কলেজ ট্রেন বাংলাদেশ রেলওয়ের একটি লোকাল ট্রেন। ট্রেনটি বগুড়া জেলার সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন থেকে বগুড়া শহর হয়ে গাইবান্ধা জেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে।

কলেজ ট্রেন
সান্তাহার জংশনে প্রবেশ করছে কলেজ ট্রেন
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনলোকাল ট্রেন
স্থানবগুড়াগাইবান্ধা জেলা  বাংলাদেশ
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুসান্তাহার জংশন রেলওয়ে স্টেশন
বিরতি১৪ টি
শেষবোনারপাড়া রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব৮৫ কিঃমিঃ
যাত্রার গড় সময়৩ ঘন্টা
পরিষেবার হারদৈনিক
রেল নং৪৯১/৪৯২
যাত্রাপথের সেবা
শ্রেণীশোভন
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভার২৩/২৪ সিরিজ লোকোমোটিভ ও মিটারগেজ মেইল কোচ
ট্র্যাক গেজমিটারগেজ ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)

যাত্রাপথ

সম্পাদনা

এই ট্রেনটি বগুড়াগাইবান্ধা জেলার ভিতরে রেল পরিষেবা প্রদান করে থাকে। স্বল্প ভাড়ায় এই ট্রেনে স্থানীয় মানুষজন যাতায়াত করে থাকে।

যাত্রাবিরতি

সম্পাদনা

উক্ত ট্রেনটি লোকাল ট্রেন হ‌ওয়ায় যাত্রা পথে সকল স্টেশনেই যাত্রাবিরতি করে থাকে। তা হলো -

সময়সূচী

সম্পাদনা

কলেজ ট্রেনের সময়সূচি নিচে উল্লেখ করা হয়েছে -

নং উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ
৪৯২ বোনারপাড়া সকাল ০৭:০০ সান্তাহার সকাল ১০:১৫
৪৯১ সান্তাহার সন্ধ্যা ৬:৪০ বোনারপাড়া রাত ৯:৫০

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা