উইসাম বেন ইয়েদের

ফরাসি ফুটবলার

উইসাম বেন ইয়েদের (ফরাসি: Wissam Ben Yedder, ফরাসি উচ্চারণ: ​[wˈɪsəm bˈɛn jɛdˈe]; জন্ম: ১২ আগস্ট ১৯৯০) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব মোনাকো এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

উইসাম বেন ইয়েদের
২০১৯ সালে মোনাকোর হয়ে উইসাম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম উইসাম বেন ইয়েদের
জন্ম (1990-08-12) ১২ আগস্ট ১৯৯০ (বয়স ৩৩)
জন্ম স্থান সারসেল, ফ্রান্স
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
মোনাকো
জার্সি নম্বর ১০
যুব পর্যায়
২০০০–২০০৭ গার্জ লে গোনেস
২০০৭–২০০৯ সাঁ-দ্যনি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১০ মাকাবি পারি ২৩ (৯)
২০১০–২০১৩ তুলুজ বি ২০ (১৪)
২০১০–২০১৬ তুলুজ ১৫৬ (৬৩)
২০১৬–২০১৯ সেভিয়া ৯১ (৩৮)
২০১৯– মোনাকো ১১১ (৬৮)
জাতীয় দল
২০১০ ফ্রান্স (ফুটসাল) (১)
২০১২ ফ্রান্স অনূর্ধ্ব-২১ (৩)
২০১৮– ফ্রান্স ১৯ (৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬:১৭, ১ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:১৭, ১ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১২ সালে, উইসাম ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ১ বছর যাবত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ফ্রান্সের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৯ ম্যাচে ৩টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

উইসাম বেন ইয়েদের ১৯৯০ সালের ১২ই আগস্ট তারিখে ফ্রান্সের সারসেলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

উইসাম ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ সালে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ৯ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।

২০১৮ সালের ২৩শে মার্চ তারিখে, ২৭ বছর, ৭ মাস ও ১১ দিন বয়সে, উভয় পায়ে ফুটবল খেলায় পারদর্শী উইসাম কলম্বিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৭৩তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় অলিভিয়ে জিরুর বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ২৪ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি কলম্বিয়া ৩–২ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ফ্রান্সের হয়ে অভিষেকের বছরে উইসাম সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

১ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ফ্রান্স ২০১৮
২০১৯
২০২০
২০২১
২০২২
সর্বমোট ১৯

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা