কলি আমিন মসজিদ, রংপুর

কলি আমিন মসজিদ, রংপুর বৃটিশ আমলের একটি মসজিদ, রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন এর ঐতি

কলি আমিন মসজিদ, রংপুর বৃটিশ আমলের একটি মসজিদ, রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন এর ঐতিহ্যবাহী এ মসজিদ বৃটিশ আমলে স্থাপিত হিসাবে পরিচিত।[][][]

কলি আমিন মসজিদ, রংপুর
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নি ইসলাম
অবস্থান
অবস্থানরংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীবৃটিশ স্থাপত্য
সম্পূর্ণ হয়১৮৪১
ধারণক্ষমতা১০০ সালাত আদায়কারী একসাথে সালাত আদায় করতে পারে

অবস্থান

সম্পাদনা

মসজিদটি রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন এর মন্থনা নামক স্থানে অবস্থিত।[]

বর্ণনা

সম্পাদনা

এ মন্থনা হাট থেকে ১ কি.মি. পশ্চিমে বড়াইবাড়ি পাকা রাস্তার পাশে এই দৃষ্টি নন্দন মসজিদটি অবস্থিত। মসজিদটির দৈর্ঘ্য ৫২ ফুট ও প্রস্থ ২১ ফুট। অলংকার ম-িত মসজিদটির ছাদে রয়েছে কারুকার্য খচিত ৩টি গম্বুজ। ৩টি গম্বুজের মাথায় রয়েছে ফুল সাদৃশ্য প্রায় ৪ ফুট উচু নকশা। মসজিদের প্রবেশ পথে রয়েছে গাম্ভির্যপূর্ণ তোরণ। মসজিদের দক্ষিণ পাশে রয়েছে সুউঁচ্চু আযানের মিনার। মসজিদটির ৪ কোণায় ৪টি এবং পূর্ব-পশ্চিমে মাঝখানে ছোট আকারের ৪টি গম্বুজ। মসজিদটি ১২৪৮ বঙ্গাব্দে/১৮৪১খ্রি. নির্মিত বলে জানা যায়। এটি নির্মাণ করেন মিয়া বাড়ির কলি আমিন ও দলি আমিন ভ্রাতৃদ্বয়। বর্তমানে মসজিদটির পশ্চিম পাশে ৩ তলা ফাউন্ডেশ দিয়ে আয়তন বৃদ্ধি করা হয়েছে। [] মসজিদটির গঠন শৈলী দেখে মনে হয় এটি মোঘল আমলের স্থাপত্যকলা অনুসরণ করা হয়েছে।[][] বর্তমানে মূল মসজিদ ঠিক রেখে পশি্চিমে নতুন করে মসজিদ বৃদ্ধি করা হয়েছে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. আলম, মাহমুদুল (২০১৩)। গংগাচড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য। রংপুর: লেখক সংসদ, রংপুর। পৃষ্ঠা ৮৫। আইএসবিএন 9789848923450 
  2. "বড়বিল ইউনিয়ন"www.borobilup.rangpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০ 
  3. "বত্রিশ লাখ জনসংখ্যার রংপুরে মসজিদ ৫ হাজার ১০৬টি"Barta24। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০ 
  4. "বড়বিল ইউনিয়ন"www.borobilup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০ 
  5. আলম (২০১৩)। গংগাচড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য। রংপুর: লেখক সংসদ, রংপুর। পৃষ্ঠা ৮৫। আইএসবিএন 9789848923450 
  6. "রংপুর জেলা"www.rangpur.gov.bd। ২০২১-০৭-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০ 
  7. "বড়বিল ইউনিয়ন"www.borobilup.rangpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১০