উইলিয়াম কুপার

অস্ট্রেলীয় ক্রিকেটার

উইলিয়াম হেনরি কুপার (ইংরেজি: William Cooper; জন্ম: ১১ সেপ্টেম্বর, ১৮৪৯ - মৃত্যু: ৫ এপ্রিল, ১৯৩৯) কেন্টের মেইডস্টোন এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ১৮৮১ থেকে ১৮৮৪ মেয়াদকালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে দুই টেস্টে অংশগ্রহণ করেছেন। দলে মূলতঃ লেগ ব্রেক বোলার ছিলেন উইলিয়াম কুপার। এছাড়াও ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন তিনি।

উইলিয়াম কুপার
William Henry Cooper c1884.jpg
আনুমানিক ১৮৮৪ সালে উইলিয়াম কুপার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামউইলিয়াম হেনরি কুপার
জন্ম(১৮৪৯-০৯-১১)১১ সেপ্টেম্বর ১৮৪৯
মেইডস্টোন, কেন্ট, ইংল্যান্ড
মৃত্যু৫ এপ্রিল ১৯৩৯(1939-04-05) (বয়স ৮৯)
মেলবোর্ন, ভিক্টোরিয়া,অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
সম্পর্কপল শিহান (প্রপৌত্র)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৫)
৩১ ডিসেম্বর ১৮৮১ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১২ ডিসেম্বর ১৮৮৪ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৮৭৮-১৮৮৩ভিক্টোরিয়ান বুশর‌্যাঞ্জার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ২৬
রানের সংখ্যা ১৩ ২৪৭
ব্যাটিং গড় ৬.৫০ ১০.২৯
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৪৬
বল করেছে ৪৪৬ ৩,১৬২
উইকেট ৭১
বোলিং গড় ২৫.১১ ২৪.৪৯
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/১২০ ৭/৩৭
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ১৬/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১০ মে ২০১৭

প্রারম্ভিক জীবনসম্পাদনা

কেন্টে জন্মগ্রহণকারী কুপারের শৈশবকাল ইংল্যান্ডেই অতিবাহিত হয়। যুবক অবস্থায় অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। কিন্তু ২৭ বছরের পূর্ব পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণ করেননি। তার প্রপৌত্র পল শিহান অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট ক্রিকেট খেলেছেন।

খেলোয়াড়ী জীবনসম্পাদনা

১৮৮২ সালে মেলবোর্নে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত নিজস্ব অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয়-উইকেট তুলে নেন কুপার।[১] ১৮৮৪ সালে বিলি মারডকের নেতৃত্বাধীন দলে ইংল্যান্ড সফরে যান।

অবসরসম্পাদনা

খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেয়ার পর ভিক্টোরীয় ক্রিকেটে রাজ্য দল নির্বাচকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ভিক্টোরিয়া ক্রিকেট সংস্থায় সহ-সভাপতি মনোনীত হন।

৫ এপ্রিল, ১৯৩৯ তারিখে ভিক্টোরিয়ার মেলবোর্নে ৯০ বছর বয়সে উইলিয়াম কুপারের দেহাবসান ঘটে।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "1st Test: Australia v England at Melbourne, Dec 31, 1881 – Jan 4, 1882"espncricinfo। সংগ্রহের তারিখ ২০১১-১২-১৩ 

আরও দেখুনসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা