উবার কাপ বা বিশ্ব মহিলা দলীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হল জাতীয় মহিলা ব্যাডমিন্টন দলগুলির মধ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতা। প্রাক্তন ব্রিটিশ ব্যাডমিন্টন খেলোয়াড় বেটি উবার এই প্রতিযোগিতার সূচনা করেন ও তার নামেই প্রতিযোগিতার নাম।[][] ১৯৫৬ সালে প্রতিষ্ঠার সময় এটি তিন বছর অন্তর অন্তর খেলা হত। ১৯৮৪ সালে থমাস কাপ প্রতিযোগিতা এর সাথে জুড়ে যায় ও একই সময়ে ও স্থানে খেলা হতে থাকে, তখন থেকে দুবছর অন্তর খেলা হয়। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ২০০৭ সালে প্রতিযোগিতা দুটিকে পুনরায় আলাদা করে আয়োজন করার চেষ্টা করলেও পরে সেই আবেদন বাতিল ঘোষিত হয়।[]

উবার কাপ
চলতি মৌসুম বা প্রতিযোগিতা:
২০২২ থমাস ও উবার কাপ
খেলাব্যাডমিন্টন
প্রতিষ্ঠাকাল১৯৫৭
দলের সংখ্যা১৬
দেশ(সমূহ)বিডব্লিউএফ সদস্য দেশসমূহ
বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া (২য় শিরোপা)
সর্বোচ্চ শিরোপা চীন (১৫টি শিরোপা)
বেটি উবার (ডানদিকে)

১৯৫৬ সালে প্রথম আসরের সময় ট্রফিটি উদ্বোধন করা হয়। লন্ডনের বিখ্যাত কারিগর ম্যাপিন ও ওয়েব এটি তৈরী করেন। এটি ২০ ইঞ্চি লম্বা ও উপরে ঘূর্ণায়মান পৃথিবী ও শাটলককের ওপর একজন মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় দণ্ডায়মান।

১৯৫৭–১৯৮১

সম্পাদনা
বছর[] আয়োজক ফাইনাল
চ্যাম্পিয়ন ফলাফল রানার্স-আপ
১৯৫৭ ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড  
মার্কিন যুক্তরাষ্ট্র
৬–১  
ডেনমার্ক
১৯৬০ ফিলাডেলফিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র  
মার্কিন যুক্তরাষ্ট্র
৫–২  
ডেনমার্ক
১৯৬৩ উইলমিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র  
মার্কিন যুক্তরাষ্ট্র
৪–৩  
ইংল্যান্ড
১৯৬৬ ওয়েলিংটন, নিউজিল্যান্ড  
জাপান
৫–২  
মার্কিন যুক্তরাষ্ট্র
১৯৬৯ টোকিও, জাপান  
জাপান
৬–১  
ইন্দোনেশিয়া
১৯৭২ টোকিও, জাপান  
জাপান
৬–১  
ইন্দোনেশিয়া
১৯৭৫ জাকার্তা, ইন্দোনেশিয়া  
ইন্দোনেশিয়া
৫–২  
জাপান
১৯৭৮ অকল্যান্ড, নিউজিল্যান্ড  
জাপান
৫–২  
ইন্দোনেশিয়া
১৯৮১ টোকিও, জাপান  
জাপান
৬–৩  
ইন্দোনেশিয়া

১৯৮৪–১৯৮৮

সম্পাদনা
বছর আয়োজক ফাইনাল তৃতীয় স্থান নির্ধারক
চ্যাম্পিয়ন ফলাফল রানার্স-আপ তৃতীয় স্থান ফলাফল চতুর্থ স্থান
১৯৮৪ কুয়ালালামপুর, মালয়েশিয়া  
চীন
৫–০  
ইংল্যান্ড
 
দক্ষিণ কোরিয়া
৫–০  
ডেনমার্ক
১৯৮৬ জাকার্তা, ইন্দোনেশিয়া  
চীন
৩–২  
ইন্দোনেশিয়া
 
দক্ষিণ কোরিয়া
৩–২  
জাপান
১৯৮৮ কুয়ালালামপুর, মালয়েশিয়া  
চীন
৫–০  
দক্ষিণ কোরিয়া
 
ইন্দোনেশিয়া
৫–০  
জাপান

১৯৯০–বর্তমান

সম্পাদনা
বছর আয়োজক ফাইনাল সেমি-ফাইনালে পরাজিত
চ্যাম্পিয়ন ফলাফল রানার্স-আপ
১৯৯০ নাগোয়াটোকিও, জাপান  
চীন
৩–২  
দক্ষিণ কোরিয়া
 
ইন্দোনেশিয়া
 
জাপান
১৯৯২ কুয়ালালামপুর, মালয়েশিয়া  
চীন
৩–২  
দক্ষিণ কোরিয়া
 
সুইডেন
 
ইন্দোনেশিয়া
১৯৯৪ জাকার্তা, ইন্দোনেশিয়া  
ইন্দোনেশিয়া
৩–২  
চীন
 
সুইডেন
 
দক্ষিণ কোরিয়া
১৯৯৬ হংকং  
ইন্দোনেশিয়া
৪–১  
চীন
 
দক্ষিণ কোরিয়া
 
ডেনমার্ক
১৯৯৮ হংকং, চীন  
চীন
৪–১  
ইন্দোনেশিয়া
 
ডেনমার্ক
 
দক্ষিণ কোরিয়া
২০০০ কুয়ালালামপুর, মালয়েশিয়া  
চীন
৩–০  
ডেনমার্ক
 
ইন্দোনেশিয়া
 
দক্ষিণ কোরিয়া
২০০২ কুয়াংচৌ, চীন  
চীন
৩–১  
দক্ষিণ কোরিয়া
 
নেদারল্যান্ডস
 
হংকং
২০০৪ জাকার্তা, ইন্দোনেশিয়া  
চীন
৩–১  
দক্ষিণ কোরিয়া
 
ডেনমার্ক
 
জাপান
২০০৬ সেনদাইটোকিও, জাপান  
চীন
৩–০  
নেদারল্যান্ডস
 
জার্মানি
 
চীনা তাইপেই
২০০৮ জাকার্তা, ইন্দোনেশিয়া  
চীন
৩–০  
ইন্দোনেশিয়া
 
দক্ষিণ কোরিয়া
 
জার্মানি
২০১০ কুয়ালালামপুর, মালয়েশিয়া  
দক্ষিণ কোরিয়া
৩–১  
চীন
 
জাপান
 
ইন্দোনেশিয়া
২০১২ উহান, চীন  
চীন
৩–০  
দক্ষিণ কোরিয়া
 
থাইল্যান্ড
 
জাপান
২০১৪ নতুন দিল্লি, ভারত  
চীন
৩–১  
জাপান
 
ভারত
 
দক্ষিণ কোরিয়া
২০১৬ কুংশান, চীন  
চীন
৩–১  
দক্ষিণ কোরিয়া
 
ভারত
 
জাপান
২০১৮ ব্যাংকক, থাইল্যান্ড  
জাপান
৩–০  
থাইল্যান্ড
 
দক্ষিণ কোরিয়া
 
চীন
২০২০ আরহাস, ডেনমার্ক  
চীন
৩–১  
জাপান
 
দক্ষিণ কোরিয়া
 
থাইল্যান্ড
২০২২ ব্যাংকক, থাইল্যান্ড  
দক্ষিণ কোরিয়া
৩–২  
চীন
 
জাপান
 
থাইল্যান্ড
২০২৪ চীন
  1. এই সময়ে একটি উবার কাপ আসর দুবছর ধরে খেলা হত, এখানে শুধু অন্তিম পর্ব দেখানো হল

সফল দলসমূহ

সম্পাদনা
দল বিজয়ী রানার্স-আপ
  চীন ১৫ (১৯৮৪, ১৯৮৬, ১৯৮৮, ১৯৯০, ১৯৯২, ১৯৯৮, ২০০০, ২০০২, ২০০৪, ২০০৬, ২০০৮, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২০) ৪ (১৯৯৪, ১৯৯৬, ২০১০, ২০২২)
  জাপান ৬ (১৯৬৬, ১৯৬৯, ১৯৭২, ১৯৭৮, ১৯৮১, ২০১৮) ৩ (১৯৭৫, ২০১৪, ২০২০)
  ইন্দোনেশিয়া ৩ (১৯৭৫, ১৯৯৪, ১৯৯৬) ৭ (১৯৬৯, ১৯৭২, ১৯৭৮, ১৯৮১, ১৯৮৬, ১৯৯৮, ২০০৮)
  মার্কিন যুক্তরাষ্ট্র ৩ (১৯৫৭, ১৯৬০, ১৯৬৩) ১ (১৯৬৬)
  দক্ষিণ কোরিয়া ২ (২০১০, ২০২২) ৭ (১৯৮৮, ১৯৯০, ১৯৯২, ২০০২, ২০০৪, ২০১২, ২০১৬)
  ডেনমার্ক ৩ (১৯৫৭, ১৯৬০, ২০০০)
  ইংল্যান্ড ২ (১৯৬৩, ১৯৮৪)
  নেদারল্যান্ডস ১ (২০০৬)
  থাইল্যান্ড ১ (২০১৮)
ইটালিক = আয়োজক

অন্তিম পর্বে উত্তীর্ণ দল

সম্পাদনা
 
উবার কাপের অন্তিম পর্বে উত্তীর্ণ দলসমূহ

২০২২ পর্যন্ত সব মিলিয়ে ২৮টি দল অন্তিম পর্বে খেলার সুযোগ পেয়েছে। এশিয়া ও ইউরোপ থেকে সর্বাধিক ১০টি, আফ্রিকা ও ওশিয়ানিয়া থেকে ৩টি ও দুই আমেরিকা মহাদেশে থেকে কেবল কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র।

২০২২ উবার কাপ পর্যন্ত:

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Thomas -/Uber Cup history"। ২০০৭-১০-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-১৯ 
  2. "THE LADIES' WORLD TEAM BADMINTON CHAMPIONSHIP FOR THE UBER CUP"। ২০০৭-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-১৯ 
  3. "Thomas and Uber Cups to Stay Together"badminton-information। ২৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯