কাওরাইদ ইউনিয়ন

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একটি ইউনিয়ন

কাওরাইদ ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

কাওরাইদ
ইউনিয়ন
৫ নং কাওরাইদ ইউনিয়ন পরিষদ
কাওরাইদ ঢাকা বিভাগ-এ অবস্থিত
কাওরাইদ
কাওরাইদ
কাওরাইদ বাংলাদেশ-এ অবস্থিত
কাওরাইদ
কাওরাইদ
বাংলাদেশে কাওরাইদ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৩′১৫″ উত্তর ৯০°২৬′৩১″ পূর্ব / ২৪.২২০৮৩° উত্তর ৯০.৪৪১৯৪° পূর্ব / 24.22083; 90.44194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগাজীপুর জেলা
উপজেলাশ্রীপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৫ বর্গকিমি (৬ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৯৪,৮৪৪
 • জনঘনত্ব৬,৩০০/বর্গকিমি (১৬,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৭৪৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান সম্পাদনা

উত্তর দিকে পাইথল ইউনিয়ন, উত্তর-পশ্চিম দিকে রাজৈ ইউনিয়ন, কাওরাইদ ইউনিয়নের পশ্চিমে দিকে হবিরবাড়ি ইউনিয়ন, দক্ষিণে বরমী ইউনিয়ন, পূর্বে নিগুয়ারী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক অঞ্চল সম্পাদনা

১৫ টি গ্রাম নিয়ে গঠিত কাওরাইদ ইউনিয়ন।

জনসংখ্যা সম্পাদনা

ইউনিয়নের জনসংখ্যা ৯৪,৮৪৪ জন

খাল ও নদী সম্পাদনা

  1. সুতিয়া নদী
  2. মাটি কাটা নদী

যোগাযোগব্যবস্থা সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা হিসাবে বাস ও ট্রেন আছে।

কাওরাইদের যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে, রেলগাড়ী। শ্রীপুর উপজেলা থেকে কাওরাইদ ইউনিয়ন পরিষদের দুরত্ব ১৩ কিঃ মিঃ। যাতায়াতের প্রধান মাধ্যম হিসাবে রয়েছে ট্রেন, সি.এন.জি ইত্যাদি।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

প্রাথমিক বিদ্যালয় সম্পাদনা

  1. কাওরাইদ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  2. যোগীরছিট সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৬৯)
  3. বাপতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. জাহাঙ্গীরপুর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. ৩৪ নং নান্দিয়া সাংগুন সরকারী প্রাথমিক সরকারী বিদ্যালয় ।

মাধ্যমিক বিদ্যালয় সম্পাদনা

  1. কাওরাইদ কে.এন উচ্চ বিদ্যালয় ।
  2. ত্রিমোহনী বি,ডি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ।
  3. হয়দেবপুর ডাঃ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় ।
  4. বলদীঘাট জান মাহমুদ সরকার উচ্চ বিদ্যালয় ।
  5. ধামলই উচ্চ বিদ্যালয় ।
  6. যোগীরছিট উচ্চ বিদ্যালয় ।

দর্শনীয় স্থান সম্পাদনা

রবীন্দ্র স্মৃতি বিজড়িত ডাক-বাংলোঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহে যাওয়ার পথে এ ডাক-বাংলোতে ( যা বর্তমানে ভুমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে) অবস্থান করেন।


কাওরাদি ব্রম্ম মন্দির ও স্মৃতি ফলকঃ

গুপ্ত পরিবারের বিখ্যাত ব্যক্তিদের স্মরণে মন্দির চত্বরে রয়েছে সতেরটি স্মৃতি ফলক। স্মৃতিফলকগুলো কলকাতার সরাইসেন্ট থেকে আনা মূল্যবান শ্বেত পাথরে নির্মিত।

স্মৃতিফলকে যাদের নাম রয়েছে তারা হলেন স্যার কে জি গুপ্ত, প্রসন্ন তারা গুপ্তা, কালীনারায়ণ গুপ্ত, অন্নদা সুন্দরী গুপ্তা, প্যারী মোহন গুপ্ত,

গঙ্গাগোবিন্দ গুপ্তা, বিনয় চন্দ্র গুপ্ত,হেমন্ত শশীগুপ্ত,সরলা সুন্দরী দেবী, বিমলা দাস,প্রাণকৃষ্ণ আচার্য, শশীভূষণ দত্ত,সরযুবালা সেন, মিহির কুমার সেন, হিমাংশু মোহন গুপ্ত, অতুল প্রসাদ সেন ও বিনোদ মণি গুপ্তা।



উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

Kali Narayan Gupta

  • স্যার কৃষ্ণগোবিন্দ গুপ্ত (কে.জি গুপ্ত) - ভাটপাড়া ও কাওরাইদের জমিদার,ভাইসরয়ের ইন্ডিয়ান কাউন্সিলের প্রথম ভারতীয় সদস্য।
  • অতুল প্রসাদ সেন কে ব্রহ্ম মন্দিরের পাশে সমাধিস্থলে তার চিতাভস্ম সমাহিত করা হয়।

ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদনা

  1. আঃ রাশেদ জামে মসজিদ জাহাঙ্গীরপুর।
  2. জাহাঙ্গীরপুর বাইতুন নুর জামে মসজিদ।
  • বাপতা বৈরাগবাড়ি জামে মসজিদ ।
  • বাপতা মধ্য-পূর্বপাড়া জামে মসজিদ ।
  • বাপতা পশ্চিমপাড়া পাঠানবাড়ি জামে মসজিদ ।
  • নান্দিয়া সাঙ্গুন মীরবাড়ি জামে মসজিদ ।
  • বয়ড়া পূর্ব পাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা ।
  • বয়রা জামে মসজিদ ।
  • কাওরাইদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এক নজরে কাওরাইদ ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ ডিসেম্বর ২০১৭। ৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯