আবু বকর ছিদ্দীক

বাংলাদেশের সচিব

আবু বকর ছিদ্দীক বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

আবু বকর ছিদ্দীক
চেয়ারম্যান
ভূমি সংস্কার বোর্ড
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩ জানুয়ারি ২০২২
পূর্বসূরীসোলেমান খান
সচিব
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
কাজের মেয়াদ
২ জানুয়ারি ২০২২ – ২ জানুয়ারি ২০২৩
পূর্বসূরীমাহবুব হোসেন
উত্তরসূরীসোলেমান খান
ব্যক্তিগত বিবরণ
জন্মলাকসাম, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পিতামাতামৌলভী ইউনুস মিয়া (পিতা) রোকেয়া খাতুন (মাতা)
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
পেশাসিনিয়র সচিব, সরকারি কর্মকর্তা

প্রাথমিক জীবন সম্পাদনা

ছিদ্দীক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি গভর্নেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ে আন্তর্জাতিক ডিপ্লোমা অর্জন করে তিনি দ্য চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিওরমেন্ট অ্যান্ড সাপ্লাইয়ের (সিআইপিএস) সদস্যপদ লাভ করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

আবু বকর ছিদ্দীক বিসিএস প্রশাসন ক্যাডারের ৯ম ব্যাচের একজন কর্মকর্তা। প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। সচিব পদে পদোন্নতি লাভের পর তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৩][৪][৫] বর্তমানে তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।[৬] এই পদে দায়িত্বরত অবস্থায় ২০২৩ সালের ১২ এপ্রিল তিনি সিনিয়র সচিব পদে পদোন্নতি পান।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আবু বকর ছিদ্দীক নতুন শিক্ষা সচিব"ঢাকা পোস্ট। ২০ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২২ 
  2. "নতুন শিক্ষা সচিব হলেন আবু বকর ছিদ্দীক"দ্য ডেইলি ক্যাম্পাস। ২০ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২২ 
  3. "বিপিসির চেয়ারম্যান হলেন আবু বকর ছিদ্দীক"সমকাল। ২২ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২২ 
  4. "সেতু বিভাগে নতুন সচিব মো. আবু বকর ছিদ্দীক"সারাবাংলা। ৩১ মে ২০২১। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২২ 
  5. "মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিবের যোগদান"জাগোনিউজ২৪.কম। ২ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২২ 
  6. "মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় নতুন সচিব সোলেমান খান"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩১ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৩ 
  7. "সিনিয়র সচিব হলেন আবু বকর ছিদ্দীক"জাগোনিউজ২৪.কম। ১২ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৩