উইকিপিডিয়া:রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ/রসনিমা দ্বৈরথ

প্রধান পাতাআলোচনাযোগদানপর্ষদমেইলিং লিস্টপরিক্রমাটেমপ্লেটসমূহপদকসমূহসহপ্রকল্প
অপারেশন সালতামামিনির্বাচিত নিবন্ধরসনিমা দ্বৈরথহল অব ফেম

রসনিমা দ্বৈরথ হলো সংঘের রচনা সংশোধন মহোৎসবনিবন্ধ মানোন্নয়ন অভিযানে ব্যবহারকারীদের অংশগ্রহণ ও প্রতিযোগিতা বৃদ্ধির জন্য প্রতিযোগিতার আয়োজিত একটি অংশ। অভিযান ও মহোৎসবে অংশগ্রহণকারীরা অন্য অংশগ্রহণকারীদের চ্যালেঞ্জ বা দ্বৈরথে আমন্ত্রণ জানান। দ্বৈরথে বিজয়ীদের বিশেষ পদক প্রদান করা হয় এবং সকল আয়োজনের একত্রিত পরিসংখ্যান অনুসারে একটি সমন্বিত র‍্যাংকিং প্রদান করা হয়।

নিয়মাবলি সম্পাদনা

  1. দ্বৈরথে আমন্ত্রণ জানানোর জন্য অবশ্যই অভিযান ও মহোৎসবের যোগদান অংশে নাম অন্তর্ভুক্ত করতে হবে।
  2. রচনা সংশোধন ও নিবন্ধে মানোন্নয়ন সংঘের যেকোনো সদস্যকে দ্বৈরথে আমন্ত্রণ জানানো যাবে। ব্যবহারকারীকে আমন্ত্রণ জানাতে ব্যবহারকারীদের আলাপ পাতায় {{রসনিমা আমন্ত্রণ/দ্বৈরথ}} ট্যাগ ব্যবহার করে আমন্ত্রণ জানাতে হবে। একসাথে একাধিক ব্যবহারকারীকে দ্বৈরথে আমন্ত্রণ জানানো যাবে। ব্যবহারকারী চ্যালেঞ্জ গ্রহণ গ্রহণ সাপেক্ষে দ্বৈরথ কার্যকর হবে।
  3. দ্বৈরথে নির্দিষ্ট বিষয় থাকবে, যেমন: সর্বোচ্চ নিবন্ধ সংশোধন/হালনাগাদ, সবচেয়ে বেশি শব্দ সংশোধন/হালনাগাদ ইত্যাদি (একসাথে একাধিকও হতে পারে)। বিষয়টি প্রতিযোগিতা সংশ্লিষ্ট পাতায় পয়েন্ট আকারে উল্লেখ থাকবে। কোনো ব্যবহারকারী কোনো একটি বিষয়ের দ্বৈরথে জিতলে তা একটি পয়েন্ট বলে গণ্য হবে এবং পয়েন্টটি নিচের র‍্যাংকিংয়ে যুক্ত হবে।
  4. প্রতিটি প্রতিযোগিতায় আলাদা করে চ্যালেঞ্জ জানাতে হবে।

র‍্যাংকিং সম্পাদনা

অবস্থান ব্যবহারকারী পয়েন্ট পরিসংখ্যান

আরও দেখুন সম্পাদনা