ক
ক (আ-ধ্ব-ব: [k], প্রাচীন ব্রাহ্মীরূপ:𑀓) হলো বাংলা বর্ণমালার প্রথম ব্যঞ্জনবর্ণ এবং ১৬তম বর্ণ।‘ক’ হলো একটি পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ।
ক এমন একটি বর্ণ, যা ইংরেজি কে (K), সি (C), কিউ (Q)-এর বাংলা রুপ।এর দেবনাগরী রূপটি হলো क ।
ব্যঞ্জন সন্ধিতে কসম্পাদনা
ক+অ=গ(দিক+অন্ত=দিগন্) ক+ছ=চ্ছ(কথা+ছলে=কথাচ্ছল) ক+দ=গ+দ(বাক+দান=বাগদান) ম+ক=ঙ+ক(শম+কা=শঙ্কা) ক+ন=গঙ+ন(দিক্+নির্ণয়=দিগ্্নির্ণয়/দিঙ্্নির্ণয়)
বর্ণনাসম্পাদনা
'ক' হলো বাংলা বর্ণমালার প্রথম বর্ণ এবং একই সাথে ব্রাহ্মী বর্ণমালারও প্রথম বর্ণ। এর আদিরূপ যোগ চিহ্নসদৃশ। বাংলা ভাষায়'ক' আদ্যক্ষর রূপে বহুল ব্যবহৃত। ক-বর্গীয় ধ্বনিরও প্রথম ধ্বনি 'ক'। কখনো কখনো এই বর্ণটি গণিতে অজ্ঞাত রাশি প্রকাশ করতে ব্যবহার করা হয়।
ক
ব্যবহারসম্পাদনা
স্বরবর্ণ | ক'র সাথে যুক্ত হলে |
---|---|
অ | ক |
আ | কা |
ই | কি |
ঈ | কী |
উ | কু |
ঊ | কূ |
ঋ | কৃ |
এ | কে |
ঐ | কৈ |
ও | কো |
ঔ | কৌ |
যুক্তবৰ্ণসম্পাদনা
পৃথকরূপে | যুক্তরূপ | শব্দ |
---|---|---|
ক্ + ক | ক্ক | ছক্কা |
ক্ + ট | ক্ট | অক্টোবর |
ক্ + ত | ক্ত | রক্ত |
ক্ +ত + র | ক্ত্র | বক্ত্র |
ক্ + ব | ক্ব | পক্ব |
ক্ + ম | ক্ম | রুক্মিনী |
ক্ + য | ক্য | বাক্য |
ক্ + র | ক্র | বক্র |
ক + ল | ক্ল | ক্লেশ |
ক্ + ষ | ক্ষ | ক্ষমা |
ক্ + ষ+ ণ | ক্ষ্ণ | তীক্ষ্ণ |
ক্ + ষ+ ম | ক্ষ্ম | সূক্ষ্ম |
ক্ + ষ+ য | ক্ষ্য | ভক্ষ্য |
ক্ + স | ক্স | বাক্স |
•কিছু যুক্তবর্ণ ইংরেজি শব্দের জন্য সৃষ্টি হয়েছে।যেমন: ক্ + ট = ক্ট।
•কিছু যুক্তবর্ণ সংস্কৃত ভাষায় ছিল।বাংলায় তা আর ব্যবহৃত নয়।যেমন:ক্ + ন = ক্ন।
ধ্বনিগত বৈশিষ্ট্যসম্পাদনা
'ক'কে প্রথাগতভাবে কন্ঠ্যধ্বনি বলা হয়। তবে এর উচ্চারণস্থান জিহ্বামূল বা পশ্চাত্তালু।[১] ক ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস ধীরে সংযোজিত হয়।তাই এটি অল্পপ্রাণ ধ্বনি। ক উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না বিধায় এটি অঘোষ ধ্বনি।
উদাহরণসম্পাদনা
- কই
- কংস
- কক্ষ
- কঙ্ক
- কত
- কথা
- কাক
- কাকা
- কি
- কিল
- কিছু
- কী
- কীট
- কণ্টক
- কণ্ঠ
- কপাল
- কবি
- কাব্য
- কামড়
- কাম
- কলা
- কামাই
- কায়দা
- কায়িক
- কাজ
- কান্ত
- কান্না
- কাপড়
- কাবাব
- কাবুব
- কাব্য
- কার্যক্রম
- কার্য
- কারাবাস
- কার্যভার
- কার্যকারী
- কার্যকালাপ
- কার্পাস
- কষ্ট
- কষা
- কহা
- কল্য
- কল্যাণ
কম্পিউটিং কোডসম্পাদনা
অক্ষর | ক | |
---|---|---|
ইউনিকোড নাম | বাংলা অক্ষর ক | |
এনকোডিং | দশমিক | হেক্স |
ইউনিকোড | 2453 | U+0995 |
ইউটিএফ-৮ | 224 166 149 | E0 A6 95 |
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র | ক | ক |
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ আবদুল হাই, মুহম্মদ। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ঢাকা।