উবার কাপ
উবার কাপ বা বিশ্ব মহিলা দলীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হল জাতীয় মহিলা ব্যাডমিন্টন দলগুলির মধ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতা। প্রাক্তন ব্রিটিশ ব্যাডমিন্টন খেলোয়াড় বেটি উবার এই প্রতিযোগিতার সূচনা করেন ও তার নামেই প্রতিযোগিতার নাম।[১][২] ১৯৫৬ সালে প্রতিষ্ঠার সময় এটি তিন বছর অন্তর অন্তর খেলা হত। ১৯৮৪ সালে থমাস কাপ প্রতিযোগিতা এর সাথে জুড়ে যায় ও একই সময়ে ও স্থানে খেলা হতে থাকে, তখন থেকে দুবছর অন্তর খেলা হয়। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ২০০৭ সালে প্রতিযোগিতা দুটিকে পুনরায় আলাদা করে আয়োজন করার চেষ্টা করলেও পরে সেই আবেদন বাতিল ঘোষিত হয়।[৩]
চলতি মৌসুম বা প্রতিযোগিতা: ২০২২ থমাস ও উবার কাপ | |
খেলা | ব্যাডমিন্টন |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৯৫৭ |
দলের সংখ্যা | ১৬ |
দেশ(সমূহ) | বিডব্লিউএফ সদস্য দেশসমূহ |
বর্তমান চ্যাম্পিয়ন | দক্ষিণ কোরিয়া (২য় শিরোপা) |
সর্বোচ্চ শিরোপা | চীন (১৫টি শিরোপা) |
ট্রফি
সম্পাদনা১৯৫৬ সালে প্রথম আসরের সময় ট্রফিটি উদ্বোধন করা হয়। লন্ডনের বিখ্যাত কারিগর ম্যাপিন ও ওয়েব এটি তৈরী করেন। এটি ২০ ইঞ্চি লম্বা ও উপরে ঘূর্ণায়মান পৃথিবী ও শাটলককের ওপর একজন মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় দণ্ডায়মান।
ফলাফল
সম্পাদনা১৯৫৭–১৯৮১
সম্পাদনাবছর[ক] | আয়োজক | ফাইনাল | |||
---|---|---|---|---|---|
চ্যাম্পিয়ন | ফলাফল | রানার্স-আপ | |||
১৯৫৭ | ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড | মার্কিন যুক্তরাষ্ট্র |
৬–১ | ডেনমার্ক | |
১৯৬০ | ফিলাডেলফিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | মার্কিন যুক্তরাষ্ট্র |
৫–২ | ডেনমার্ক | |
১৯৬৩ | উইলমিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র | মার্কিন যুক্তরাষ্ট্র |
৪–৩ | ইংল্যান্ড | |
১৯৬৬ | ওয়েলিংটন, নিউজিল্যান্ড | জাপান |
৫–২ | মার্কিন যুক্তরাষ্ট্র | |
১৯৬৯ | টোকিও, জাপান | জাপান |
৬–১ | ইন্দোনেশিয়া | |
১৯৭২ | টোকিও, জাপান | জাপান |
৬–১ | ইন্দোনেশিয়া | |
১৯৭৫ | জাকার্তা, ইন্দোনেশিয়া | ইন্দোনেশিয়া |
৫–২ | জাপান | |
১৯৭৮ | অকল্যান্ড, নিউজিল্যান্ড | জাপান |
৫–২ | ইন্দোনেশিয়া | |
১৯৮১ | টোকিও, জাপান | জাপান |
৬–৩ | ইন্দোনেশিয়া |
১৯৮৪–১৯৮৮
সম্পাদনাবছর | আয়োজক | ফাইনাল | তৃতীয় স্থান নির্ধারক | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
চ্যাম্পিয়ন | ফলাফল | রানার্স-আপ | তৃতীয় স্থান | ফলাফল | চতুর্থ স্থান | ||||
১৯৮৪ | কুয়ালালামপুর, মালয়েশিয়া | চীন |
৫–০ | ইংল্যান্ড |
দক্ষিণ কোরিয়া |
৫–০ | ডেনমার্ক | ||
১৯৮৬ | জাকার্তা, ইন্দোনেশিয়া | চীন |
৩–২ | ইন্দোনেশিয়া |
দক্ষিণ কোরিয়া |
৩–২ | জাপান | ||
১৯৮৮ | কুয়ালালামপুর, মালয়েশিয়া | চীন |
৫–০ | দক্ষিণ কোরিয়া |
ইন্দোনেশিয়া |
৫–০ | জাপান |
১৯৯০–বর্তমান
সম্পাদনানোট
সম্পাদনা- ↑ এই সময়ে একটি উবার কাপ আসর দুবছর ধরে খেলা হত, এখানে শুধু অন্তিম পর্ব দেখানো হল
সফল দলসমূহ
সম্পাদনাদল | বিজয়ী | রানার্স-আপ |
---|---|---|
চীন | ১৫ (১৯৮৪, ১৯৮৬, ১৯৮৮, ১৯৯০, ১৯৯২, ১৯৯৮, ২০০০, ২০০২, ২০০৪, ২০০৬, ২০০৮, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২০) | ৪ (১৯৯৪, ১৯৯৬, ২০১০, ২০২২) |
জাপান | ৬ (১৯৬৬, ১৯৬৯, ১৯৭২, ১৯৭৮, ১৯৮১, ২০১৮) | ৩ (১৯৭৫, ২০১৪, ২০২০) |
ইন্দোনেশিয়া | ৩ (১৯৭৫, ১৯৯৪, ১৯৯৬) | ৭ (১৯৬৯, ১৯৭২, ১৯৭৮, ১৯৮১, ১৯৮৬, ১৯৯৮, ২০০৮) |
মার্কিন যুক্তরাষ্ট্র | ৩ (১৯৫৭, ১৯৬০, ১৯৬৩) | ১ (১৯৬৬) |
দক্ষিণ কোরিয়া | ২ (২০১০, ২০২২) | ৭ (১৯৮৮, ১৯৯০, ১৯৯২, ২০০২, ২০০৪, ২০১২, ২০১৬) |
ডেনমার্ক | ৩ (১৯৫৭, ১৯৬০, ২০০০) | |
ইংল্যান্ড | ২ (১৯৬৩, ১৯৮৪) | |
নেদারল্যান্ডস | ১ (২০০৬) | |
থাইল্যান্ড | ১ (২০১৮) |
- ইটালিক = আয়োজক
অন্তিম পর্বে উত্তীর্ণ দল
সম্পাদনা২০২২ পর্যন্ত সব মিলিয়ে ২৮টি দল অন্তিম পর্বে খেলার সুযোগ পেয়েছে। এশিয়া ও ইউরোপ থেকে সর্বাধিক ১০টি, আফ্রিকা ও ওশিয়ানিয়া থেকে ৩টি ও দুই আমেরিকা মহাদেশে থেকে কেবল কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র।
২০২২ উবার কাপ পর্যন্ত:
- ২৬ বার
- ২২ বার
- ২০ বার
- ১৪ বার
- ১৩ বার
- ১২ বার
- ১১ বার
- ১০ বার
- ৯ বার
- ৮ বার
- ৬ বার
- ৫ বার
- ৩ বার
- ২ বার
- ১ বার
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Thomas -/Uber Cup history"। ২০০৭-১০-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-১৯।
- ↑ "THE LADIES' WORLD TEAM BADMINTON CHAMPIONSHIP FOR THE UBER CUP"। ২০০৭-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-১৯।
- ↑ "Thomas and Uber Cups to Stay Together"। badminton-information। ২৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯।