শৈলকুপা উপজেলা
শৈলকুপা উপজেলা বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি প্রশাসনিক এলাকা।
শৈলকুপা | |
---|---|
উপজেলা | |
![]() প্রতিক্রিয়াশীল মানচিত্রে শৈলকুপা উপজেলা | |
বাংলাদেশে শৈলকুপা উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪১′২৭″ উত্তর ৮৯°১৫′৩″ পূর্ব / ২৩.৬৯০৮৩° উত্তর ৮৯.২৫০৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | ঝিনাইদহ জেলা |
আয়তন | |
• মোট | ৩৭২.৬৬ বর্গকিমি (১৪৩.৮৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৩,৩১,৮০৯ |
• জনঘনত্ব | ৮৯০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৩.৭৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৪৪ ৮০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন সম্পাদনা
৩৭৩.৪২ বর্গ কি: মি: আয়তন বিশিষ্ট শৈলকুপা উপজেলা উত্তরে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা ও কুমারখালী উপজেলা, দক্ষিণে ঝিনাইদহ সদর উপজেলা ও মাগুরা সদর উপজেলা, পূর্বে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলা এবং পশ্চিমে হরিণাকুণ্ডু উপজেলা ও কুষ্টিয়া সদর উপজেলা।
প্রশাসনিক এলাকা সম্পাদনা
শৈলকুপা উপজেলা ১ টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। ইউনিয়ন গুলো হল-
- ১ নং ত্রিবেনী ইউনিয়ন
- ২ নং মির্জাপুর ইউনিয়ন
- ৩ নং দিগনগর ইউনিয়ন
- ৪ নং কাঁচেরকোল ইউনিয়ন
- ৫ নং সারুটিয়া ইউনিয়ন
- ৬ নং হাকিমপুর ইউনিয়ন
- ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন
- ৯ নং মনোহরপুর ইউনিয়ন
- ১০ নং বগুড়া ইউনিয়ন
- ১১নং আবাইপুর ইউনিয়ন
- ১২ নং নিত্যানন্দপুর ইউনিয়ন
- ১৩ নং উমেদপুর ইউনিয়ন
- ১৪ নং দুধসর ইউনিয়ন
- ১৫ নং ফুলহরি ইউনিয়ন
শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা
এখানে হাই স্কুল, বালিকা বি্দ্যালয়, কলেজ, এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে কিন্ডারগার্ডেন, প্রিক্যাডেট স্কুল। কলেজ ১১টি, হাইস্কুল ৩৯টি, ১টি বেসরকারী হাইস্কুল যার নাম ‘শৈলকুপা সিটি পাবলিক স্কুল’ হাসপাতাল গেট শৈলকুপা, ঝিনাইদহ। জুনিয়র হাইস্কুল ১০টি, মাদ্রাসা ৩৬টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯০টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৬৭টি, স্যাটেলাইট স্কুল ৩টি এবং স্বল্প খরচের প্রাথমিক বিদ্যালয় ১১টি।নতুন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি ‘‘আব্দুল আজিজ আইডিয়াল স্কুল” কবিররপুর চার রাস্তার মোড়, কবিরপুর বাইপাস সড়ক (কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বপাশে), কবিরপুর, শৈলকুপা, বিনাইদহ।
অর্থনীতি সম্পাদনা
শৈলকুপা উপজেলা প্রধানত কৃষি নির্ভর অর্থনীতিতে দন্ডায়মান। এখানে ধান, পিঁয়াজ, গম উৎপাদন হয়। এছাড়াও কিছু এলাকা দিয়ে প্রচুর সবজি চাষ করা হয়। পান এবং পাট চাষ হয়।
নদ-নদী সম্পাদনা
শৈলকুপা উপজেলায় অনেকগুলো নদী রয়েছে। নদীগুলো হচ্ছে গড়াই নদী, কুমার নদ ও ডাকুয়া নদী।[২][৩]
উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা
- পাঞ্জু শাহ ফকির (১৮৫১-১৯১৪) - মরমি কবি;
- গোলাম মোস্তফা - লেখক এবং কবি;
- মুস্তফা মনোয়ার।
- শেখ হাবিবুর রহমান (১৮৯১-১৯৬২) - কবি ও লেখক;
- ইলা মিত্র(১৯২৫—২০০২) একজন বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেতা। তাদের আদি নিবাস ছিল তৎকালীন যশোরের ঝিনাইদহের বাগুটিয়া গ্রামে।
দর্শনীয় স্থান সম্পাদনা
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে শৈলকুপা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারী ২০১৫।
- ↑ ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৮৯, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬১২। আইএসবিএন 984-70120-0436-4।
বহিঃসংযোগ সম্পাদনা
খুলনা বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |