এ বি এম আজাদ

বাংলাদেশের সচিব

এ বি এম আজাদ এনডিসি (জন্ম:১৪ এপ্রিল ১৯৬৪ খ্রি.) বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা যিনি বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন।। পূর্বে তিনি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।[১]

এ বি এম আজাদ এনডিসি
চেয়ারম্যান
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩১ মে ২০২১
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীআবু বকর ছিদ্দীক
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1964-04-14) ১৪ এপ্রিল ১৯৬৪ (বয়স ৫৯)
শাহবাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

প্রাথমিক জীবন সম্পাদনা

আজাদ ১৯৬৪ খ্রিষ্টাব্দের ১৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুস সাকুর এবং মা আসিয়া খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বিকম (সম্মান) এবং এমকম ডিগ্রি লাভ করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

এ বি এম আজাদ বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত ছিলেন। তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাল্যবিবাহ রোধে কুড়িগ্রাম জেলায় গৃহীত প্রকল্পের জন্য ২০১৮ খ্রিষ্টাব্দে তিনি জনপ্রশাসন পদক লাভ করেন। বাণিজ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন ছাড়াও তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সচিব এবং পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।[৩] তিনি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ছিলেন।[৪]

২০২১ খ্রিষ্টাব্দের মে মাসে সচিব পদে পদোন্নতি দিয়ে আজাদকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।[৫][৬] ৬ এপ্রিল ২০২৩ সালে তার অবসরোত্তর ছুটি বাতিল করে পরবর্তী এক বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।[৭][৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বিপিসির নতুন চেয়ারম্যান এ বি এম আজাদ"কালের কণ্ঠ। ১৯ মে ২০২১। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৩ 
  2. "বিপিসির নতুন চেয়ারম্যান এবিএম আজাদের কর্মস্থলে যোগদান"বাংলাদেশ প্রতিদিন। ৭ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৩ 
  3. "এ বি এম আজাদ এনডিসি-এর জীবনবৃত্তান্ত"বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। ৩০ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৩ 
  4. "চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার আজাদ"জাগোনিউজ২৪। ২০২০-০১-২৭। 
  5. "সেতু বিভাগে নতুন সচিব, পেট্রোলিয়াম কর্পোরেশনে চেয়ারম্যান"জাগোনিউজ২৪। ১৮ মে ২০২১। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৩ 
  6. "পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান এ বি এম আজাদ"ঢাকাটাইমস। ১৮ মে ২০২১। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৩ 
  7. "এ বি এম আজাদ, এনডিসি (৫৫২৮) কে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত" (পিডিএফ)জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০২৩-০৪-০৬। 
  8. "আরও এক বছর বিপিসির চেয়ারম্যান থাকছেন এ বি এম আজাদ"সমকাল। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৩