কচুকাটা ইউনিয়ন

নীলফামারী জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

কচুকাটা ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার নীলফামারী সদর উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১]

কচুকাটা
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলানীলফামারী জেলা
উপজেলানীলফামারী সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
স্থাপিত১৯৬৪
সরকার
 • ইউপি চেয়ারম্যানআব্দুর রউফ চৌধুরী
জনসংখ্যা (২০১১)
 • মোট২৬,৫০৬
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন সম্পাদনা

কচুকাটা ইউনিয়ন রংপুর বিভাগের নীলফামারী সদর উপজেলায় অবস্থিত। নীলফামারী সদর থেকে ১২ কিলোমিটার পূর্বে কচুকাটা ইউনিয়ন অবস্থিত। এ ইউনিয়নের আয়তন ০৮.৩৮ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

কচুকাটা ইউনিয়ন ৪টি মৌজা/৯টি গ্রাম নিয়ে গঠিত। গ্রাম সমূহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।[২]

গ্রাম সমূহ-

  • কচুকাটা বড়বাড়ী
  • দক্ষিণ দোনদরী
  • দুহুলী
  • উত্তর দোনদরী
  • কচুকাটা
  • কচুকাটা ভরটপাড়া
  • কচুকাটা হাজীপাড়া
  • তালুক মানুষমারা
  • উত্তর মহব্বত বাজিত পাড়া
  • দক্ষিণ মহব্বত বাজিত পাড়া

জনসংখ্যা সম্পাদনা

কচুকাটা ইউনিযনের মোট জনসংখ্যা = ২৬,৫০৬ জন।[৩]

  • নারী =
  • পুরুষ =

শিক্ষা সম্পাদনা

এ ই্উনিয়নের শিক্ষার হার ৭৯%। ইউনিয়নে ৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৭টি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা রয়েছে।

অর্থনীতি সম্পাদনা

কচুকাটা ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

দর্শনীয় স্থান সম্পাদনা

চারালকাটা নদী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কচুকাটা ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন 
  2. কচুকাটার প্রশাসনিক বিন্যাস[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] ইউনিয়ন তথ্য বাতায়ন
  3. "সংগলশীর জনসংখ্যা"www.lcgbangladesh.org। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা