুষ্টিয়া জেলা স্কুল (১৯৬০),
  • মিশন প্রাথমিক বিদ্যালয় (১৮৯৮)

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া সদর"police.kushtiasadar.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৭ 
  2. "কুষ্টিয়া জেলার সকল থানা সমূহের নাম - Superintendent of police, Kushtia"kushtia.police.gov.bd। ২০২১-০৯-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৭ 
  3. "কুষ্টিয়া সদর উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৭ 
  4. প্রতিনিধি। "কুষ্টিয়ায় একসঙ্গে তিন থানায় ওসি বদল"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]