উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/RockyMasum
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
- সমর্থন — ৮; বিরোধিতা — ০; নিরপেক্ষ — ০। প্রশাসকত্বের আবেদন সফল হিসেবে সমাপ্ত। — তানভির • ১২:১৮, ১৫ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (৮/০/০); শেষ হবে: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৫ (ইউটিসি)
মনোনয়ন
সুধী, বাংলা উইকিপিডিয়ায় আমি অবদান রাখা শুরু করি ২০১৩ সাল থেকে। ৬ বছরের বেশি সময় ধরে বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত অবদান রেখে যাচ্ছি। বাংলা উইকিপিডিয়া ছাড়াও উইকিমিডিয়া কমন্স, উইকিডাটা, ইংরেজি উইকিপিডিয়া, উইকিভ্রমনে মূলত কাজ করে থাকি। বর্তমানে আমার বৈশ্বিক সম্পাদনা সংখ্যা প্রায় ২৪ হাজার। বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা সংখ্যা ৮,২৭০-এর অধিক এবং উইকিপিডিয়া নামস্থানে সম্পাদনা সংখ্যা ৬৬৩-এর অধিক। উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরি ও মানোন্নয়ন ছাড়াও ধ্বংসপ্রবণতা রোধে এবং বিভিন্ন প্রতিযোগিতায় পর্যালোচক/সমন্বয়ক হিসাবে বিভিন্নভাবে অবদান রেখে আসছি। বাংলাদেশে উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় চ্যাপ্টার, উইকিমিডিয়া বাংলাদেশের সাথে ৫ বছরের বেশি সময় ধরে সক্রিয়ভাবে যুক্ত আছি। বর্তমানে চ্যাপ্টারের নির্বাহী সদস্য হিসাবে কাজ করছি। এছাড়া রাজশাহী সম্প্রদায়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত এর সাথে সক্রিয়ভাবে যুক্ত আছি।
বাংলা উইকিপিডিয়ার অভিজ্ঞ ও নিয়মিত সম্পাদকরা আমার এই আবেদনে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করবেন আশা করছি। ধন্যবাদ।-মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:১৫, ৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
আবেদনকারীর প্রতি প্রশ্ন
প্রিয় প্রার্থী, আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে নিচের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিন:
- ১. আপনি কি প্রকারের ও কেন প্রশাসকত্বের কাজ করতে আগ্রহী?
- উ:বাংলা উইকিপিডিয়ার কলেবর দিন দিন বৃদ্ধি পেলেও আমাদের প্রশাসকের সংখ্যা বৃদ্ধি না পেয়ে বরং কমে গিয়েছে। আর কলেবর বৃদ্ধির সাথে সাথে ধ্বংসপ্রবণতাও বৃদ্ধি পেয়েছে। এসব ধ্বংসপ্রবণতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক দেরি হয়ে যায়। এর ফলে অনেক সময় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এছাড়া উইকিপিডিয়া নামস্থানে কাজ করতে অনেক সময় প্রশাসকের অধিকার থাকতে হয়। তাই অনেক সময় ইচ্ছা বা প্রয়োজন থাক সত্ত্বেও এসব ক্ষেত্রে কাজ করা সম্ভব হয়ে উঠে না।
- আমি ধ্বংসপ্রবণতা রোধ, অনুরোধকৃত পাতা অপসারণ, ব্যবহারকারী আলাপ পাতার বার্তার জবাব, উন্নয়নের প্রয়োজন কিন্তু সংরক্ষিত রয়েছে এমন পাতার মান উন্নয়নে কাজ করতে আগ্রহী। নিয়মিত অবদানের পাশাপাশি একজন প্রশাসক হিসেবে আরো দ্রুত এবং দায়িত্বশীল হয়ে বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে কাজ করতে চাই।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:৪৫, ৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- সম্পূরক প্রশ্নগুচ্ছ: উপরের অনুচ্ছেদে লিখেছেন, ‘দায়িত্বশীল হয়ে বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে কাজ করতে চাই।’ সুন্দর ও যথোচিত জবাব বটে। অনুগ্রহপূর্বক নিচের প্রশ্নগুলোর যথোচিত উত্তর দিন:
- (ক) কোন প্রশাসককে দায়িত্বশীল হবার জন্যে দৈনিক গড়ে কতটুকু সময় বাংলা উইকিপিডিয়ার জন্যে (ইংরেজি উইকিপিডিয়ার জন্যে নয়) বরাদ্দ রাখা বা ব্যয় করা উচিত বলে মনে করেন?
- (খ) আর, আপনিইবা দৈনিক গড়ে কতটুকু সময় দিতে পারবেন বা ব্যয় করতে পারবেন বলে মনে করছেন?
- (গ) একজন প্রশাসকের দৃষ্টিভঙ্গী কেমন থাকা উচিত? বাংলা উইকিপিডিয়ার প্রশাসক সম্পর্কে আপনার ধারনা কিরূপ?
- (ঘ) একজন প্রশাসক ও একজন ব্যুরোক্র্যাটের মধ্যে পার্থক্য কি? - Suvray (আলাপ) ০৮:৩২, ১০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- উ: (ক) আমি ইতিমধ্যে বলেছি উইকিপিডিয়ার সম্পাদকের মত প্রশাসকরাও সম্পূর্ণ স্বেচ্ছা শ্রমে কাজ করে। কোন উইকিপিডিয়া সম্পাদকই উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য দায়বদ্ধ না। কিন্তু যখন একজন প্রশাসক হয়ে যান, তখন কিছু দায়বদ্ধতা স্বাভাবিকভাবেই তার উপরে চলে আসে। আমি মনে করি একজন প্রশাসকের উইকিপিডিয়ায় নিয়মিত বিচরণ থাকা উচিত এবং যে লগ জমা থাকে তা অগ্রাধিকার ভিত্তিতে পরিস্কার করা উচিত। আর যেহেতু এটি কোন চাকুরী নয়, তাই নির্দিষ্ট করে সময় বেধে দেয়ার পক্ষপাতি আমি নই।
- (খ) আমি আমার অবসর সময়টা উইকিতে দিয়ে থাকি। সময়ের হিসাব সেভাবে কখনো করা হয়ে উঠেনি। তবে গত কয়েক মাসের আমার কার্যক্রম যদি হিসাব করি তাহলে দিনে গড়ে ২/৩ ঘন্টা সময় উইকিপিডিয়া বা অন্যান্য প্রকল্পে দিতে পারছি।
- (গ) একজন প্রশাসকের নিরপেক্ষ, বিচক্ষণ এবং বিশ্বস্ত হওয়া উচিত।
- বাংলা উইকিপিডিয়ার বর্তমান প্রশসকেরা অনেক অভিজ্ঞ এবং সক্রিয়। প্রশাসনিক কাজের বাইরে প্রশাসকদের কাছে থেকে উইকিপিডিয়া নামস্থানে আরও সক্রিয়তা আশা করি।
- (ঘ) একজন ব্যুরোক্র্যাট অন্যান্য ব্যবহারকারীকে প্রশাসক বা ব্যুরোক্র্যাট অধিকার প্রদান করতে পারেন। এছাড়া ব্যুরোক্র্যাটগণ কোন ব্যবহারকারী অ্যাকাউন্টকে বট চালনার অনুমতি প্রদান, অর্থাৎ রোবট স্ক্রিপ্ট অনুমোদন দিতে পারেন। যে অধিকারগুলি একজন প্রশাসকের নেই।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৯:৪৪, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- আপাতদৃষ্টিতে প্রশ্নগুলো হয়তোবা খুবই সহজ-সরল প্রকৃতির ছিল! তবে, অনিন্দ্য সুন্দর বাচনভঙ্গীর উপস্থাপনা লিখিত আকারে স্বীয় চিন্তাধারা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন প্রিয়দেরই একজন ছোট ভাই রকি মাসুম। সেলক্ষ্যে ভবিষ্যতের প্রশাসকের প্রতি নিয়মিত সকল ব্যবহারকারীর খোলামেলা প্রশ্ন (আরও যদি থেকে থাকে) ও নিঃসঙ্কোচে সমর্থন করার জন্যে উদাত্ত আহ্বান কিংবা অনুরোধ জানাচ্ছি। আগাম ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১৩:১০, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- (ঘ) একজন ব্যুরোক্র্যাট অন্যান্য ব্যবহারকারীকে প্রশাসক বা ব্যুরোক্র্যাট অধিকার প্রদান করতে পারেন। এছাড়া ব্যুরোক্র্যাটগণ কোন ব্যবহারকারী অ্যাকাউন্টকে বট চালনার অনুমতি প্রদান, অর্থাৎ রোবট স্ক্রিপ্ট অনুমোদন দিতে পারেন। যে অধিকারগুলি একজন প্রশাসকের নেই।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৯:৪৪, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- ২. বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন?
- উ: বাংলা উইকিপিডিয়ায় আমি কোন নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করি না। যখন যেখানে প্রয়োজন মনে হয়, সেখানেই অবদান রাখার চেষ্টা করি। তবে যদি একটি অবদানের কথা বলা হয়, আমি বলবো আজকের নির্বাচিত ছবির কথা। দীর্ঘ সময় ধরে আমি নিয়মিত এতে ছবি যুক্ত করে আসছি। আমার নিজের তোলা ০৮ টি ছবি মানসম্মত ছবি ও ৩২ টি মূল্যবান ছবি আজকের নির্বাচিত ছবি হিসেবে ইতিমধ্যে যুক্ত হয়েছে। আমার নিজের ছাড়া অন্যদের তোলা ছবি থেকে ২ টি নির্বাচিত ছবি, ৭৭ টি মানসম্মত ছবি, ৪২ টি মূল্যবান ছবি আমার মনোনয়নের মাধ্যমে কমন্সে নির্বাচিত হয়েছে। এই ছবিগুলির প্রায় প্রতিটি ছবি আজকের নির্বাচিত ছবি হিসাবে ব্যবহৃত হয়েছে। এর বাইরে অন্যান্য উৎস থেকেও ছবি এ কাজে সংগ্রহ করে থাকি।
- উইকিপিডিয়া নামস্থানে ৬৬৩ টি অবদানের কথাও আমি এখানে উল্লেখ করতে চাই। এছাড়া বাংলা উইকিপিডিয়ায় আমার নিজের তৈরি করা নিবন্ধের সংখ্যা ১০০টি।-মাসুম-আল-হাসান (আলাপ)
- সম্পূরক প্রশ্ন: আপনার প্রণীত (এক বা একাধিক) সেরা নিবন্ধ কোনগুলো? কোন নিবন্ধকে ঘিরে সুখস্মৃতি কিংবা দুঃখময় ঘটনা আলোকপাত করুন! - Suvray (আলাপ) ০৮:৪১, ১০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- উ: সুব্রত দা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমার দৃস্টিতে আমার প্রনীত সেরা নিবন্ধ হচ্ছে সুবাহ বাংলা। এছাড়া ভিউ এর দিক থেকে বিবেচনা করলে আমার প্রনীত সেরা নিবন্ধ হছে পদ্মা সেতু।
- আমঝুপি নীলকুঠি নিবন্ধকে ঘিরে দুঃখময় স্মৃতি আছে। এই নিবন্ধ শুরুতে আমি তৈরি করেছিলাম। সেটি কপিরাইটজনিত কারণে অপসারণ করা হয়েছিল। মজার বিষয় হচ্ছে সূত্র হিসাবে যে পত্রিকার/ওয়েবসাইটের কথা বলা হয়েছিল সেটি উইকিপিডিয়া থেকে কপি পেস্ট করেই তৈরি করা হয়ছিল। এমনকি আমার তোলা ছবি তারা ক্রপ করে ব্যবহার করেছিল সেখানে।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৯:৫০, ১০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- ছোট্ট পরিসরে সুখ-দুঃখের মজাদার স্মৃতিচারণ ঘটানোয় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি! - Suvray (আলাপ) ১৩:১০, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- আমঝুপি নীলকুঠি নিবন্ধকে ঘিরে দুঃখময় স্মৃতি আছে। এই নিবন্ধ শুরুতে আমি তৈরি করেছিলাম। সেটি কপিরাইটজনিত কারণে অপসারণ করা হয়েছিল। মজার বিষয় হচ্ছে সূত্র হিসাবে যে পত্রিকার/ওয়েবসাইটের কথা বলা হয়েছিল সেটি উইকিপিডিয়া থেকে কপি পেস্ট করেই তৈরি করা হয়ছিল। এমনকি আমার তোলা ছবি তারা ক্রপ করে ব্যবহার করেছিল সেখানে।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৯:৫০, ১০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- আফতাবুজ্জামান থেকে প্রশ্ন: প্রশাসক মানে আপনি অতিরিক্ত দায়িত্ব নিতে যাচ্ছেন যার জন্য আপনাকে আরো সময় বাংলা উইকিতে দিতে হবে। আপনি মনে করেন আপনি প্রশাসকের দায়িত্বের পাশাপাশি নিয়মিত সম্পাদনা (যেমন নিবন্ধ তৈরি) করা চালিয়ে যেতে পারবেন? --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫১, ৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- আফতাবুজ্জামান, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়ার সম্পাদকের মত উইকিপিডিয়ার প্রশাসকরাও সম্পুর্ণ স্বেচ্ছা শ্রমে কাজ করে। কোন উইকিপিডিয়া সম্পাদকই উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য দায়বদ্ধ না। কিন্তু যখন একজন প্রশাসক হয়ে যান, তখন কিছু দায়বদ্ধতা স্বাভাবিকভাবেই তার উপরে চলে আসে। একজন প্রশাসকের কতটুকু সময় দিতে হয় বা দেয়া উচিত তা আমার জানা নেই (যেহেতু আমি এখনো প্রশাসক নই), তবে প্রশাসক হিসাবে দায়বদ্ধতার জায়গা থেকে আমি চেস্টা করব সে দায়িত্ব যথাযতভাবে পালনের। প্রয়োজনে বাংলা উইকিতে আরও বেশি সময় দেয়ার প্রয়োজন হলে অবশ্যই চেস্টা করব সে সময় দেয়ার।
- নিয়মিত সম্পাদনা বলতে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণের চেয়ে বাংলা উইকিপিডিয়ায় শৃঙ্খলা বা পরিচ্ছন্নতা বাড়াতে যেমনঃ উইকিফাই করা, তথ্যসূত্র যোগ/উন্নয়ন, নিবন্ধে ছবি যুক্ত করা এ ধরণের কাজ করতে আমি বেশি আগ্রহ বোধ করি। কারণ একটি বিশ্বকোষে নিবন্ধ বা তথ্যের সাথে সাথে সবকিছু শৃঙ্খলবদ্ধ ও পরিচ্ছন্নভাবে থাকা উচিত। প্রশাসকের দায়িত্বের পাশাপাশি বর্তমানে যেভাবে সম্পাদন চালিয়ে যাচ্ছি সেভাবেই চালিয়ে যেতে চাই।
- আশা করি আপনি যা জানতে চেয়েছেন তা আমি জানাতে পেরেছি। আরও কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন, আমি উত্তর দিতে আনন্দবোধ করব। ধন্যবাদ।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৯:২৩, ১০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন
- সমর্থন মাসুম ভাইকে আমি নিজেই প্রস্তাব করতাম। একজন প্রশাসকের নিবন্ধ তৈরি বা এ সংক্রান্ত কাজের চেয়ে রক্ষণাবেক্ষণই বেশি করতে হয়। সে হিসেবে মাসুম ভাই এই সব জায়গায় যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে বলেই আমার মনে হয়। প্রস্তাবে পূর্ণ সমর্থন দিচ্ছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২০, ৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন মাসুম ভাই প্রতিনিয়ত নিবন্ধ তৈরি ও মানোন্নয়নের পাশাপাশি ধ্বংসপ্রবণতা রোধে অবদান রেখে আসছেন। প্রশাসক হওয়ার আবেদনে তাকে সমর্থন দিচ্ছি, এবং আশা রাখি প্রশাসক হিসেবে তিনি তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন।--ওয়াকিম (আলাপ) ১৯:০৪, ৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন মাসুম ভাইয়ের প্রশাসক হওয়ার আবেদনে তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। --Shahidul Hasan Roman (আলাপ) ০৫:৫৯, ৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- যথেষ্ট অভিজ্ঞ ও দায়িত্বশীল উইকিপিডিয়ান, পূর্ণ সমর্থন রইল। কায়সার আহমাদ (আলাপ) ১০:২৪, ৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন — Ahmad ১৩:০৪, ৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন — EFTEKHARNAEEM (আলাপ) ০৯:৫৭, ১০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - দীর্ঘদিনের পরীক্ষিত ও স্নেহাষ্পদ ছোট ভাই মাসুম আল হাসান রকিকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি। আন্তরিকভাবে আশাবাদী যে, প্রশাসকের অধিকার লাভের পর বাংলা উইকিপিডিয়ার সম্প্রসারণে তিনি নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে আরও বিকশিত করবেন তবে নিজেকে গুটিয়ে রেখে নয়; গ্রহণযোগ্যতা আনয়ণে সচেষ্ট থাকবেন অনুক্ষণ-প্রতিক্ষণ তবে আপোষ করে নয়! আমি তার প্রশাসক অধিকার লাভে স্বীয় সমর্থন ব্যক্ত করছি। ধন্যবাদ। - Suvray (আলাপ) ১৩:৩০, ১১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - প্রশ্নে যা বলেছিলাম, প্রশাসকের দায়িত্বের পাশাপাশি নিয়মিত অবদানও বজায় রাখবেন এই কামনা করছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৯, ১২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]