কলি আমিন মসজিদ, রংপুর
কলি আমিন মসজিদ, রংপুর বৃটিশ আমলের একটি মসজিদ, রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন এর ঐতিহ্যবাহী এ মসজিদ বৃটিশ আমলে স্থাপিত হিসাবে পরিচিত।[১][২][৩]
কলি আমিন মসজিদ, রংপুর | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | সুন্নি ইসলাম |
অবস্থান | |
অবস্থান | রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | বৃটিশ স্থাপত্য |
সম্পূর্ণ হয় | ১৮৪১ |
ধারণক্ষমতা | ১০০ সালাত আদায়কারী একসাথে সালাত আদায় করতে পারে |
অবস্থান
সম্পাদনামসজিদটি রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন এর মন্থনা নামক স্থানে অবস্থিত।[৪]
বর্ণনা
সম্পাদনাএ মন্থনা হাট থেকে ১ কি.মি. পশ্চিমে বড়াইবাড়ি পাকা রাস্তার পাশে এই দৃষ্টি নন্দন মসজিদটি অবস্থিত। মসজিদটির দৈর্ঘ্য ৫২ ফুট ও প্রস্থ ২১ ফুট। অলংকার ম-িত মসজিদটির ছাদে রয়েছে কারুকার্য খচিত ৩টি গম্বুজ। ৩টি গম্বুজের মাথায় রয়েছে ফুল সাদৃশ্য প্রায় ৪ ফুট উচু নকশা। মসজিদের প্রবেশ পথে রয়েছে গাম্ভির্যপূর্ণ তোরণ। মসজিদের দক্ষিণ পাশে রয়েছে সুউঁচ্চু আযানের মিনার। মসজিদটির ৪ কোণায় ৪টি এবং পূর্ব-পশ্চিমে মাঝখানে ছোট আকারের ৪টি গম্বুজ। মসজিদটি ১২৪৮ বঙ্গাব্দে/১৮৪১খ্রি. নির্মিত বলে জানা যায়। এটি নির্মাণ করেন মিয়া বাড়ির কলি আমিন ও দলি আমিন ভ্রাতৃদ্বয়। বর্তমানে মসজিদটির পশ্চিম পাশে ৩ তলা ফাউন্ডেশ দিয়ে আয়তন বৃদ্ধি করা হয়েছে। [৫] মসজিদটির গঠন শৈলী দেখে মনে হয় এটি মোঘল আমলের স্থাপত্যকলা অনুসরণ করা হয়েছে।[৬][৭] বর্তমানে মূল মসজিদ ঠিক রেখে পশি্চিমে নতুন করে মসজিদ বৃদ্ধি করা হয়েছে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ আলম, মাহমুদুল (২০১৩)। গংগাচড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য। রংপুর: লেখক সংসদ, রংপুর। পৃষ্ঠা ৮৫। আইএসবিএন 9789848923450।
- ↑ "বড়বিল ইউনিয়ন"। www.borobilup.rangpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০।
- ↑ "বত্রিশ লাখ জনসংখ্যার রংপুরে মসজিদ ৫ হাজার ১০৬টি"। Barta24। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০।
- ↑ "বড়বিল ইউনিয়ন"। www.borobilup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০।
- ↑ আলম (২০১৩)। গংগাচড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য। রংপুর: লেখক সংসদ, রংপুর। পৃষ্ঠা ৮৫। আইএসবিএন 9789848923450।
- ↑ "রংপুর জেলা"। www.rangpur.gov.bd। ২০২১-০৭-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০।
- ↑ "বড়বিল ইউনিয়ন"। www.borobilup.rangpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০।