কাঁচের দেয়াল

১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচিত্র

কাঁচের দেয়াল, ১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র। তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেন জহির রায়হান। ছবিটিতে অভিনয় করেছিলেন আনোয়ার হোসেন, সুমিতা দেবী, খান আতাউর রহমান প্রমুখ।[১]

কাঁচের দেয়াল
কাঁচের দেয়াল.jpg
ভিসিডি কভার
পরিচালকজহির রায়হান
প্রযোজকজহির রায়হান
রচয়িতাজহির রায়হান
চিত্রনাট্যকারজহির রায়হান
কাহিনিকারজহির রায়হান
উৎসকাঁচের দেয়াল (উপন্যাস)
শ্রেষ্ঠাংশেসুমিতা দেবী
আনোয়ার হোসেন
খান আতাউর রহমান
রানী সরকার
সুরকারখান আতাউর রহমান
চিত্রগ্রাহকআফজাল চৌধুরী
সম্পাদকএনামুল হক
প্রযোজনা
কোম্পানি
লিটল সিনে সার্কেল
মুক্তি
  • ১৮ জানুয়ারি ১৯৬৩ (1963-01-18)
দেশপাকিস্তান
পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
ভাষাবাংলা ভাষা

কাহিনী সংক্ষেপসম্পাদনা

 
কাঁচের দেয়াল চলচ্চিত্রের একটি দৃশ্যে আনোয়ার হোসেন, সুমিতা দেবী ও খান আতাউর রহমান ( বাম থেকে ডানে)

অসহায় এক তরুণী মামার বাড়িতে লালিত পালিত। মায়ের মৃত্যুর পর তার বাবা হয়ে যায় বাউন্ডুলে। মামার পরিবারে মেয়েটির লাঞ্ছনা গঞ্চনার শেষ নেই। তবে এক মামা ও মামাতো ভাই তাকে আলাদা চোখে দেখে। মেয়েটি হঠাত লটারীতে প্রচুর টাকা পেয়ে যায়। এ সময় মামার পরিবারে তার আদর যত্নও বেড়ে যায়। কিছুদিন পরেই সংবাদ আসে যে লটারি মিথ্যে। মেয়েটির ভাগ্যে আবার দুর্ভোগ নেমে আসে। শেষ পর্যন্ত বিদ্রোহ করে এবং বাড়ি থেকে কাঁচের দেয়াল ভেঙ্গে বেড়িয়ে পড়ে।

শ্রেষ্ঠাংশেসম্পাদনা

সঙ্গীতসম্পাদনা

কাঁচের দেয়াল চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন খান আতাউর রহমানশ্যামল বরণ মেয়েটি এই চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান।

পুরস্কারসম্পাদনা

'কাঁচের দেয়াল' ১৯৬৫ সালে পাকিস্তান চলচ্চিত্র উত্সবে ১টি পুরস্কার পায় এবং জহির রায়হান শ্রেষ্ঠ পরিচালকের সম্মাননাসহ কয়েকটি পুরস্কার পান।[১]

আরো দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. অনুপম হায়াত। "বাংলা চলচ্চিত্রের ইতিহাস"। 

বহিঃসংযোগসম্পাদনা