ওয়াল্টার হেন্ড্রিক গোস্তাভ লুইন (জন্মঃ ২৯ জানুয়ারি, ১৯৩৬) একজন ডাচ জ্যোতির্পদার্থ বিজ্ঞানী এবং ম্যাসাচুসেট ইনষ্টিটিউট অব টেকনলজীর পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক। লুইন ১৯৬৫ সালে ডেল্ফট ইউনিভার্সিটি অব টেকনলজী থেকে নিউক্লিয় পদার্থ বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৬৬ সালের শুরু থেকে ম্যাসাচুসেট ইনষ্টিটিউট অব টেকনলজীর পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করে ২০০৯ সালে ৪৩ বছর অধ্যাপনার অবসান ঘটিয়ে অবসর গ্রহণ করেন।

ওয়াল্টার এইছ জি লুইন
২০১১ সালের ১৬ মে' তারিখে, এম আই টিতে "For the Love of Physics", শীর্ষক তার অন্তিম ভাষণ প্ৰদানকালে লুইনকে দেখা যাচ্ছে৷ এই ভাষণের ভিডিওটি প্রায় ১.৫ লক্ষ বার প্রদর্শিত হয়েছে।
জন্ম (1936-01-29) ২৯ জানুয়ারি ১৯৩৬ (বয়স ৮৮)
জাতীয়তাডাচ
মাতৃশিক্ষায়তনডেল্ফট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পুরস্কারNASA Award for Exceptional Scientific Achievement (1978)


Alexander von Humboldt Award (1984 and 1991)


Guggenheim Fellowship (1984)


MIT Science Council Prize for Excellence in Undergraduate Teaching (1984)


W. Buechner Teaching Prize (1988)


Everett Moore Baker Memorial Award for Excellence in Undergraduate Teaching (2003)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজ্যোতির্পদার্থ বিজ্ঞান, Physics
প্রতিষ্ঠানসমূহMIT

জ্যোতির্পদার্থ বিজ্ঞানে লুইন এর অবদানসমূহের মধ্যে প্রথম ধীর গতির নিউট্রন ঘূৰ্ণন তারার মাধ্যমে সর্ব-আকাশ বেলুন নিরীক্ষণ এবং কৃত্রিম উপগ্রহ ও পর্যবেক্ষণের মাধ্যমে অনুসন্ধানী কাজে এক্স-রের উপস্থিতি নিয়ে গবেষণা অন্যতম। লুইন পাঠদানের জন্য পুরস্কারে ভূষিত হয়েছেন এবং পদার্থ বিজ্ঞানের ওপর বক্তৃতা প্রদান এবং edX ও এমআইটি মুক্ত শিক্ষা ব্যবস্থায় শিক্ষাদানের জন্য পরিচিত হয়ে আছেন। এই বক্তৃতাসমূহের ভিডিওগুলি বছরে প্রায় দুই মিলিয়ন বার দেখা হয়।

২০১৪ সালে, এমআইটি নিরূপণ করে যে লুইন একজন অনলাইন শিক্ষানবিশ কে যৌনহয়রানি করেছেন; এর পরিপ্রেক্ষিতে, এমআইটি তার শিক্ষামাধ্যম থেকে লুইনের বক্তৃতাসমূহ সরিয়ে ফেলে এমনকি লুইন এর সাথে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে।[১][২]

প্রাথমিক জীবন এবং শিক্ষা সম্পাদনা

লুইনের বাবার নাম ওয়াল্টার সাইমন লুইন এবং মায়ের নাম পিটারনেলা জোহান্না ভান ডার ট্যংগ। ১৯৩৬ সালে নেদারল্যান্ডের হুগো তে তিনি জন্মগ্রহণ করেন। লুইনের শৈশবকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নাৎজীরা নেদারল্যান্ডের শাসনভার তাদের অধীনে নিয়ে নেয় ।[৩] লুইনের দাদা গুস্তাভ লুইন এবং দাদী এমা লুইন ১৯৪২ সালে অছউইট্জ এ স্তম্ভিত হয়ে পড়েন।[৪] ইহুদী হওয়ায় লুইনের বাবা সেইসময় নিজের পরিবারের সুরক্ষার্থে কাউকে না বলে, নিজের মাতৃকোলে শিশুটির দায়িত্ব অর্পণ করে সন্ধানহীন হয়ে পড়েন।[৩][৫]

১৯৬০ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত লিবানন লিচাম ইন রটেরড্যামে লুইন পদার্থ বিজ্ঞানের শিক্ষকরূপে যোগদান করেন। সেইসময় তিনি ডেল্ফট ইউনিভার্সিটি অব টেকনলজীতে নিম্নশক্তিস্তরের নিউক্লীয় পদার্থ বিজ্ঞানের গবেষণা শুরু করে ১৯৬৫ সালে সেখান থেকেই ডক্টরেট ডিগ্রী লাভ করেন ।

একাডেমিক ক্যারিয়ার সম্পাদনা

১৯৬৬ সালের জানুয়ারি মাসে লুইন এমআইটিতে পোস্ট-ডক্টরাল পদে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরে পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক হন এবং ১৯৭৪ সালে তিনি পূর্ণকালীন অধ্যাপক হিসেবে উন্নীত হন।[৬]

পুরস্কার সম্পাদনা

  • 1978 – ব্যতিক্রমী বৈজ্ঞানিক অর্জনের জন্য নাসা পুরস্কার
  • 1984 – Alexander von Humboldt Award
  • 1984 – Guggenheim Fellowship
  • 1984 – আন্ডারগ্রাড শিক্ষকতায় দুর্দান্ত কাজ করায় MIT Science Council Prize
  • 1988 – MIT Department of Physics W. Buechner Teaching Prize
  • 1991 – Alexander von Humboldt Award (আবারো)
  • 1997 – the Discovery of the Bursting Pulsar এর জন্য NASA Group Achievement Award
  • 2003 – আন্ডারগ্রাড শিক্ষকতায় দুর্দান্ত কাজ করায় MIT Everett Moore Baker Memorial Award
  • 2011 – OpenCourseWare Excellence (ACE) এর জন্য প্রথম Educator Award প্রাপ্ত

যৌন হয়রানীর অভিযোগ সম্পাদনা

২০১৪ সালের ডিসেম্বরের শুরুর দিকে এমআইটি ঘোষণা দেয় যে লুইন MITx এর একটি অনলাইন শিক্ষাকার্যক্রমে অনলাইনে যৌন নিপীড়ন করেন। [৭] Inside Higher Ed বলে ঐ নারী বহু নারীদের মধ্যে একজন ছিলেন। এর তদন্তের পর এমআইটি লুইনের প্রফেসর এমিরেটাস উপাধিটি বর্জন করে নেয়। [৮]

প্রকাশনা সম্পাদনা

বই সম্পাদনা

জার্নাল সম্পাদনা

তিনি প্রায় ৪৫০ জার্নাল আর্টিকেল প্রকাশ করেছেন, নিচে তার কিছু দেওয়া হলো -

তথ্যসূত্র সম্পাদনা

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Globe_MIT_removes_lectures নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Tech_harassment নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. Jennifer Chu (মে ১৮, ২০১১)। "A labor of love"MIT News 
  4. Lewin, Walter; Goldstein, Warren (২০১১)। For the Love of Physics: From the End of the Rainbow to the Edge of Time – A Journey Through the Wonders of Physics। Simon and Schuster। পৃষ্ঠা 11 12। আইএসবিএন 978-1-4391-0827-7 
  5. Kim Clark (জানুয়ারি ১০, ২০০৮)। "A New Physics Superstar"US News & World Report 
  6. Instructor Profile: Walter Lewin at MIT OpenCourseWare (archived 2009)
  7. "MIT removes professor's online lectures after harassment charge"The Boston Globe। Archived from the original on ৯ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১ 
  8. "MIT cuts ties with Walter Lewin after online harassment probe"The Tech