হিন্দু পুরাণে, কদ্রু (IAST: Kadrū) ছিলেন দক্ষের কন্যা। মহার্ষি কশ্যপ, কদ্রু সহ দক্ষের আরো বারো কন্যাকে বিবাহ করেছিলেন।[১] কশ্যপের পিতা মিরিচি ছিলেন ব্রহ্মার মানষপুত্র। কদ্রু সহস্র নাগের মাতা ছিলেন।

কদ্রু
The Mother of the Nagas
ব্যক্তিগত তথ্য
মাতাপিতাদক্ষ and পঞ্চযোনি
সহোদরঅদিতি, দানু, দিতি, কালিকা, কপিলা, স্বাতি ইত্যাদি।
সঙ্গীকশ্যপ
সন্তানহাজার ডিম্ব থেকে জন্ম নেয়া নাগ, ইড়াবতী। born of a thousand eggs including:
Sons: Śeṣa, Vāsuki, etc.
Daughters: Manasā, Irāvatī

মহর্ষি কশ্যপ কদ্রু ও তার বোন বিনতার সেবায় তুষ্ট হয়ে তাদেরকে বর দিতে চান। কদ্রু তখন সহস্র বীর নাগপুত্রের বর চান। আর বিনতা সগস্র নাগপুত্রের চেয়েও শক্তিশালী দুইটি পুত্র প্রার্থনা করেন। কদ্রু এক সহস্র নাগ শিশুর জন্ম দেন। আর তার বোন, (তিনিও কশ্যপের স্ত্রী ছিলেন) অরুন ও গড়ুর নামে দুই পুত্রের জন্ম দেন।

পাঁচ হাজার বছর পর ডিম থেকে সহস্র পুত্রের জন্ম হয়।[২] এই সহস্র পুত্রের মধ্যে বাসুকী, শেষনাগতক্ষক এই তিন চরিত্র অধিক পরিচিত।.[৩] পৃথিবীর সকল শাপ এই সহস্র নাগেরই বংশধর। কদ্রুর সহস্র পুত্রের জন্ম হবার পরও নিজের পুত্রদের জন্ম না হওয়ায় বিনতা ধৈর্য়্য হারিয়ে ফেলেন এবং একটি ডিম ভেঙে ফেলেন। সেখান থেকে অর্ধ দেহ নিয়ে এক পুত্রের জন্ম হয়। তার নাম হয় অরুন। বিকলাঙ্গ শরীর নিয়ে জন্মাবার জন্য অরুন তার মাতাকে অভিশাপ দেন যে, তিনি কদ্রুর দাসী হবেন। তার দ্বিতীয় পুত্র, গড়ুর জন্মাবার সেই দাসত্বের অবসান হবে।[৪] তার এই পুত্র ছিলেন অরুন, সে ছিল সূর্য়্য দেবের সারথী। [২] এরপর পাঁচ হাজার বছর পর শক্তিশালী গড়ুরের জন্ম হয়।[৫]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Daksha's Offspring - Brahma_purana - Glorious India"www.gloriousindia.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৯ 
  2. Banker 2012, পৃ. 173।
  3. Söhnen ও Schreiner 1989, পৃ. 7।
  4. Mani 1975, পৃ. 363–64।
  5. Banker 2012, পৃ. 174।