কনকাপৈত ইউনিয়ন
কনকাপৈত বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চৌদ্দগ্রাম উপজেলার একটি ইউনিয়ন।
কনকাপৈত | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
বাংলাদেশে কনকাপৈত ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১০′৪২″ উত্তর ৯১°১৭′১৩″ পূর্ব / ২৩.১৭৮৩৩° উত্তর ৯১.২৮৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | চৌদ্দগ্রাম উপজেলা ![]() |
আসন | ২৫৯(চৌদ্দগ্রাম১১) |
সরকার | |
• সাবেক রেলপথও ধর্মমন্ত্রী,জাতীয় সংসদের সাবেক হুইপ। | মোঃ মুজিবুল হক (বাংলাদেশ আওয়ামীলীগ) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৫০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন সম্পাদনা
১৭.৫ বর্গ কিলোমিটার
জনসংখ্যা সম্পাদনা
৫০,০০০/- প্রায়
অবস্থান ও সীমানা সম্পাদনা
চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ-মধ্যাংশে কনকাপৈত ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে মুন্সিরহাট ইউনিয়ন; পূর্বে বাতিসা ইউনিয়ন; দক্ষিণে চিওড়া ইউনিয়ন এবং পশ্চিমে নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন, রায়কোট দক্ষিণ ইউনিয়ন ও রায়কোট ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো সম্পাদনা
কনকাপৈত ইউনিয়ন চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চৌদ্দগ্রাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামসমূহ হল:
- করপাটি
- মরকটা
- আগুনশাইল
- মাসকরা
- চন্দ্রপুর
- কোমারডোগা
- তারাশাইল
- দুর্গাপুর
- জঙ্গলপুর
- বুদ্দিন
- কনকাপৈত
- জাগজুর
- পাঠানপাড়া
- ভানুশ্বর
- মলিয়ারা
- পদুয়া
- আতাকরা
- সুবর্ণপুর
- বসকরা
- কালকোট
- দৌলতপুর
- পন্নারা
- লাউলাইশ
- কাগাইশ
- ভুলকরা
- সাজানপুর
- হিঙ্গুলা
শিক্ষা ব্যবস্থা সম্পাদনা
এখানে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা ,বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া অনেক গুলো শিশু শিক্ষা প্রতিষ্ঠান যেমন নুরানি মাদ্রাসা, কিন্ডারগার্ডেন ইত্যাদি।
শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা
- কলেজ
- আলহাজ্ব নূর মিয়া বিশ্ববিদ্যালয় ও কলেজ
- মাদ্রাসা
- করপাটি আদর্শ মিশন মহিলা মাদ্রাসা
- কনকাপৈত ইসলামিয়া মাদ্রাসা
- মরকটা ইসলামিয়া আলিম মাদ্রাসা
- ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসা
- আতাকরা হাজী সিরাজুল ইসলাম মহিলা মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- কনকাপৈত মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়
- হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয়
- তারাশাইল উচ্চ বিদ্যালয়
- মরকটা রাবেয়া আরশাদ উচ্চ বিদ্যালয়
- করপাটি হাজী মনিরউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- মরকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কোমারডোগা(দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আগুনশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাসকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হিঙ্গুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কনকাপৈত(বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কনকাপৈত(বালিকা) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জাগজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ভায়া বাতিসা তারাশাইল সড়ক
শাহ ফখরুদ্দিন সড়ক
খাল ও নদী সম্পাদনা
কনকাপৈত ইউনিয়ন ডাকাতিয়া নদী তীরে অবস্থিত। এই ইউনিয়ন পরিষদের এ ১টি নদী ও ১৩টি খাল রয়েছে।
হাট-বাজার সম্পাদনা
- কনকাপৈত বাজার।
- তারাশাইল বাজার।
- হিংগুলা বাজার।
- আকাব বাজার
(আতাকরা,কালকোট,বশকরা)
- একতা বাজার।
- করপাটি বাজার
- মরকটা বাজার
দর্শনীয় স্থান সম্পাদনা
- চানখাঁর দীঘি
- মরকটা ব্রিজ
- বসকরা-কোমারডোগা সংযোগ সড়ক
জনপ্রতিনিধি সম্পাদনা
- বর্তমান চেয়ারম্যান: মোঃ জাফর ইকবাল
আরও দেখুন সম্পাদনা
- গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব-
০১— কাজী জাফর আহমেদ (সাবেক প্রধানমন্ত্রী)
০২— কাজী জহিরুল কাইয়ুম বাচ্চু (সাবেক সংসদ সদস্য)
০৩— বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক এমপি (সাবেক হুইপ,ধর্ম ও রেলপথমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য)
০৪— কবি ড.কামাল আবু নাছের চৌধুরী (প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, সাবেক সচিব,জনপ্রশাসন মন্ত্রনালয়)
০৫— প্রকৌশলী ওয়াহিদুর রহমান (সাবেক প্রধান প্রকৌশলী,এলজিএইডি)
তথ্যসূত্র সম্পাদনা
বহিঃসংযোগ সম্পাদনা
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |