কালাগুল চা বাগান

বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত চা বাগান

কালাগুল চা বাগান বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগানসিলেট শহরের উত্তর প্রান্ত ঘিরে ১৫ কিলোমিটার দূরে বিমানবন্দর সড়কে চৌকিদেকিতে মনোলোভা একটি চা বাগান কালাগুল চা বাগান[১] এর পাশেই বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান মালনীছড়া চা বাগানলাক্কাতুরা চা বাগান অবস্থিত।[২][৩]

ইতিহাস সম্পাদনা

১৮৫৪ সালে পাক-ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা। ১৯৮৮ সাল থেকে এখনও ব্যক্তিগত মালিকানায় রয়েছে।[৪] ১৯৭১ সালের ১৩ এপ্রিল কালাগুল বাগানে বিভীষিকাময় গনহত্যার সৃষ্টি হয়। [৫][৬] চা শ্রমিকদের জীবনে সেই সময়টা এখনো "সংগ্রামের সময়" নামে পরিচিত। [৭] এই দিনে কালাগুল চা বাগানে গনহত্যা ও নারী নির্যাতন চালান হয়।[৪][৮][৯][১০][১১]

বর্ণনা সম্পাদনা

সিলেটের প্রাচীন চা বাগানগুলোর অন্যতম কালাগুল চা বাগান। বাগানে প্রবেশের পর পরই মেঠো পথধরে হাঁটতে হাঁটতে শোনা যায় কিচির-মিচির, যেন আপনাকে স্বাগত জানাতে  উল্লাসে মেতেছে নানা জাতের বুনো পাখি। [৩]

ভূপ্রকৃতি সম্পাদনা

সবুজ বনানীই হলো কালাগুল চা বাগান। চা বাগানের বুক ভেদ করে চলে গেছে দৃষ্টিনন্দন সড়ক। আকাশপথে যারা সিলেটে আসেন তাদের প্রথমেই স্বাগত জানায় এই চা-বাগান। বাগানে হাঁটলেই চোখে পড়বে কমলা, কাঁঠালসুপারি বাগান। এছাড়া ট্যাং ফল, আগর, রাবার, চন্দনসহ অনেক ওষুধি-শোভাবর্ধক বৃক্ষ রয়েছে বাগানটিতে। [৩]

কালীবাড়ী মন্দির সম্পাদনা

বাগানের পাশাপাশি কালাগুল সনাতন ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থান। সনাতন বিশ্বাস মতে, মহাদেব শিবপত্নী মা কালি বা সতীর গ্রীবাংশটি এখানে পড়েছিল। কালিবাড়ী মন্দিরে পাথর রূপে তা সংরক্ষিত। [৩]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. সিলেট জেলা, লাক্কাতুরা চা বাগান। "বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন"। 
  2. "সিলেটের কালাগুল চা বাগানে সন্ত্রাসী হামলা :: দৈনিক ইত্তেফাক"archive.ittefaq.com.bd (Bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২১ 
  3. "চলুন যাই কালাগুল চা বাগানে"NTV Online। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৩ 
  4. "চা বাগানে পাক গণহত্যা-পৈশাচিক বর্বরতা"RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৩ 
  5. সিলেটে গণহত্যা। – তাজুল মোহাম্মদ 
  6. যুদ্ধ ও নারী। – ড. এম এ হাসান 
  7. সিলেটের যুদ্ধকথা। – তাজুল মোহাম্মদ 
  8. BanglaNews24.com। "উপমহাদেশের প্রথম চা বাগানে"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৩ 
  9. চা বাগানে গণহত্যা : ১৯৭১। - লেখকঃ অপূর্ব শর্মা 
  10. মুক্তিযুদ্ধে বাংলাদেশের চা শ্রমিক। – দীপংকর মোহান্তে 
  11. মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ। – বায়জীদ খুরশীদ রিয়াজ 

বহিঃসংযোগ সম্পাদনা