বড়বিল ইউনিয়ন

রংপুর জেলার গংগাচড়া উপজেলার একটি ইউনিয়ন

বড়বিল ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার গংগাচড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[][] এটি ৩৪.৫৫ কিমি২ (১৩.৩৪ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৪২,৮২৯ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৫টি ও মৌজার সংখ্যা ১৫টি।[]

বড়বিল ইউনিয়ন
ইউনিয়ন
২ নং বড়বিল ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলারংপুর জেলা
উপজেলাগংগাচড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৩৪.৫৫ বর্গকিমি (১৩.৩৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪২,৮২৯
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নামকরণ

সম্পাদনা

এই ইউনিয়নে ৯.৫০ একরের একটি বৃহৎ বিল আছে। এটি থেকে ইউনিয়নের নাম বড়বিল রাখা হয়।

প্রশাসনিক বিভাগ

সম্পাদনা

ইউনিয়নের ৮টি মৌজার নাম যথাক্রমে:

  • মনিরাম
  • বড়বিল
  • পাকুড়িয়া শরীফ
  • দক্ষিণ পানাপুকুর
  • উত্তর পানাপুকুর
  • ঘাঘটটারী
  • ঠাকুরদহ
  • বাগপুর

গ্রামগুলি হল:[]

  • বড়বিল পূর্ব
  • বড়বিল মধ্য
  • মনিরাম
  • পাকুড়িয়া
  • পশ্চিম বড়বিল
  • ঠাকুড়াদহ
  • বাগপুর
  • উত্তর পানাপুকুর
  • দক্ষিণ পানাপুকুর
  • ঘাঘটটারী

দর্শনীয় স্থান

সম্পাদনা

এখানকার দর্শনীয় স্থান হচ্ছে : ৪শত বৎসরের ভোলানাথের বিশাল পুকুর, বড়বিল, ঠাকুরদহ জোড় মন্দিরের ধ্বংসাবশেষ ও বড়বিল কলি আমিন ও দলি আমিন জামে মসজিদ।

অন্যান্য

সম্পাদনা

এখানে ১০টি ইদগাহ, ১১টি কবরস্থান, ৩টি আশ্রম, ৩টি শ্মশান ও ৩টি ক্রীড়া সংগঠন আছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বেতগাড়ী ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  2. "Union Parishad List"Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  3. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  4. "গ্রাম ভিত্তিক লোক সংখ্যা"borobilup.rangpur.gov.bd। ২৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা